WB Scholarship 2022 – পড়ুয়াদের জন্য নতুন স্কলারশিপ, আবেদন করলেই মিলছে নূন্যতম ১০ হাজার টাকা।
WB Scholarship 2022 – মেধাবী পড়ুয়াদের স্বপ্নের উড়ান দিতে হাজির LIC.
জাতির ভিত্তি হল শিক্ষা। এখনো ভারতে এমন অনেক মেধাবী পড়ুয়া (WB Scholarship 2022) রয়েছেন যাদের উচ্চশিক্ষা গ্রহণ করার মত আর্থিক অবস্থা নেই। তবে সমাজের একটি সুস্থ পরিবেশ গড়ে তুলতে অবশ্যই প্রয়োজন হয় শিক্ষার। আর তাই মেধাবী পড়ুয়াদের ডানা মেলতে সাহায্যের হাত বাড়িয়ে দেয় সরকারি বেসরকারি নানা সংস্থা। দেওয়া হয় নানা ধরনের স্কলারশিপ।
কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের তরফে প্রতি বছরই বেশ কয়েকটি স্কলারশিপ চালু আছে মেধাবী পড়ুয়াদের জন্য। LIC-কে বেশিরভাগ মানুষ বিনিয়োগকারী সংস্থা হিসেবেই চেনেন বা জানেন। তবে অনেকেই হয়তো জানেন না এলআইসি-র তরফ থেকে একটি বিশেষ স্কলারশিপ (WB Scholarship 2022) প্রদান করা হয় পড়ুয়াদের। চলুন জেনে নেওয়া যাক এই সংক্রান্ত বিস্তারিত তথ্য।
স্কলারশিপটির নাম- এলআইসি এইচএফএল বিদ্যাধান স্কলারশিপ। (LIC HFL Vidyadhan Scholarship)।
আবেদনকারী শিক্ষাগত যোগ্যতা-
LIC HFL Vidyadhan স্কলারশীপে যারা আবেদন করতে পারবেন,
১) উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়া: মাধ্যমিকের ৬০ শতাংশ নম্বর পেলে করা যাবে আবেদন।
কন্যা সন্তান থাকলেই 5 লাখ টাকা দিচ্ছে সরকার, কিভাবে পাবেন দেখুন
২) স্নাতক স্তরের পড়ুয়া: অনার্স অথবা প্যারামেডিকেল অথবা নার্সিং অথবা ইঞ্জিনিয়ারিং অথবা ডিপ্লোমা কোর্সে পড়া পড়ুয়ারা উচ্চমাধ্যমিকের ৬০ শতাংশ নম্বর পেলে করতে পারবেন আবেদন। (WB Scholarship 2022)
৩) স্নাতকোত্তর (পোস্ট গ্রেজুয়েশন) স্তরের পড়ুয়া: স্নাতক স্তরে ৬০ শতাংশ নম্বর পেলে করা যাবে আবেদন।
স্কলারশিপের প্রাপ্ত অর্থের পরিমাণ-
১) উচ্চমাধ্যমিক স্তরের পড়ুয়া: একাদশ দ্বাদশ শ্রেণীর মেধাবী পড়ুয়ারা বার্ষিক ১০ হাজার টাকা পাবেন স্কলারশিপ থেকে। এতে তারা পাবেন ২ বছরের জন্য।
২) স্নাতক স্তরের পড়ুয়া: স্নাতক স্তরের পড়ুয়ারা ৩ বছরের জন্য পাবেন বার্ষিক ১৫ হাজার টাকা করে। (WB Scholarship 2022)
৩) স্নাতকোত্তর (পোস্ট গ্রেজুয়েশন) স্তরের পড়ুয়া: ২ বছরের জন্য বার্ষিক ২০ হাজার টাকা করে।
আবেদন পদ্ধতি-
শিক্ষাগত যোগ্যতার মাপকাঠিতে উত্তীর্ণ হলে শুধুমাত্র অনলাইনে মাধ্যমে জানাতে পারবেন এই স্কলারশিপের জন্য আবেদন। আবেদন করতে নিচে দেওয়া লিংকে ক্লিক করুন।
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র-
১) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার মার্কশিট এবং সার্টিফিকেট।
২) মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা ইত্যাদি কোর্সে ভর্তির প্রমাণপত্র।
৩) পরিবারের বার্ষিক আর সার্টিফিকেট।
৪) পাসপোর্ট সাইজের রঙিন ছবি। (WB Scholarship 2022)
৫) সরকারি মেধা কোটার অধীনে ছাত্র ভর্তি সংক্রান্ত শংসাপত্র ( ডিপ্লোমা, ইঞ্জিনিয়ারিং, মেডিকেল এবং এমবিএ)।
৬) ব্যাংকের পাস বইয়ের জেরক্স।
৭) জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)।
প্রতিদিন এমন আরো নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
২০২৩ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বড়ো ঘোষণা, কি কি নিয়ম বদলাচ্ছে?