Madhyamik History Suggestion new

WBBSE Madhyamik History Suggestion 2023, মাধ্যমিক ইতিহাস সাজেশন ২০২৩। Get West Bengal Board Of Secondary Education Madhyamik History Suggestion 2023. পার্ট-১। West Bengal Madhyamik History suggestion Full syllabus – 2023.

Advertisement

Madhyamik History Suggestion 2023 – মাধ্যমিক ইতিহাস সাজেশন।

History Suggestion 2023 – এর পার্ট –1 দেখে নেওয়া যাক। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা তৈরি এই সাজেশন অনুসারে নিজেকে তৈরি করুন। এগুলি তৈরি করলে নম্বর নিয়ে ভাবতে হবে না। History Suggestion 2023 – এর পার্ট – 1. অন্যান্য বিষয়ের সাজেশন ইতিমধ্যেই আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে। লিঙ্ক দেওয়া থাকবে নিচে। ক্লিক করে দেখে নিন।

Madhyamik History Suggestion 2023 – অনুসারে ৪ নম্বর এর প্রশ্নগুলি নিচে দেওয়া হল।
প্রথম অধ্যায় এর সাজেশনঃ-
১. ভারতবর্ষে নারীর ইতিহাস আলোচনা কর।
২. ইতিহাসের উপাদান রূপে বিপিনচন্দ্র পালের আত্মজীবনী “সত্তর বছর” সম্পর্কে আলোচনা কর।

Ads

৩. নতুন সামাজিক ইতিহাস সম্পর্কে লেখ।
৪. সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনী “জীবনের ঝরাপাতা” এর গুরুত্ব লেখ।
৫. রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী “জীবন স্মৃতি” – এর গুরুত্ব আলোচনা কর।

Advertisement

Madhyamik History Suggestion 2023 – অনুসারে,
দ্বিতীয় অধ্যায় এর সাজেশনঃ-
১. পাশ্চাত্য শিক্ষার বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা কর।
২. নারী শিক্ষার বিকাশে বেথুন সাহেব ও ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা কর।

Advertisement

৩. সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনে রামমোহন রায়ের ভূমিকা উল্লেখ কর।
৪. টিকা লেখঃ- গ্রামবার্তা প্রকাশিকা, ডিরজিও, উডের নির্দেশ নামা, নীলদর্পণ, ইয়াং বেঙ্গল বা নব্য বঙ্গ আন্দোলন ও এর ব্যর্থতার কারণ, ব্রাহ্মসমাজ ও তার বিভাজন, বামাবোধিনী।
৫. চিকিৎসা বিদ্যার প্রসারে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা।
৬.. পাশ্চাত্য শিক্ষার প্রসারে খ্রিস্টান মিশনারীদের অবদান।

Ads

WBBSE Madhyamik Geography Suggestion 2023 – মাধ্যমিক ভূগোল সাজেশন।

তৃতীয় অধ্যায় এর প্রশ্নয়াবলিঃ-
১. ফরাজী ও ওহাবী আন্দোলন সম্পর্কে আলোচনা কর।
২. উপনিবেশিক শাসনকালে ভারতে অরণ্য আইন এর পরিচয় দাও।

৩. ফরাজি ও ওয়াহাবী আন্দোলনের মধ্যে পার্থক্য লেখ।
৪. তিতুমীরের বারাসাত বিদ্রোহ সম্পর্কে বিস্তারিত আলোচনা কর।
৫. কোল বিদ্রোহের গুরুত্ব আলোচনা কর।
৬. সাঁওতাল বিদ্রোহের কারণ বিস্তারিত আলোচনা কর।

Madhyamik History Suggestion 2023 – অনুসারে,
চতুর্থ অধ্যায় এর প্রশ্নাবলিঃ-
১. গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র আলোচনা কর।
২. বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস সম্পর্কে যা জানো লেখ।

পশ্চিমবঙ্গে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষা বয়কট পরীক্ষার্থীদের, এবার কি হবে?

৩. স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত সম্পর্কে লেখ।
৪. অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্র বিশ্লেষণ কর।
৫. তৎকালীন ভারতবর্ষে কিভাবে জাতীয়তাবাদী চেতনার বিস্তারে দেশভক্তদের ভূমিকা সাহায্য করেছিল, তা বিস্তারিত আলোচনা কর।
৬. টিকা লেখঃ- বঙ্গভাষা, ভারত সভা, প্রকাশিকা সভা, জমিদার সভা, মহারানীর ঘোষণাপত্র।

আমাদের পরবর্তী প্রতিবেদনে থাকবে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। এছাড়াও অন্যান্য বিষয়ে ৯০% এর বেশি কমন পেতে নজরে রাখুন আমাদের ওয়েবসাইট। এছাড়াও বিভিন্ন রকমের সরকারি ও বেসরকারি স্কলারশিপ, চাকরী সংক্রান্ত তথ্য পাবেন ওয়েবসাইটে। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *