School Reopen – গরমের ছুটি শেষ হলেও হবে না ক্লাস! পড়াশোনা কবে থেকে শুরু হবে হবে? শিক্ষা দপ্তরের নতুন আপডেট জানুন

এই বছর বৈশাখ মাস পড়তেই গরমের তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে রাজ্যের শিক্ষা দপ্তর (School Reopen) গরমের ছুটির পড়ার নির্দিষ্ট তারিখের অনেক আগে ছুটি দিতে বাধ্য হয়েছিলেন। গরমে ছুটি পড়ার কথা ছিল ৬ ই মে থেকে ২ জুন পর্যন্ত। কিন্তু গরমে তীব্রতার জন্য সেই ছুটি এগিয়ে ২২ শে এপ্রিল থেকে গরমের ছুটি পড়েছিল এবং সেই ছুটি শেষ হয়ে স্কুল খোলার কথা ছিল ৩ রা জুন।

WB School Reopen Class Start From This Date

মে মাস পড়তেই কালবৈশাখী ঝড়ের কারণে কিছুটা গরমের তীব্রতা কমেছে তাই ৩ রা জুন স্কুল খুলে যাওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা দপ্তর।
কিন্তু স্কুল খুললেও ছাত্র-ছাত্রীদের পঠন পাঠন শুরু হবে না বিদ্যালয় এমনটা জানিয়ে দেওয়া হয় শিক্ষা দপ্তর থেকে। তবে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং স্কুলের শিক্ষা কর্মী স্কুলে ৩রা জুন থেকে উপস্থিত হতে পারবেন (School Reopen).

তবে এমন কেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার কারণ হলো যেহেতু ৪ঠা জুন লোকসভা ভোটের ফল প্রকাশিত হয়েছে এবং সরকারি সমস্ত স্কুলগুলিকে ভোট কেন্দ্র হিসেবে নেওয়া হয়েছিল (School Reopen).

সেখানে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয়েছিল তাই স্কুলগুলিতে এখনো পর্যন্ত পঠন-পাঠনের অনুকূল পরিবেশের নেই তাই আপাতত স্কুলের শিক্ষক শিক্ষিকা স্কুলে গিয়ে বিদ্যালয় গুলোকে পঠন পাঠনের উপযোগী করে তুলবেন আর তারপরেই ছাত্র ছাত্রীরা ১০ জুন থেকে পুনরায় বিদ্যালয়ে আসতে পারবে অর্থাৎ এই ৭ টা দিন আরও অতিরিক্ত ছুটি থাকছে শুধুমাত্র ছাত্র-ছাত্রীদের জন্য (School Reopen).

তবে এই বছর Summer Vacation বা গরমের ছুটি যে কটা দিন থাকার কথা ছিল তার থেকে অনেক বেশি লম্বা গরমের ছুটি পেয়েছে ছাত্রছাত্রীরা। এতে ছাত্র-ছাত্রীদের পড়াশোনায় কিছুটা সমস্যা তৈরি হয়েছে সেই সাথে স্কুল খুললেই পরীক্ষা চালু হলে স্কুলের শিক্ষক শিক্ষিকারা সিলেবাস কভার করতে পারবে কিনা সেটা নিয়ে চিন্তায় পড়েছেন অভিভাবক ও পড়ুয়াড়া সেই সাথে শিক্ষক শিক্ষিকারা।

তার মধ্যে ইলেভেনের জন্য এবার একেবারে নতুন সেমিস্টার পদ্ধতি চালু হয়েছে কিন্তু গরমের ছুটি এতদিন লম্বা থাকার কারণে সেই নতুন সিলেবাস অনুযায়ী পড়াশোনা তেমনটা হতেই পারেনি। তাই সেদিক থেকে চিন্তায় রয়েছে শিক্ষক শিক্ষিকা থেকে পড়ুয়ারা (School Reopen).

কলেজের ভর্তি 2024-র নতুন আপডেট! কত বছরের কোর্স? ৩ নাকি ৪ বছর? কোন কোর্স ভালো হবে? সব তথ্য জেনে তবেই আবেদন করুন

তবে শিক্ষা দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে স্কুল খুললে যেন অতিরিক্ত ক্লাস করানো হয় তাদের সিলেবাস কভার করার জন্য। এবিষয়ে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘বিদ্যালয়ের ছুটি বাড়িয়ে ৯ জুন পর্যন্ত করা হলো। যদিও শিক্ষক-শিক্ষা কর্মীদের ৩ তারিখ থেকে বিদ্যালয় যাওয়ার কথা বলা হয়েছে (School Reopen).

IMG 20240530 WA0000

আবহাওয়া যেহেতু অনুকূল তাই ভোটের ফলাফলের পরের দিন থেকে ছাত্র-ছাত্রীসহ সবার জন্য বিদ্যালয় খুলে দেওয়া উচিত। তার আগে বিদ্যালয় পরিষ্কার-পরিচ্ছন্ন করার যথেষ্ট সময় রয়েছে।’ অর্থাৎ শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের মতে রাজনৈতিক কারণের জন্য স্কুল বন্ধ রেখে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের অসুবিধা করা মোটেও সমীচীন কাজ নয় (School Reopen).

গরমের ছুটি আবার বাড়ল! স্কুল শিক্ষা দফতরের নোটিশ, শিক্ষকদের জন্য কি নির্দেশ?

যেহেতু Summer Vacation বা গরমের ছুটি শেষ করে ৩ জুন স্কুল খুলবে নির্দিষ্ট ছিল তাই ভোট পর্ব শেষ হওয়ার পর পরই স্কুল গুলোকে পড়াশুনো উপযোগী করে তোলা উচিত ছিল বলে মনে করেন শিক্ষার নুরাগী ঐক্য মঞ্চের সম্পাদক। স্কুল পরিষ্কার পরিচ্ছন্নের জন্য পঠন পাঠন বন্ধ রেখে সাত দিন সময় নেওয়াটাকেই মানতে পারছেন না শিক্ষানুরাগে ঐক্য মঞ্চ থেকে শুরু করে অভিভাবক পড়ুয়ারা প্রত্যেকেই (School Reopen).

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button