WB Scholarships 2022 : মাধ্যমিক- উচ্চমাধ্যমিক পাশ করলেই রয়েছে এই ৫ টি স্কলারশিপ, অনেকেই জানেনা, এক্ষুনি জানুন

WB Scholarships 2022 : মাধ্যমিক- উচ্চমাধ্যমিক পাশ করলেই করা যাবে আবেদন, জানুন আবেদনের শেষ তারিখ

সন্তানের উচ্চশিক্ষা নিয়ে চিন্তিত (WB Scholarships 2022)? তাহলে আজকের প্রতিবেদনটি অবশ্যই দেখুন।উচ্চশিক্ষার মাধ্যমে একদিকে যেমন জ্ঞান লাভ করা যায়। এমনি ভালো চাকরি পাওয়ার সুযোগও থাকে। তবে উচ্চশিক্ষার জন্য অর্থের প্রয়োজন হয়। তবে অনেক পরিবারই আর্থিক দিক থেকে তেমন ভাবে সচ্ছল থাকে না। যার ফলে পরিবারের একজন মেধাবী ছাত্র বা ছাত্রীর উচ্চ শিক্ষার পথে বাধা সৃষ্টি হয়।

আরও পড়ুন,  মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করলেই পাবেন এই স্কলারশীপ, অনেকেই জানেনা এটা, এখনই আবেদন করুন।

প্রসঙ্গত মেধাবী ছাত্র-ছাত্রীরা যাতে পয়সার অভাবে উচ্চশিক্ষায় বাধা না প্রাপ্ত করে, সেজন্য স্কলারশিপের ব্যবস্থা করা হয় (WB Scholarships 2022)। উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলে, স্কলারশিপের জন্য আবেদন করা যায়। তবে নির্দিষ্ট স্কলারশিপ এর ক্ষেত্রে কিছু নিয়ম কানুন থাকে। সঠিকভাবে ফর্ম পূরন করলেই পাওয়া যায় সেসব স্কলারশিপ। আজকে সেইসব স্কলারশিপ সম্পর্কে এই প্রতিবেদনের মাধ্যমে জানানো হবে। কোন কোন স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষা এগিয়ে নিয়ে যাওয়া যাবে, চলুন দেখে নেওয়া যাক।

১) স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ বা SVMCM-
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা প্রদত্ত একটি স্কলারশিপ হলো এটি (WB Scholarships 2022)। একাদশ, দ্বাদশ শ্রেণি থেকে শুরু করে স্নাতক, স্নাতকোত্তর এবং গবেষণার ক্ষেত্রেও বৃত্তি প্রদান করা হয়ে থাকে। তবে এই স্কলারশিপ পেতে হলে নির্দিষ্ট কিছু নিয়ম থাকে। সেগুলি হল-

১) একাদশ বা দ্বাদশ শ্রেণীতে এই স্কলারশিপ পেতে হলে মাধ্যমিক বা সমতূল্য পরীক্ষায় ৭৫% নম্বর পেতে হবে। বার্ষিক পাওয়া যাবে ১২,০০০ টাকা।
২) স্নাতক স্তরে এই স্কলারশিপ পেতে হলে উচ্চমাধ্যমিক বা সমতূল্য পরীক্ষায় কমপক্ষে ৬০% নম্বর পেতে হবে। স্নাতক স্তরে (সায়েন্স) এর ক্ষেত্রে – বার্ষিক ১৮,০০০ টাকা, মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং- বার্ষিক ৬০,০০০ টাকা এবং আর্টস এবং কমার্স- বার্ষিক ১২,০০০ টাকা।

৩) স্নাতকোত্তর স্তরে এই স্কলারশিপ পেতে হলে স্নাতক স্তরে ন্যূনতম ৫৩% নম্বর পেতে হবে। স্নাতকোত্তর স্তরে সাইন্স এর ক্ষেত্রে- বার্ষিক ৩০,০০০ টাকা এবং আর্টস ও কামার্স- বার্ষিক ২৪,০০০ টাকা পাওয়া যাবে।
৪) গবেষনার ক্ষেত্রে স্কলারশিপ হিসেবে নন- নেট এম. ফিল ও নন-নেট পিএইচডি করলে মাসিক ৫,০০০ টাকা এবং ৮,০০০ টাকা  দেওয়া হবে।
উল্লেখ্য, পরিবারের বার্ষিক আয় ২,৫০,০০০ টাকা বা তার কম হতে হবে।
বিশদে জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে জেনে নিতে পারেন-
https://svmcm.wbhed.gov.in/

২) ওয়েসিস (Oasis) স্কলারশিপ-
রাজ্য সরকারের তরফ থেকে সংরক্ষিত (SC বা ST বা OBC) গোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের এই স্কলারশিপ দেওয়া হয়ে থাকে (WB Scholarships 2022)। এক্ষেত্রে পরিবারের বার্ষিক আয় ২ লাখ টাকার কম হতে হবে।
প্রি-ম্যাট্রিক লেভেল- পশ্চিমবঙ্গের নবম-দশম শ্রেণীর SC/ST গোষ্ঠীর ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন (WB Scholarships 2022)। বার্ষিক ২,২৫০ টাকা-৮,৫০০ টাকা স্কলারশিপ হিসেবে দেওয়া হবে।

পোস্ট-ম্যাট্রিক লেভেল- পশ্চিমবঙ্গের একাদশ-দ্বাদশ শ্রেণীর SC/ST/OBC গোষ্ঠীর ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন (WB Scholarships 2022)। বার্ষিক ২,৭৬০ টাকা-৯,০০০ টাকা স্কলারশিপ হিসেবে দেওয়া হবে।
স্নাতক স্তরে- আর্টস বা কমার্স বা সায়েন্স- বার্ষিক ৩,৬০০ টাকা-৯,০০০ টাকা (WB Scholarships 2022)। স্নাতক (হোটেল ম্যানেজমেন্ট বা L.L.B বা ফার্মেসি, নার্সিং) বার্ষিক ৬,৩৬০ টাকা-৯,৮৪০ টাকা।

স্নাতকোত্তর স্তরে- বার্ষিক ৬,৩৬০ টাকা-৯,৮৪০ টাকা। এছাড়া মেডিক্যাল/ইঞ্জজিনিয়ারিং/B.Sc (এগ্রিকালচার/এম.ফিল/পি এইচ ডি/LLM)- বার্ষিক ৬,৬০০ টাকা-১৪,৪০০ টাকা (WB Scholarships 2022)।
বিশদে জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে জেনে নিতে পারেন-
http://oasis.gov.in/

৩) কন্যাশ্রী প্রকল্প-
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার গৃহীত এই প্রকল্প (WB Scholarships 2022)। তবে ছাত্রীরা যাতে উচ্চশিক্ষায় যাতে বাঁধা প্রাপ্ত না করে, সেই জন্য এই প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে।
K1- রাজ্য সরকারের অধীনস্থ বিদ্যালয়ে পাঠরত ছাত্রীরা ১৩-১৮ বছর বয়সী অবিবাহিতা মেয়েরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন (WB Scholarships 2022)। তবে আবেদনকারীকে অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণির অন্তর্ভুক্ত হতে হবে। বার্ষিক ৫০০ টাকা পাওয়া যাবে।

K2- রাজ্য সরকারের অধীনস্থ বা তার সমতূল্য কোনও শিক্ষা প্রতিষ্ঠানে পাঠরত সকল অবিবাহিতা নারীরা এই প্রকল্পের মাধ্যমে বৃত্তি পাবেন (WB Scholarships 2022)। বার্ষিক বৃত্তি ২৫,০০০ টাকা (এককালীন)।
K3- ১) স্নাতক স্তরে ন্যূনতম ৪৫% নম্বর নিয়ে পাস করতে হবে।
২) স্নাতকোত্তর স্তরে নিয়মিত বা রেগুলার কোর্সে ভর্তি হতে হবে। বার্ষিক (আর্টস এবং কমার্স)- ২৪,০০০ টাকা। সায়েন্স- ৩০,০০০ টাকা।
বিশদে জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে জেনে নিতে পারেন
https://wbkanyashree.gov.in/kp_faq.php

৪) নবান্ন স্কলারশিপ-
মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল কর্তৃক একাদশ-দ্বাদশ শ্রেণী থেকে স্নাতকোত্তর স্তর পর্যন্ত এই স্কলারশিপ দেওয়া হয় (WB Scholarships 2022)। আবেদনকারীকে  পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই রাজ্যেই মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক বা রাজ্যের অধীনস্থ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করতে হবে। অন্যান্য যে বিষয়গুলো মাথায় রাখতে হবে-

১) একাদশ- দ্বাদশ শ্রেণীতে স্কলারশিপের জন্য দশম শ্রেণীতে ন্যূনতম ৫০%-৬০% নম্বর পেতে হবে।
২) স্নাতক স্তরে এই স্কলারশিপের জন্য দ্বাদশ শ্রেণীতে ন্যূনতম ৫০%-৬০% নম্বর পেতে হবে।
৩) স্নাতকোত্তর স্তরে এই স্কলারশিপের জন্য স্নাতকস্তরে ন্যূনতম ৫০%-৫৩% নম্বর পেতে হবে।

উল্লেখ্য, পরিবারের বার্ষিক আয় ১,২০,০০০ টাকার মধ্যে হতে হবে ।
বিশদে জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে জেনে নিতে পারেন-
http://www.wbcmo.gov.in/
অ্যাপ্লিকেশন ফর্ম- https://drive.google.com/file/d/1snzIzm9PYo8eFXnQmUUGIQDe7h8pm_Dw/view?usp=sharing

৫) ঐকশ্রী প্রকল্প-
রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় সাহায্য করা হয় এই স্কলারশিপের মাধ্যমে (WB Scholarships 2022)। আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের কেন্দ্র বা রাজ্য সরকারের অধীনস্থ এবং স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হিসেবে মুসলিম, শিখ, জৈন,খ্রিস্টান, বৌদ্ধ ও পারসি – এই ছয়টি সম্প্রদায়ের মধ্যে যেকোনো একটি সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হলেই এই স্কলারশিপের জন্য আবেদন করা যাবে। তবে অন্যান্য কয়েকটি নিয়ম মানতে হবে-

১) পূর্ববর্তী পরীক্ষায় ন্যূনতম ৫০% নম্বর থাকতে হবে (প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য দরকার নেই)।
২) পরিবারের বার্ষিক আয় ২ লক্ষ বা তার কম হতে হবে।
বিশদে জানতে হলে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন করে জেনে নিতে পারেন-
https://www.wbmdfc.org/

এছাড়া পশ্চিমবঙ্গের মেধাবী ছাত্রছাত্রীরা উচ্চশিক্ষার জন্য (WB Scholarships 2022) বেসরকারি বা প্রাইভেট স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন, সেগুলি হল-

১) জিপি বিড়লা স্কলারশিপ
২) কলগেট স্কলারশিপ
৩) রায়-মার্টিন স্কলারশিপ
৪) জিন্দাল স্কলারশিপ
৫) প্রিয়ম্বদা বিড়লা স্কলারশিপ
৬) অনন্ত মেধা বৃত্তি

স্কলারশিপ সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই ফলো করতে ভুলবেন না এই ওয়েবসাইটটি।
Written by Manika Basak.

আরও পড়ুন, এই বছর মাধ্যমিকে সবাই পাশ? এই মুহূর্তের বড় আপডেট।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button