WB Scholarship 2022 – মেধাবী পড়ুয়ারা আবেদন করুন এই স্কলারশিপে, আর পেয়ে যান ভালো পরিমাণ বৃত্তি।

WB Scholarship 2022 – জেনে নিন স্কলারশিপটিতে আবেদন পদ্ধতি।

শিক্ষাই সমাজে বয়ে আনে আলোর দিশা (WB Scholarship 2022)। আর তাই আগামী দিনে দেশের আরও এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দেশের যুবসমাজকে আরো ভালো শিক্ষা গ্রহণ করতে হবে। তবু এখনো অনেক পরিবার রয়েছে যাদের আর্থ-সামাজিক অবস্থা সন্তানের উচ্চশিক্ষা গ্রহণের ক্ষেত্রে বাধার কারণ হয়ে দাঁড়ায়।

আর এই বাধা দূর করতে সরকারি বেসরকারি নানা উদ্যোগে আয়োজন করা হয় বিভিন্ন স্কলারশিপ (WB Scholarship 2022) প্রোগ্রামের। এমনই একটি হলো ন্যাশনাল স্কলারশিপ। মেধাবী ছাত্র-ছাত্রী সকলেই করতে পারবেন এই স্কলারশিপের জন্য আবেদন। চলুন তাহলে জেনে নেওয়া যাক ন্যাশনাল স্কলারশিপ সংক্রান্ত বিস্তারিত তথ্য।

আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা-
১) প্রি ম্যাট্রিক স্কলারশিপ (Pre Matric Scholarship):
শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ মেধাবির ছাত্র-ছাত্রীরা আবেদন করতে পারবেন প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য। (WB Scholarship 2022)
২) পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ (Post Matric Scholarship):
উচ্চমাধ্যমিক এবং স্নাতক স্তরের পরীক্ষায় পাশ করা ছাত্র-ছাত্রীরা যারা ITI, B. Tech, Medical, IIM সহ বিভিন্ন প্রফেশনাল ও টেকনিক্যাল কোর্সে পাঠরত, তারা করতে পারবেন এই স্কলারশিপের জন্য আবেদন।

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নয়া জরুরি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের তরফে

কারা করতে পারবেন আবেদন?
ন্যাশনাল স্কলারশিপে আবেদনকারী ছাত্র-ছাত্রীদের হতে হবে তপশিলি জাতি কিংবা উপজাতিভুক্ত। নতুবা করা যাবে না এই স্কলারশিপের জন্য আবেদন। (WB Scholarship 2022)
আবেদনের শেষ তারিখ- এখনো চলছে এই স্কলারশিপে আবেদন প্রক্রিয়া। ছাত্র-ছাত্রীরা আর দেরি না করে এখনই অনলাইনে চটপট করে ফেলুন আবেদন।

আবেদন পদ্ধতি-
১) ন্যাশনাল স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট https://scholarships.gov.in/fresh/newstdRegfrmInstruction ওপেন করতে হবে।
২) এরপর স্কলারশিপে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় সমস্ত তথ্য ভালো করে পড়ে নিয়ে, সমস্ত শর্তাবলী মেনে ‘Continue’ অপশনে ক্লিক করতে হবে।
৩) এরপর প্রয়োজনীয় সমস্ত তথ্যগুলি পূরণ করে রেজিস্টার করতে হবে।
৪) আবেদনের পদ্ধতি সম্পন্ন হলে ছাত্র-ছাত্রীদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে লগ ইন আইডি এবং পাসওয়ার্ড পাঠানো হবে। সেক্ষেত্রে যদি কোনো ছাত্র-ছাত্রীর পাসওয়ার্ড না এসে থাকে তবে ‘Forget Password’ অপশনটি ব্যবহার নতুন করে পাসওয়ার্ড তৈরি করা যাবে। (WB Scholarship 2022)

NEET পাশ না করেও কম খরচে মেডিকেল কোর্সে পড়বেন কিকরে, রইলো সঠিক পদ্ধতি

আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র-
১) আগের পরীক্ষার মার্কশিট।
২) বাসিন্দাগত সার্টিফিকেট।
৩) বয়সের প্রমাণপত্র।
৪) পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
৫) জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট।
৬) আধার কার্ড।
৭) ব্যাংকের পাস বইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স কপি।
৮) পাসপোর্ট সাইজের ছবি।
৯) নতুন কোর্সে ভর্তির রশিদ। (WB Scholarship 2022)

প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

Jio নিয়ে এলো দুর্দান্ত রিচার্জ প্ল্যান, ব্যবহার করা যাবে আনলিমিটেড ডেটা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button