WB School Closed News – ২ হাজার পেরোলো সংক্রমণ, কথা মত বন্ধ হচ্ছে এক এক করে ক্লাস। New Update.

WB School Closed News – এবার কি তাহলে স্কুল বন্ধের নতুন নির্দেশিকা জারি করতে চলেছে শিক্ষা দপ্তর?

রাজ্য জুড়ে ফের হু হু করে বাড়ছে করোনা সংক্রমণ (WB School Closed News)। বিগত বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করা যাচ্ছে দৈনিক আক্রান্তের সংখ্যা ২ হাজারের কাছাকাছি। কখনো তা পার করছে ২ হাজারের গণ্ডিও। গত বুধবার রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়ে ছিল প্রায় ৩ হাজার।

এমত অবস্থায় বেশ চিন্তায় রয়েছেন পড়ুয়া থেকে অভিভাবক সকলেই। কারণ গরমের ছুটির (WB School Closed News) পর মাত্র কয়েকদিন হল স্কুল খুলেছে। এমনিতেই অতিমারি এবং গরমের ছুটির কারণে পড়ুয়াদের পড়াশোনায় বেশ ঘাটতি দেখা দিয়েছে। বেশ কয়েকদিন ধরে এ কথা শোনা যাচ্ছিল রাজ্যে দৈনিক সংক্রমনের মাত্রা ২ হাজার পার করলে আবারো বন্ধ হবে শিক্ষা প্রতিষ্ঠান।

এই আবহে আবারো একবার স্কুল বন্ধ হবে কিনা (WB School Closed News) তা নিয়ে চিন্তা রয়েছেন শিক্ষক-শিক্ষিকা থেকে পড়ুয়া এবং অভিভাবক সকলেই। গত বুধবার রাজ্যে কোভিডের কারণে মৃত্যু ঘটেছে ২ জনের এবং রাজ্যের সংক্রমনের হার বেড়ে দাঁড়িয়েছে ১৮.৭৪ শতাংশ। অনেক স্কুল পড়ুয়া এবং শিক্ষকদের জ্বর এসেছে বলেও জানা গিয়েছে। আবার কেউ কেউ ভুগছেন চরম সর্দি-কাশিতে।

এবার থেকে ট্রেনে উঠলে সম্পূর্ণ ফ্রিতে তিনটি সুবিধা পাবেন

তবে স্কুল কর্তৃপক্ষের তরফে এখনই ক্লাসরুমে শিক্ষাদান প্রক্রিয়া বন্ধ রাখার কোন পরিকল্পনার কথা শোনা যাচ্ছে না। বরং ধাপে ধাপে পড়ুয়াদের স্কুলে ডেকে ক্লাস করানোর পরিকল্পনা চলছে। এদিকে সংক্রমণ প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়ার ফলে যোধপুর পার্ক বয়েজ স্কুলে প্রাথমিক বিভাগের ক্লাস ওয়ান এবং টু-এর পড়ুয়াদের (WB School Closed News) একদিন অন্তর ক্লাস চলছে। অন্যদিকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামী সপ্তাহ থেকে ক্লাস সিক্স এবং সেভেনের পড়ুয়াদের একদিন অন্তর অন্তর ডেকে ক্লাস করানো হবে।

নিজেদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে নেই স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলও। তারাও আগামী সপ্তাহ থেকে পড়ুয়াদের পর্যায়ক্রমিক অনুযায়ী স্কুলে শিক্ষাদানের সিদ্ধান্ত নিয়েছে। অন্যদিকে সাউথ পয়েন্ট স্কুলের ক্লাস সিক্স থেকে নাইনের ছাত্র-ছাত্রীদেরও একইসঙ্গে একইদিনে স্কুলে ক্লাস (WB School Closed News) চলছে না। পাশাপাশি নিচু ক্লাসের পড়ুয়াদের স্কুলে থাকার সময় ও কমানো হয়েছে।

এই দুটি সস্তার হাইস্পিড 4G Data Plan এনে ১ কোটি গ্রাহক পেল BSNL, মহা সমস্যায় Jio, Airtel

তবে এগুলি স্কুলগুলোর সম্পূর্ণ নিজস্ব সিদ্ধান্ত হলেও শিক্ষা দপ্তর সূত্রে এমন কোনো নির্দেশিকা এখনো জারি করা হয়নি। এক্ষেত্রে অনেক সরকারি স্কুলের প্রধানের বক্তব্য সরকারের তরফে যেহেতু এখনো কোনো নির্দেশিকা জারি করা হয়নি, তাহলে তাই যদি পরবর্তীকালে এমন কোন নির্দেশিকা জারি করা হয় তবে সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে। (WB School Closed News)

সুতরাং এখন এটাই দেখার পালা দিন দিন এভাবে উত্তরোত্তর সংক্রমণ বাড়লে কি পদক্ষেপ নেয় রাজ্য সরকার। প্রতিদিন এমন নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।

প্রাইমারি টেট নিয়োগ দুর্নীতি নিয়ে আবারও বিচারপতির প্রশ্নের মুখে পর্ষদ আইনজীবী, ঠিক কি বললেন?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button