পিছিয়ে যাবে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা! টেস্ট পরীক্ষার মধ্যেই বড় খবর।

হাতে মাত্র কয়েকটা মাস। তারপরই শুরু হবে ছাত্রছাত্রীদের জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক (Madhyamik Exam). মাধ্যমিক পরীক্ষাকে (WBBSE Madhyamik Pariksha) ঘিরে পড়ুয়া থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকারা এমনকি ছাত্র ছাত্রীদের মা বাবারাও চিন্তান্নিত থাকে। এদিকে উৎসবের মরশুম কাটিয়ে খুলে গেছে স্কুল। জোরকদমে শুরু হয়েছে মাধ্যমিকের প্রস্তুতি।

WBBSE Madhyamik Exam 2024 Routine

এবার এই মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam) সম্পর্কিত এমন এক খবর প্রকাশ এলো যেটি শুনে রীতিমতো চমকে উঠবেন। আপনি যদি নিজে মাধ্যমিক পরীক্ষার্থী হন অথবা আপনার পরিবারের কোনো সদস্য যদি এবারের মাধ্যমিক পরীক্ষায় বসেন তাহলে অবশ্যই এই প্রতিবেদনটি আপনার পড়া প্রয়োজন। এ বছরের মাধ্যমিক পরীক্ষার সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য (Madhyamik Exam Offered) গুলো না জানতে পারলে সমস্যায় পড়বেন পড়ুয়ারাই।

Madhyamik Pariksha

বলা বাহুল মাধ্যমিক পরীক্ষাকে (Madhyamik examination 2024) কেন্দ্র করে পরীক্ষার্থীদের মধ্যে উন্মাদনা শেষ নেই। কিন্তু ঠিক যে কারণে এইবারের মাধ্যমিক পরীক্ষাটি বিশেষ, সেটি হল এই বছরের পরীক্ষা এগিয়ে এসেছে ২১ দিন। উৎসবের আবহে বেশ কয়েকদিন ধরে স্কুল বন্ধ থাকায় এবং এই বছরের মাধ্যমিকের দিনক্ষণ বদলে যাওয়ায় চিন্তা বাড়ছে সিলেবাস শেষ করার বিষয়টিকে নিয়ে।

আর সেই কারনেই একাধিক সংবাদ মাধ্যমে বিষয়টি নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ তথা WBBSE এর তরফ থেকে মাধ্যমিক পরীক্ষার রুটিন (Madhyamik Exam Routine) বদল নিয়ে কোনও সিদ্ধান্ত বা আলোচনা সামনে আসেনি। তাই এই বিষয়ে এখনই কোনও চিন্তা না করাই শ্রেয়।

আরও পড়ুন, 3 টি কারনে পিছিয়ে যেতে পারে পশ্চিমবঙ্গের মাধ্যমিক পরীক্ষা। পর্ষদের সিদ্ধান্ত জেনে নিন।

যদিও, সিলেবাস কমপ্লিট সম্ভব না হওয়ায় আপাতত আরও এক সপ্তাহের ক্লাস করিয়ে পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। এদিকে মাধ্যমিকের আগে টেস্ট পরীক্ষার (Madhyamik test Exam) জন্য রয়েছে হাতে মাত্র কয়েকটা দিন। নভেম্বরে শেষ বা ডিসেম্বরের প্রথম দিকে এই টেস্ট পরীক্ষা হয়ে থাকে। সব মিলিয়েই, সিলেবাস সংক্রান্ত বিষয়টি সামনে আসার পরেই পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে দেওয়া নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন, এই কার্ড করলেই পাবেন 5 লাখ টাকার সুবিধা। সম্পূর্ণ বিনামূল্যে দিচ্ছে মোদী সরকার।

প্রসঙ্গত উল্লেখ্য, অন্যান্য বছর সাধারনত ২৩ শে ফেব্রুয়ারি থেকেই মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Pariksha) শুরু হয়ে থাকে।
তবে, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা নির্ধারিত পরীক্ষা সূচি অনুযায়ী শুরু হতে চলেছে ২ ফেব্রুয়ারি থেকে। যেটি চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। পাশাপাশি বেলা ১১ টা ৪৫ থেকে পরীক্ষা শুরু হবে এবং চলবে বিকেল ৩ টে পর্যন্ত। যদি পর্ষদের কোনও সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তি প্রকাশিত না হয়, তবে আগের রুটিনেই চলবে মাধ্যমিক পরীক্ষা।

সুখবর বাংলা

Leave a Comment