শিক্ষক নিয়োগের জোড়া সুখবর, আদালতের নির্দেশের পর বিজ্ঞপ্তি ও শিক্ষামন্ত্রীর জরুরী বৈঠক, কি আপডেট এলো?

WBBPE এর তরফে নয়া শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি ও শিক্ষা মন্ত্রীর জরুরী বৈঠক।

শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে এখনও নয়া নির্দেশ মিলছে আদালতের তরফ থেকে। এর আগে আদালতের তরফে 269 জন্য প্রাথমিক শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার নিয়োগ সংক্রান্ত নতুন নোটিশ প্রকাশ করা হল। এছাড়াও গতকাল বিজ্ঞপ্তি প্রকাশের পর আজ শিক্ষামন্ত্রীর বৈঠক, কতটা তাৎপর্য দেখে নেওয়া যাক।

সম্প্রতি কলকাতা হাইকোর্ট এর তরফ থেকে প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ই সেই নির্দেশ দিয়েছিলেন। এবার পিটিশনারদের উদ্দেশ্যে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হল WBBPE এর তরফে।

গ্রাহকেরা Jio 5G সিম পেয়ে যাবেন বাড়িতে বসেই

বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে?
WBBPE বা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে নয়া বিজ্ঞপ্তির প্রথমেই পিটিশনারদের নাম এবং মামলার নম্বর দেওয়া হয়েছে।
W.P.A 6137 of 2022 (Rai- Ifiikar Biswas & Ors. Vs. The State of West Bengal & Ors.)
W.P.A 5158 of 2022 (Banalata Samadder & Ors. Vs. The State of West Bengal & Ors.)
W.P.A 6755 of 2022 (Anindita Dey Sen & Ors. Vs. The State of West Bengal & Ors.)
W.P.A. 20267 of 2022 (Noor Alam & Ors. Ys. The State of West Bengal & Ors.)
W.P.A. 10443 of 2022 (Habibur Rahaman & Ors. Vs. The State of West Bengal & Ors.)
W.P.A 5505 of 2022 (Soham Roy Choudhwy Vs. The State of West Bengal & Ors.).

পুরনো কয়েন বিক্রয় করে লাখ টাকা আয় করুন, সবচেয়ে সহজ উপায়ে ক্রেতা পাওয়ার উপায়

বিজ্ঞপ্তিতে পর্ষদ এই সকল রিট পিটিশনকারীদেরকে অফলাইনে আবেদনের আমন্ত্রণ জানিয়েছে। এর মাধ্যমে আবেদনকারী শিক্ষক নিয়োগ প্রার্থীদের সমস্ত নথি (একাডেমিক ট্রেনিং, আইডি প্রুফ ইত্যাদি) জমা করতে অনুরোধ করা হয়েছে। সাথে তাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ডের অফিস থেকে পাওয়া সংশোধিত TET নম্বর প্রদান করা OMR শীটগুলির পুনঃমূল্যায়িত ডিজিটাইজড ডেটার একটি অনুলিপিও জমা করতে বলা হয়েছে। তার জন্য নির্দিষ্ট সময়সীমাও দেওয়ার হয়েছে। ১৩ সেপ্টেম্বর,২০২২ থেকে ১৫ সেপ্টেম্বর,২০২২ (সকাল ১০:৩০-বিকেল ৫:৩০) পর্যন্ত সময়সীমা।

এদিকে আজ দুপুর তিনটেয় বিকাশভবনে শিক্ষামন্ত্রীর ডাকা বৈঠকে ছিলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান। সেখানে দ্রুত প্রধান শিক্ষক নিয়োগের সিধান্ত গৃহীত হয়। এছাড়া সৃষ্টি হওয়া অতিরিক্ত পদে কারা নিয়োগ পাবেন, এই বিষয়ে আলোচনা হয়।

নবম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য শিক্ষক নিয়োগে ইতিমধ্যেই তৎপরতা শুরু করেছে সরকার। আর এরই মধ্যে আন্দোলনরত চাকরী প্রার্থীদের নিয়োগ নিয়ে যে জট তৈরী হয়েছে, তা কাটাতে উদ্যোগী হয়েছে কমিশন।
প্রতিদিন শিক্ষক নিয়োগ নিয়ে আরো নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।

পুজোর আগেই ষ্টেট ব্যাংকে বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

সম্পাদক

Leave a Comment