রাজ্য সরকার রাজ্যের পড়ুয়াদের জন্য একাধিক প্রকল্প চালু করেছে। যার নাম কন্যাশ্রী, সবুজ সাথী, নবান্ন বা বিকাশ ভবন স্কলারশিপ, তরুনের স্বপ্ন বা Taruner Swapna ইত্যাদি। এর মধ্যে তরুনের স্বপ্ন প্রকল্পটি বেশ উল্লেখযোগ্য। কেননা এই প্রকল্পের মাধ্যমে পড়ুয়াদের ট্যাব বা মোবাইল ফোন কেনার জন্য 10 হাজার টাকা করে দেওয়া হয়। তবে অনেক সময় দেখা যায়, ট্যাবের টাকা নিয়ে স্কুল ছেড়েছে অনেক পড়ুয়া। এবার সেই সমস্ত ছাত্র-ছাত্রীদের তালিকা চাইলো সরকার।
West Bengal Taruner Swapna Scheme 2024
তরুনের স্বপ্ন তথা Taruner Swapna প্রকল্পটি করোনা মহামারীর সময় লঞ্চ করা হয়েছিল। করোনাকালীন সময়ে যখন স্কুল কলেজ সব বন্ধ, তখন রাজ্যের পড়ুয়ারা যাতে পড়াশোনা চালিয়ে যেতে পারে তার জন্য তরুনের প্রকল্প চালু করেছিল। এর মাধ্যমে একাদশ শ্রেণীতে পাঠরত রাজ্যের সকল ছাত্র ছাত্রীদের হাতে ট্যাব বা ট্যাবের অর্থ বাবদ 10 হাজার টাকা করে দেওয়া শুরু করে।
অনালাইনে পড়াশোনা জারি রাখার জন্যই এই Taruner Swapna প্রকল্প আনা হয়েছিল। তবে কোভিডের সময় কেটে গিয়েছে। এখনো ট্যাবের দরুন টাকা পাচ্ছেন পড়ুয়ারা। এ অবস্থায় কোন কোন পড়ুয়া ট্যাবের টাকা পেয়েও উচ্চ মধ্যমিক পরীক্ষায় বসেনি, তা স্কুলগুলির থেকে জানতে চেয়েছে সরকার। রাজ্য সরকার রাজ্যের সমস্ত স্কুল গুলিকে এই নির্দেশিকা পাঠিয়েছে। সঙ্গে পাঠানো হয়েছে একটি ফর্ম।
কেন্দ্রের সবচেয়ে বড় স্কলারশিপ! আবেদন করলেই পাবে 70 হাজার থেকে 2 লাখ টাকা পাবে
এই ফর্মের মাধ্যমে সেই সব পড়ুয়ার নাম নতিভুক্ত করে বা তালিকাবদ্ধ করে পাঠাতে হবে, যারা ট্যাবের টাকা পেয়েও বসেনি উচ্চমাধ্যমিক পরীক্ষায়। বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে ট্যাবের অর্থ পেয়েই স্কুল ছাড়ছে বহু পড়ুয়া। স্কুল ছুটের পরিমান বৃদ্ধি পাচ্ছে। ট্যাবের টাকা নেওয়ার পর বসছে না উচ্চমাধ্যমিক পরীক্ষায়। এমনও দেখা যাচ্ছে, শুধু ট্যাবের টাকা পাওয়ার আশায় উচ্চমাধ্যমিকে ভর্তি হচ্ছে অনেকে।
তবে টাকা হাতে এলেই স্কুল ছাড়ছে অনেক পড়ুয়া। এবার সেই সমস্ত পড়ুয়াদের তালিকা চেয়ে পাঠালো শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তর জানতে চেয়েছে, এ বছর যে সমস্ত উচ্চ মাধ্যমিক পড়ুয়াদের মধ্যে কারা ট্যাবের অর্থ পেয়েও পরীক্ষায় বসছে না, তাদের একটি তালিকা করতে বলা হয়েছে। এই তালিকা সংগ্রহ করে পরবর্তী পদক্ষেপ নেবে শিক্ষা দপ্তর। বামপন্থী শিক্ষক সংগঠন বলছে, কোভিডের সময় চালু হওয়া এই Taruner Swapna প্রকল্প এবার তুলে নেওয়া উচিত।
মুখ্যমন্ত্রীর এই প্রকল্পে প্রতি মাসে পাবেন 10 হাজার টাকা। আবেদন পদ্ধতি জেনে নিন।
কারণ পরিস্থিতি বদলেছে। অফলাইনে হচ্ছে ক্লাস। তাই তালিকা চাওয়ার বদলে এই Taruner Swapna প্রকল্প বন্ধ করে দেওয়া দরকার। যদিও তৃণমূল ঘেঁসা শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতি বিজন সরকার বলেছেন, “সব সময় শিক্ষা সংক্রান্ত বিষয়কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি থেকে না দেখে ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই দেখা উচিত। হয়তো ‘তরুণের স্বপ্ন’ প্রকল্প একটি বিশেষ সময়ের মধ্যে দিয়ে শুরু হয়েছিল, কিন্তু আচমকা তা বন্ধ করে দেওয়া একেবারেই যুক্তিযুক্ত নয়।”