WB TET Exam – পর্ষদের সভাপতির পদ থেকে অপসারণের পর মানিক ভট্টাচার্যকে কি নির্দেশ হাইকোর্টের? New Update 2022.

WB TET Exam – হাইকোর্টে 28 টি প্রশ্নের সম্মুখীন হয়ে দাবি করেন ‘আমি শিক্ষক, কোনও মিথ্যে তথ্য দেব না।’

রাজ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় (WB TET Exam) একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। 2014 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। এরপর 2015 সালের 11 অক্টোবর এর ভিত্তিতে নেওয়া হয়েছিল টেট পরীক্ষা। 2016 সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হয় প্রথম মেধা তালিকা। সম্পন্ন হয় নিয়োগ প্রক্রিয়াও।

তবে ফের 2017 সালের ডিসেম্বর মাসে প্রকাশিত হয় দ্বিতীয় মেধা তালিকা (WB TET Exam) এবং যা ইতিমধ্যে বেআইনী ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট। দ্বিতীয়বার মেধা তালিকা প্রকাশ এবং তার ভিত্তিতে শিক্ষক নিয়োগের জন্য অনিয়মের অভিযোগ তুলে মামলা দায়ের করেন রমেশ আলী। যার ভিত্তিতে তদন্তের মাধ্যমে হাইকোর্ট 269 জনকে ইতিমধ্যে চাকরি থেকে বরখাস্ত করেছেন।

আবারো কি বাড়বে গরমের ছুটি? কিসের ইঙ্গিত দিলো হাইকোর্ট?

এবার কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী গতকাল (WB TET Exam) অর্থাৎ মঙ্গলবার দুপুরে তৃণমূল কংগ্রেসের বিধায়ক মানিক ভট্টাচার্য হাজিরা দেন হাইকোর্টে। সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মহাশয় মানিক ভট্টাচার্যকে 28 টি প্রশ্নের মুখোমুখি দাঁড় করানো হয়। জানতে চাওয়া হয় তার জন্ম তারিখ, জন্ম পরিচয়-সহ একাধিক তথ্য। তবে অবশ্য এসব প্রশ্নের মুখোমুখি হয়ে মানিকবাবু দাবি করেন, ‘আমি শিক্ষক, কোনও মিথ্যে তথ্য দেব না।’

দেশে তৈরী প্রথম বিলিতি মদ, 35% কম দামে বেশি ঝাঁজ, পশ্চিমবঙ্গে নতুন দামের লিস্ট দেখুন

তবে ইতিমধ্যে হাইকোর্টের তরফে হলফনামার আকারে (WB TET Exam) মানিক ভট্টাচার্যের পুরো স্থাবর-অস্থাবর সম্পত্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানানোর নির্দেশ দেওয়া হয়েছে আগামী 5 জুলাইয়ের মধ্যে। শুধু তাই নয় তাঁর স্ত্রী-ছেলে-বৌমা কত সম্পত্তির মালিক, বিয়ের আগে মানিক বাবুর মায়ের নামে কত সম্পত্তি ছিল তাও জানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

প্রতিদিন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

42 হাজার প্রথমিক শিক্ষক কে ভেরিফিকেশনের নির্দেশ, কত জনের চাকরি যাবে, সংখ্যাটা শুনলে আঁতকে উঠবেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button