WB SSC TET new Judgement

WB SSC TET Calcutta High Court Case – একের পর এক নতুন নির্দেশ হাইকোর্টের।

একেই এতদিন ধরে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা (WB SSC TET Calcutta High Court Case) নিয়ে তালমাতাল রাজ্য-রাজনীতি। বরখাস্ত হয়েছেন কয়েকশো শিক্ষক। এমনকি দিতে হবে বেতনের টাকাও ফেরত। চলছে সিবিআই তদন্ত। পাশাপাশি তদন্তের স্বার্থে গঠন করা হয়েছে সিট। তারই মধ্যে আরো এক ভুল ধরা পড়ল শিক্ষক নিয়োগের পরীক্ষায়।

Advertisement

শিক্ষক নিয়োগের ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্রে ধরা পড়ল ভুল (WB SSC TET)। ২০১৬ সালে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়। সেই মত নেওয়া হয় পরীক্ষাও। তবে এই পরীক্ষার ইতিহাস প্রশ্নপত্র ধরা পড়ে ভুল। এই নিয়ে মামলা করা হয় হাইকোর্টে।

প্রশ্নপত্রে ভুল থাকা নিয়ে নবম-দশম ২০ জন এবং একাদশ-দ্বাদশ শ্রেণির ২ জন পরীক্ষার্থী মামলা (WB SSC TET) করেন। আর এই মামলায় মামলাকারীদের দাবির সত্যতা স্বীকার করে নিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী। এর পরেই কলকাতা হাইকোর্টের বিচারপতির রাজা শেখর মান্থা নির্দেশ দেন, যেহেতু স্কুল সার্ভিস কমিশন প্রশ্নপত্রে ভুল থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছে তাই মামলাকারীদের ওই বিষয়ে নম্বর দিতে হবে।

Ads

আবেদন করুন ফেয়ার অ্যান্ড লাভলী স্কলারশীপে, আর পেয়ে যান পড়াশোনার সব খরচ

হাইকোর্টের এই নির্দেশের ফলে অনেক পরীক্ষার্থীর নিয়োগ পরীক্ষায় নম্বর বাড়বে বলে মনে করা হচ্ছে। তবে শুধুমাত্র প্রশ্নেই আটকে নেই ভুল। মামলাকারীদের (WB SSC TET) তরফ থেকে আরও দাবি করা হয়েছে, কিছু প্রশ্নের উত্তরের বিকল্পেও ছিল গন্ডগোল বা ভুল। যার ফলে ঐ সমস্ত প্রশ্নগুলি যারা উত্তর করেছেন তাদেরকেও দেওয়া হতে পারে প্রাপ্য নম্বর।

Advertisement

ঋণের ফাঁদে ফেঁসে গেল, আরেকটি সরকারী ব্যাংক, পথে বসবেন পশ্চিমবঙ্গের কোটি গ্রাহক

শুধু সাধারণ মানুষ নয়, নিয়োগ দুর্নীতির কারণে চাকরি খুইয়েছেন (WB SSC TET) রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী শ্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীও। এখন এটাই দেখার যে সমস্ত পরীক্ষার্থীরা প্রাপ্ত নম্বর পাবেন এবং জায়গা করতে পারবেন মেধা তালিকায় তারা পরবর্তীকালে চাকরি পান কিনা। প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট থেকে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

Advertisement

ভারতীয় রেলে বিভিন্ন পদে কর্মী নিয়োগ, মোট শূন্যপদ ৫৬৩৬ টি

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *