Madhyamik Life Science Suggestion 2023 lsp1 wbbse জীবন বিজ্ঞান সাজেশন ২০২৩

WBBSE Madhyamik Life Science Suggestion 2023, মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৩। Get West Bengal Board Of Secondary Education Madhyamik Life Science suggestion 2023. West Bengal Madhyamik Life Science suggestion Full syllabus – 2023.

Advertisement

WBBSE Madhyamik Life Science Suggestion 2023 – মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৩।

Madhyamik Life Science Suggestion 2023 – মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন দেওয়া হল অভিজ্ঞ শিক্ষক এর বিশেষ পরামর্শ নিয়েই। আজকের আলোচনায় থাকবে প্রথম অধ্যায়। পরবর্তী প্রতিবেদনগুলি নজরে রাখলে বাকি সাজেশন পাওয়া যাবে। এছাড়াও বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, ভৌত বিজ্ঞান এর যাবতীয় সাজেসন পেতে নজর রাখুন আমাদের পরবর্তী প্রতিবেদনগুলিতে। সমস্ত বিষয়ের অভিজ্ঞ শিক্ষকদের থেকে আমরা সাজেশন সংগ্রহ করে থাকি।

প্রথম অধ্যায়ঃ- জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয়। Madhyamik Life Science Suggestion 2023 Chapter-1
পরীক্ষায় রচনাধর্মী প্রশ্নগুলি (২+৩) ছোট করে ভেঙ্গে দেওয়া হয়।
প্রথমে ২ নম্বরের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক।

Ads

১. সংবেদনশীলতা বা উত্তেজিতা বলতে কী বোঝো।
২. উদ্ভিদ কিভাবে সারা প্রদান করে?
৩. একটি সহজাত একটি অভ্যাসগত প্রতিবর্ত ক্রিয়ার উদাহরণ দাও।
৪. চা গাছের পার্শ্বীয় শাখা সৃষ্টির জন্য অগ্র মুকুল প্রতিনিয়ত ছাঁটা হয় কেন?
৫. প্রেসবায়োপিয়া এর কারণ কি?

Advertisement

Madhyamik Life Science Suggestion 2023 Chapter-1
৬. ক্যাটার‍্যাক্ট বা চোখে ছানি পড়ার কারণ কি?
৭. মাছের গমনে পটকার ভূমিকা কি?
৮. ফটোট্রপিক চলন বলতে কী বোঝো।
৯. ট্রপিক চলন এর দুটি পার্থক্য লেখ।
১০. উদ্ভিদ হরমোনকে রাসায়নিক দূত বলে কেন?

Advertisement

১১. উদ্ভিদের চলন এর উদ্দেশ্য কি?
১২. শুক্রাশয় কে মিশ্র গ্রন্থি বলে কেন?
১৩. কৃষি কাজে জিব্বেরেলিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কি?
১৪. উদ্ভিদ অঙ্গজ জনন এ ব্যবহৃত হয় দুটি কৃত্রিম হরমোনের নাম বল।
১৫. ভেসোপ্রেসিন হরমোন কাকে বলে? এর কাজ কি?

Ads

Madhyamik Life Science Suggestion 2023 Chapter-1
১৬. মিশ্রগ্রন্থি কাকে বলে? উদাহরণ দাও।
১৭. হরমোন এবং স্নায়ুর মধ্যে পার্থক্য লেখ।
১৮. কুশিং সিনড্রোম কি?
২০. গ্লুকাগনকে ইনসুলিন এর বিপরীত হরমোন বলে কেন?
২১. জরুরী কালীন হরমোন কাকে বলে এবং এর কারণ কি?

২২. স্নায়ুতন্ত্রের গঠনমূলক ও কার্যমূলক উপাদানের নাম লেখ।
২৩. উপযোজন কাকে বলে?
২৪. দ্বিপদ গমন বলতে কী বোঝো।
২৫. পাখির উন্নয়ন পেশির ভূমিকা কি?
২৬. সাইনোভিয়াল সন্ধি কাকে বলে? একটি উদাহরণ দাও।

Madhyamik Life Science Suggestion 2023 Chapter-1
২৭. জিব্বেরেলিন ও সাইটোকাইনিন হরমোন এর দুটি গঠনগত  পার্থক্য লেখ।
২৭. ফিডব্যাক পদ্ধতি বলতে কী বোঝো।
২৮. ইস্ট্রোজেন ও প্রজেস্টেরন হরমোনের একটি উৎসগত ও একটি কার্যকর পার্থক্য লেখ।
২৯. মাইয়োপিয়া রোগের কারণ কি এবং এর প্রতিকার কিভাবে হয়?
৩০. অ্যাক্সন ও ডেন্ড্রন এর দুটি গঠনগত  ও একটি কার্যগত পার্থক্য লেখ।

মাধ্যমিক পরীক্ষা 2023 – পরীক্ষার্থীদের সুখবর দিয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ পর্ষদের। কড়াকড়ি হবে না, এবার পরীক্ষার ফি ও লাগবে না।

এবারে দেখে নেওয়া যাক জীবজগতে নিয়ন্ত্রণ ও সমন্বয় অধ্যায় থেকেই ৩ অথবা ৫ নম্বর এর একটু বড় প্রশ্ন।
১. স্পর্শ করলে লজ্জাবতী গাছের পাতা নুয়ে পড়ে কেন?
২. জগদীশচন্দ্র বসু প্রাণীদের মতো উদ্ভিদের দেহে রিফ্লেক্স আর্ক এর অস্তিত্ব কিভাবে প্রমাণ করেন।
৩. ন্যাস্টিক ও ট্যাকটিক চলন এর পার্থক্য লেখ।
৪. অক্সিন হরমোনের ভূমিকা কি?

Madhyamik Life Science Suggestion 2023 Chapter-1
৫. কৃষিবিদ্যায় সাইটোকাইনিন হরমোনের ব্যবহারিক প্রয়োগ কি?
৬. উদ্ভিদ ও প্রাণী হরমোনের তিনটি পার্থক্য লেখ।
৭. অগ্র পিটুইটারি গ্রন্থি থেকে নিঃসৃত দুটি হরমোনের নাম ও কাজ উল্লেখ কর।
৮. থাইরয়েড গ্রন্থির অবস্থান লেখ। এর থেকে ক্ষরিত তিনটি হরমোনের নাম ও গুরুত্ব লেখ।
৯. সন্তরনের সময়ে মাছের পাখনার গুরুত্ব উল্লেখ কর।

Madhyamik Bengali Suggestion 2023 – মাধ্যমিক বাংলা সাজেশন ২০২৩ PDF Download Free.

১০. মানুষের গমনে হাতের ভূমিকা কি লেখ?
১১. মানুষের কাছের বস্তু দেখার সময় কিভাবে চোখ উপযোজিত হয়, ব্যাখ্যা করো।
কোন চিত্রটি প্র্যাকটিস করা খুব জরুরি?
১. চোখের চিত্র এবং সমস্ত উল্লেখযোগ্য অংশগুলি ভালভাবে জেনে নেওয়া।
২. একটি সরল প্রতিবর্ত চাপ এর চিত্র অঙ্কন কর।

অন্যান্য অংশ গুলি চিহ্নিত কর। প্রত্যেক বিষয়ে অধ্যায় ধরে ধরে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আমরা সিরিজ ভিত্তিক ভাবে তুলে আনবো। নজরে রাখুন আমাদের এই ওয়েবসাইট। এছাড়াও নানা ধরণের সরকারি ও বেসরকারি স্কলারশিপ এর খোঁজ পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *