Primary TET – প্রাইমারী টেট মামলার রিপোর্ট জমা পড়লো, 32000 চাকরি বাতিল ও যোগ্যদের নিয়োগ নিয়ে নয়া সিদ্ধান্ত।

প্রাইমারী টেট তথা প্রাথমিক শিক্ষক নিয়োগ বা Primary TET মামলা নিয়ে জেরবার বাংলা। ৩২০০০ চাকরি বাতিল হয়েছে। উচ্চ আদালতে গেলেও স্বস্তিতে নেই ৩২০০০ প্রাথমিক শিক্ষকেরা। আর সবচেয়ে বড় বিতর্ক বেধেছিলো একাডেমিক স্কোর ও ইন্টারভিউ এর নম্বর নিয়ে। আর সেই কারনে জাস্টিস গাঙ্গুলী ‘মৈত্র কমিটি’ তৈরির নির্দেশ দিয়েছিলেন। আর সেই রিপোর্ট এদিন জমা পড়লো। আর সেই রিপোর্টে কি বলা হয়েছে, এবং রাজ্য সরকার তথা WBBPE পর্ষদের কি প্রতিক্রিয়া, জেনে নিন বিস্তারিত।

Primary TET মামলার রিপোর্ট

আদালতের তৈরি কমিটির রিপোর্ট জমা পড়ল। কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মৈত্র কমিটি বা কমিশন গড়ে দিয়েছিলেন। হাইকোর্টের এই কমিটি গড়ার কারণ ছিল প্রাথমিকের শিক্ষক নিয়োগ সংক্রান্ত এবং শিক্ষকতার যোগ্যতা সংক্রান্ত বিস্তারিত বিষয়ে ভারসাম্য আনার জন্য একটি নির্দিষ্ট পুঙ্খানুপুঙ্খ রিপোর্ট তৈরি করা। আর সেই লক্ষ্যেই বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মৈত্র কমিটি তৈরি করেছিলেন। সেই মৈত্র কমিটির রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা পড়েছে।

পর্ষদ ও রাজ্য সরকারের প্রতিক্রিয়া

কিন্তু মৈত্র কমিটির রিপোর্ট জমা পড়ার সঙ্গে সঙ্গেই হলফনামা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, ওই কমিটির রিপোর্ট কার্যকরী করা সম্ভব নয়। এদিন Primary TET মামলা নিয়ে WBBPE তথা প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে কলকাতা হাইকোর্টে জানিয়ে দেওয়া হয়েছে। মৈত্র কমিটির রিপোর্টে Primary TET এর অ্যাকাডেমিক স্কোর নিয়ে আদালতের তদারকিতেই এই কমিটি তৈরি করা হয়েছিল।

পর্ষদের বক্তব্য

সেই কমিটির রিপোর্টের উপর ভিত্তি করে এখনই কোনো কিছু স্পষ্ট করে জানা যায়নি। ইতিমধ্যেই হলফনামা দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে, মৈত্র কমিটির Primary TET এর রিপোর্ট কখনোই কার্যকরী হওয়া সম্ভব নয়।
কলকাতা হাইকোর্টের বিচারপতি গঙ্গোপাধ্যায় আগামী ৩ সপ্তাহের মধ্যে মামলাকারীদের এই বিষয়ে হলফনামা দিতে বলেছেন। ৫ জুলাই ২০২৩ এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বলেই জানা গিয়েছে।

আরও পড়ুন, গরমের ছুটি কাটিয়ে খুলছে স্কুল, সিলেবাস শেষ করতে ছুটি বাতিল, কি জানালো শিক্ষা দপ্তর।

যখন রাজ্যজুড়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়েই সমস্ত পদ্ধতিকে কেন্দ্র করে অভিযোগ উঠছে, সেই সময়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে নিয়োগ ব্যবস্থাকে স্বচ্ছতার সঙ্গে করার জন্য নজিরবিহীন পদক্ষেপ করা হয়েছে। একাধিক পদ্ধতিতে বিভিন্ন ইন্টারভিউ শুরু হয়েছে। ইন্টারভিউ প্রসেসে নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করার জন্য পর্ষদের তরফে জানানো হয়েছে।

How to download TET Certificate (টেট সার্টিফিকেট)

আর আদালত তথা মৈত্র কমিটির এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর আদালতের নির্দেশ নিয়ে রাজ্যের প্রতিক্রিয়া জানানোর পর মামলাকারীদের পক্ষ থেকে আবার কি অভিযোগ বা বক্তব্য আসে সেটাই এখন দেখার। যদিও ১৮ দফা ইন্টারভিউ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠু ভাবে করতে পর্ষদ একাধিক ব্যবস্থা নিচ্ছে। কিন্তু বিতর্ক যেন পিছু ছাড়ছে না।

প্রাইমারী ও হাইস্কুল শিক্ষকদের আদালতের নয়া নির্দেশ, ইনক্রিমেন্ট ও পদোন্নতি আটকে যাবে।

আদালতে মামলা চলায় মহা টেনশনে রয়েছেন Primary TET 2014 এর 3200 প্রাথমিক শিক্ষক। আর এর মধ্যেই আগামীকাল স্কুল খুলছে। এই মুহুর্তে ৩২০০০ শিক্ষকের চাকরি বাতিল নিয়ে আপনার মতামত নিচে কমেন্ট করে জানাতে পারেন। এবং পরবর্তী আপডেট পেতে সুখবর বাংলা ফলো করুন। আপডেট আসছে।

Related Articles

11 Comments

  1. এই সমস্ত শিক্ষক দের মধ্যে 85% শিক্ষক অযোগ্য, ঘুষ দিয়ে চাকরি করছেন, তাই তাদেরকে যোগ্যতার প্রমাণ দিয়ে চাকরিতে আবার নিযুক্ত করা হোক, এটাই আমার আবেদন, যোগ্যতা যাদের আছে তারা থাকুক কিন্তু অযোগ্য শিক্ষক দের কাজে না রাখায় ভালো, নাহলে ভবিষ্যত প্রজন্ম শেষ হয়ে যাবে অযোগ্য শিক্ষক দের হতেপারে।

    1. আমার ব্যক্তিগত অভিমত, সকলের academic score চেক করার সঠিক পদ্ধতি হতে পারে সকলের মার্কশিট চেক করা( মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, স্নাতক) সেক্ষেত্রে অনেকটা পরিস্কার হতে পারে। সকলকে একসুতোই বিচার করার পক্ষে আমি নই,এবং এটা সঠিক পদ্ধতি হতেই পারে না। চোর ধরতে গোটা গ্রাম জ্বালানোর যুক্তি কখনোই সঠিক হতে পারে না। যদিও আমি কোন সরকারি কর্মচারী নই।একজন সাধারণ শিক্ষিত মানুষ হিসেবে এটাই মনে হয়,তাই ব্যক্ত করলাম।

    2. একদম ঠিক। আবার তাদের ইন্টারভিউ নেওয়া হোক। আমি ও আপনার সাথে সহ মত।

  2. ছ থেকে সাত বছর পর ইন্টারভিউ দেওয়াটা খুবই চাপের।

  3. Yes aami upperprimary teaching er jonno eligible.
    I am 36 years old MA Bengali te 50% TET certificate a 62.73 …aamake sujog dewa hok

  4. একটিও অযোগ্য ব্যক্তি যেন চাকরিতে বহাল না থাকে তা অবশ্যই সুনিশ্চিত করতে হবে।
    তার জন্য যদি কিছু যোগ্য ব্যক্তি সাময়িক অসুবিধায়ে পড়েন তাঁদের জন্য বিকল্প ব্যবস্থা করা যেতে পারে।

  5. আমি এক Army person.আমি একবার কাশ্মিরে encounter এ গিয়েছিলাম।সেখানে একটা জঙ্গি গ্রামে ঢুকে জাওয়ায় আমরা রাত দিন টানা 4 দিন ঘিরে বসেছিলাম অবশেষে আমরা জঙ্গিটাকে encounter করলাম।কিন্তু পুরো গ্রামের নিরীহ মানুষদের গায়ে একটাও আঁচর লাগতে দিইনী। আমাদের সংবিধানে বলে 100 টা চোর ছেড়ে যাক কিন্তু একটা নিরিহ মানুষের জেল না হয়।32000 এর উপর পযয্য।

  6. চোর ধরতে গিয়ে গোটা গ্রাম জ্বালিয়ে দেওয়া টা কেমন বিচার? তাছাড়া ED CBI তদন্ত করছেন বহুদিন ধরে, সেই রিপোর্ট জমা পড়ার আগেই রায়দান কোন ক্ষমতাবলে? উনি বললেন প্রচুর দুর্নীতি হয়েছে, একজনও প্রার্থীর টাকা দেওয়ার প্রমাণ কি উনি পেয়েছেন? বিচার ব্যবস্থার প্রতি সম্পূর্ণ আস্থা রেখেই বলছি, Actually এই জাজমেন্ট সম্পূর্ন biased এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, যার কোনো ভিত্তি নাই।

  7. Ami ekjon 2014 tet passed, de el ed candidate. Amar jokhon 2016 te interview hoi tokhon amake 3-4 ta question korechhilo kono aptitude test neoya hoini. Amar MP-615(2010), HS*SCIENCE-313, TET-91, OBC-B. Ami ki joggo noi? Abar fresh vabe sobar interview neoya hok. Atai asol bichar.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button