WB TET Exam – প্রাইমারি টেটের দ্বিতীয় তালিকা বেআইনি ঘোষণা করার পর এবার কি চাকরি যাবে 5 হাজার শিক্ষকের? Breaking News 2022.

WB TET Exam – শেষ রক্ষা হবে কি ডিভিশন বেঞ্চে জিতে?

এবার শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা (WB TET Exam) নিয়ে আরো এক ঐতিহাসিক পদক্ষেপ কলকাতা হাইকোর্টের। ইতিমধ্যে একাধিক শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগ মামলায় জর্জরিত রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন। মামলায় নাম জড়িয়েছে খোদ তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের। এক মোড় নজিরবিহীন রায় দিচ্ছে কলকাতা হাইকোর্ট।

ফলস্বরূপ ইতিমধ্যে চাকরি খুইয়েছেন অনেকেই। প্রসঙ্গত, রাজ্যে গত কয়েক বছরে অন্যান্য ক্ষেত্রে কর্মী নিয়োগ হলেও নিয়োগ হচ্ছে না শিক্ষক শিক্ষিকা। এদিকে রাজ্যের স্কুলগুলিতে প্রয়োজন শিক্ষকের। তার ওপরে যারা চাকরি পেয়েছেন তাদের মধ্যে অনেকেরই বাতিল হচ্ছে চাকরি (WB TET Exam)। যত দিন যাচ্ছে ততই আরও গভীরে যাচ্ছে তদন্ত।

ইতিমধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। মামলার তদন্ত চলবে আদালতের নজরদারিতেই। এই মামলার প্রধান কান্ডারী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়েছেন (WB TET Exam) এই ধরনের মামলার ক্ষেত্রে নির্দিষ্ট সময় অন্তর রিপোর্ট পেশ করতে হবে।

পূর্বে এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে সিবিআই তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। গত বুধবার আদালত স্পষ্ট জানিয়ে দেয় প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই আধিকারিকদের নিয়ে এসআইটি গঠন (WB TET Exam) করা হবে। কারণ বিচারপতির মনে হয়েছে সিবিআই এক সপ্তাহে যতটা কাজ করেছে স্কুল সার্ভিস কমিশন কতটা করতে পারেনি।

মাধ্যমিক পাশে বিনা পরীক্ষায় রাজ্যে নিয়োগ হতে চলেছে প্রায় 2600 কর্মী

এর আগে গত ১৫ তারিখ বিচারপতি মহাশয় প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিবিআই এবং পর্ষদের যে রিপোর্ট দেখে বলেন, দ্বিতীয় লিস্ট বের করে প্রার্থীদের বেছে বেছে নির্বাচন করে শিক্ষক পদে নিয়োগ করানো হয়েছে। এদিন চাকরি যায় ২৬৯ জন প্রাথমিক শিক্ষকের। তবে রাজ্যের এই সিদ্ধান্ত পছন্দ না হওয়ায় তারা যান ডিভিশন বেঞ্চে (WB TET Exam)। আগামী সোমবার বিচারপতি সুব্রত তালুকদারের তত্ত্বাবধানে রাজ্য সরকারের তরফ থেকে যে ডিভিশন বেঞ্চে মামলা করা হয়েছিল তার শুনানি হতে চলেছে।

উল্লেখ্য, গত ১৩ জুন প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্রান্ত মামলাটি কলকাতা হাইকোর্টের জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে ওঠে। দীর্ঘক্ষণ চলে সেই মামলার শুনানি। যেখানে বলা হয় ২০১৪ সালের প্রাথমিক টেট-এর ভিত্তিতে ২০১৫ সালের ১১ অক্টোবর শিক্ষক নিয়োগের টেট পরীক্ষা (WB TET Exam) নেওয়া হয়। এরপর তার ভিত্তিতে ২০১৬ প্রকাশিত হয় ফলাফল। ২০১৭ সালে সেখান থেকে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে প্রাথমিক শিক্ষা পর্ষদ।

তারপরের ঘটে মোড় ঘোরানোর মতো একটি ঘটনা। এর পর পুনরায় ২০১৭ সালের দ্বিতীয় তালিকা প্রকাশের মাধ্যমে শিক্ষক নিয়োগ করা হয়। একটি পরীক্ষার মাধ্যমে প্রথমবার নিয়োগ সম্পূর্ণ হওয়ার পর দ্বিতীয়বার তালিকা প্রকাশ! তাও আবার এত জনকে! সাধারণভাবে বিষয়টি ঘিরে রহস্য ঘনীভূত হচ্ছিল। এই প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির (WB TET Exam) তদন্তের নির্দেশ সিবিআইকে সপে দেয় কলকাতা হাইকোর্ট।

উচ্চ মাধ্যমিকের পর কি নিয়ে পড়লে সবার আগে চাকরী হবে?

শুধু তাই নয়, আদালতের নির্দেশে ২৬৯ জনের চাকরিও বাতিল করা হয়। অর্থাৎ এতদিন তারা যে স্কুলে চাকরি করতেন এবার থেকে সেখানে ঢোকা নিষেধ। প্রসঙ্গত, প্রায় ২৩ লক্ষ চাকরিপ্রার্থী পরীক্ষা দিয়েছিলেন। তার মধ্যে থেকে ৪২ হাজার প্রার্থীকে শিক্ষক হিসাবে নিয়োগপত্র (WB TET Exam) দেওয়া হয়। এই ৪২ হাজারের মধ্যে কমপক্ষে ২০ শতাংশ নিয়োগ হয়েছে বেআইনিভাবে।

অভিযোগ উঠছে, সঠিকভাবে তদন্ত করা হলে আবারও চাকরি যেতে পারে অন্তত ৫ হাজার প্রাথমিক শিক্ষকের। ইতিমধ্যেই যাদের চাকরি কাছে সমাজে তাদের সইতে হচ্ছে নানা রকমের লাঞ্ছনা, গঞ্জনা। শুধু তাই নয় ফেরত দিতে হচ্ছে প্রাপ্ত বেতন (WB TET Exam)। তবে কি এবার সেই কেলেঙ্কারি আটকাতেই ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হল রাজ্য সরকার, প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। এখন দেখার আগামী সোমবার কি শুনানি দিতে চলেছে আদালত।

প্রতিদিন আরো নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.

ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাক সেবক মেধা তালিকা 2022 কিভাবে চেক করবেন? জেনে নিন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button