WBBSE Madhyamik Physical Science Suggestion 2023 – মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন। Part-1.
WBBSE Madhyamik Physical Science Suggestion 2023, মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন ২০২৩। Get West Bengal Board Of Secondary Education Madhyamik Physical Science Suggestion 2023. পার্ট-১। West Bengal Madhyamik Physical Science Suggestion Full syllabus – 2023.
Madhyamik Physical Science Suggestion 2023 – মাধ্যমিক ভৌত বিজ্ঞান সাজেশন।
Physical Science Suggestion 2023 – এর পার্ট –1 দেখে নেওয়া যাক। অভিজ্ঞ শিক্ষক মণ্ডলীর দ্বারা তৈরি এই সাজেশন অনুসারে নিজেকে তৈরি করুন। এগুলি তৈরি করলে নম্বর নিয়ে ভাবতে হবে না। Physical Science Suggestion 2023 – এর পার্ট – 1. অন্যান্য বিষয়ের সাজেশন ইতিমধ্যেই আমাদের ওয়েবসাইটে আপলোড করা আছে। ওয়েবসাইটের Madhyamik HS সেকশনে ক্লিক করে সব সাজেশন দেখে নিন। ক্লিক করে দেখে নিন।
Madhyamik Physical Science Suggestion.
2 মার্কের প্রশ্নের সাজেশন। পার্ট-1. পরবর্তী পার্ট গুলি দেখতে ভুলবেন না।
1. মানব স্বাস্থ্য ও পরিবেশের উপর ওজন স্তর ক্ষয়ের দুটি ক্ষতিকারক প্রভাব লেখ।
2. মিথেন হাইড্রেট কি?
3. ওজোন স্তর কিভাবে ধ্বংস হয়?
4. উষ্ণতার পরম স্কেল বলতে কী বোঝো?
5. চার্লসের সূত্রটি বিবৃতি কর।
6. চার্লসের সূত্র অনুযায়ী ভি বনাম টি এবং ভি বনাম টি লেখচিত্র গুলি অঙ্কন কর।
7. গ্লোবাল ওয়ার্মিং কি এবং এর দু’টি কুফল লেখ।
8. উদাহরণসহ জীবাশ্ম জ্বালানির সংজ্ঞা দাও।
9. গাণিতিক রূপ সহ বয়েলের সূত্রটি বিবৃত কর।
10. যেকোনো একটি একককে ‘R’ – এর মান নির্ণয় কর।
এছাড়াও Madhyamik Physical Science এর 2023 এর সাজেশনে থাকছে –
11. বেলুন ফোলানোর সময় চাপ এবং আয়তন বৃদ্ধি পায়। এক্ষেত্রে বয়েলের সূত্র লঙ্ঘিত হয় কি?
12. বায়ু ভর্তি বেলুন দুই থেকে তিন দিন রেখে দিলে চুপসে যায় কেন?
13. জলের বুদবুদ জলের তলদেশ থেকে উপরের দিকে ওঠার সময় আয়তনে বাড়ে কেন?
14. বাস্তব গ্যাস ও আদর্শ গ্যাসের মধ্যে পার্থক্য লেখ।
15. কঠিন রৈখিক প্রসারণ গুণাঙ্ক কাকে বলে?এর মাত্রাটি লেখ।
16. দ্বিধাতব পাত্রের দুটি ব্যবহার লেখ।
17. তরলের প্রকৃত প্রসারণ এবং আপাত প্রসারণ এর মধ্যে পার্থক্য লেখ।
18. গ্যাস এবং তরলের আয়তন প্রসারণ গণনা করার সময় গ্যাসের ক্ষেত্রে পাত্রের প্রসারণ কে উপেক্ষা করা হয় কিন্তু তরলের ক্ষেত্রে পাত্রের প্রসারণ কে উপেক্ষা করা হয় না কেন?
19. তাপীয় রোধ কি? এর এসআই এককটি লেখ।
20. কাঁচের শিশির ক্ষেত্রে ধাতব সিপি আঁটকে গেলে সেটিকে কি করে খোলা হয়?
21. পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? ব্যাখ্যা কর।
22. তরলের দুই প্রকার প্রসারণ গুনাঙ্ক হয় কেন?
23. কেটলির হাতলে বেত জড়ানো থাকে কেন?
24. রেললাইনে দুটি লাইনের জোড়ের মুখে ফাঁক রাখা হয় কেন?
এছাড়াও Madhyamik Physical Science এর 2023 এর সাজেশনে থাকছে –
25. অবতল দর্পণের ক্ষেত্রে মুখ্য ফোকাসের সংজ্ঞা দাও।
26. ফোকাস দূরত্ব কাকে বলে?
27. দন্ত চিকিৎসকরা কোন দর্পণ ব্যবহার করেন এবং কেন?
28. গাড়ির হেডলাইট এর ক্ষেত্রে কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় এবং কেন?
29. আলোক রাশি ঘনমাধ্যম থেকে লঘু মাধ্যমের প্রবেশ করলে কি ঘটনা ঘটবে, চিত্রসহ লেখ।
30. উত্তল লেন্সকে অভিসারী লেন্স এবং অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয় কেন?
আমাদের পরবর্তী প্রতিবেদনে থাকবে Madhyamik Physical Science – এর আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন। এছাড়াও অন্যান্য বিষয়ে ৯০% এর বেশি কমন পেতে নজরে রাখুন আমাদের ওয়েবসাইট। এছাড়াও বিভিন্ন রকমের সরকারি ও বেসরকারি স্কলারশিপ, চাকরী সংক্রান্ত তথ্য পাবেন ওয়েবসাইটে। ধন্যবাদ। Part-2 Coming Soon!
Written by Mukta Barai.