WBCHSE Exam 2023 – আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা নিয়ে বড় ঘোষণা, সুবিধা হলো সব পরীক্ষার্থীর।
WBCHSE Exam 2023 বিষয়ে সংসদ সভাপতির কি বক্তব্য?
যারা আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা (WBCHSE Exam 2023) দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা। আজই সংসদের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। বিস্তারিত জানতে পুরো প্রতিবেদন পড়ুন।
এ বছর পরীক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে নেওয়া হয়েছে নয়া ব্যবস্থা। যার ফলে শুধুমাত্র পরীক্ষার্থীরা উপকৃত হবেন তাই নয়। সাথে সাথে বিদ্যালয়গুলিও একাধিক সমস্যা থেকে মুক্তি পাবে।
এবার থেকে উচ্চমাধ্যমিকের পরীক্ষা সংক্রান্ত সকল কাজ মেটানো হবে অনলাইনেই। এ নিয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বুধবার বিজ্ঞপ্তি জারি করেছে। সকল কাজ বলতে স্কুলগুলিতে উচ্চমাধ্যমিকে পরীক্ষার্থীদের ফর্ম পূরণ থেকে শুরু করে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় বিষয়গুলিতে। (WBCHSE Exam 2023)
ভারতে লঞ্চ হচ্ছে Jio 5G, কত রিচার্জ করতে হবে, কারা পাবেন ফ্রিতে?
বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে?
বুধবার সংসদের তরফে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে, ২৬ আগস্ট অর্থাৎ আজ থেকে একটি নতুন ওয়েবসাইট ও পোর্টাল চালু করা হচ্ছে। স্কুলগুলি এটির মাধ্যমেই পরীক্ষা সংক্রান্ত রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবে। এছাড়া অনলাইনেই জমা করা যাবে টাকা।
সংবাদ মাধ্যম সূত্রে খবর, সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, প্রথম এই উদ্যোগ নেওয়ার কারণে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। তবে সাবধানতার সাথে স্কুলগুলিকে বিষয়টি দেখার আবেদনও জানিয়েছেন তিনি। যদিও এই উদ্যোগ নেওয়ায় যথেষ্ট সুবিধা হবে স্কুলগুলির। (WBCHSE Exam 2023)
মাইনের টাকায় সংসার চালাতে হিমসিম? কাজের ফাঁকে এই ব্যাবসা করে বাড়তি আয় করুন
উল্লেখ্য, এতদিন জেলার স্কুলগুলিকে সেই নিয়মের অন্তর্গত রিজিওনাল অফিস বা কলকাতার অফিসে সমস্ত কাজ সারতে হতো। কিন্তু এখন আর তার প্রয়োজন হবে না। করতে হতো এবার থেকে কাজ গুলির জন্য তাদের আর কলকাতায় আসতে হবে না।
এই উদ্যোগে স্কুলগুলির যাতে নতুন কোনো সমস্যায় পড়তে না হয়, তাই প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবা হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে। (WBCHSE Notice)
শিক্ষা সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট সবার আগে পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.
Good decision
2023 a jodi offline a exam na hoy tahole andolan korbo… apnara ki mone koren haa. Exam ta ki amader kachhe seta apnara janen na …ato kosto kore porchhi ..abr jodi kono rokom gondogol koren tahole khub kharap hobe bole dilam
Good decision