HS Exam 2023 সালের নতুন প্রশ্নপত্র অনুসারে পরীক্ষার নিয়মগুলি আগেই জানাল সংসদ।
২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জরুরী আপডেট। HS Exam 2023 নিয়ে গুরুত্বপুর্ন সিদ্ধান্ত নিয়েছে WBCHSE. এক নজরে দখে নেওয়া যাক কি কি পরিবর্তন হচ্ছে।
মাধ্যমিক স্তরের পর উচ্চ মাধ্যমিক হল ছাত্র ছাত্রীদের একটি বেশ গুরুত্বপূর্ণ পরীক্ষা যা তাদের ভবিষ্যতের জন্য ভাগ্য নির্ধারক হিসেবে বিবেচিত হয়। সেই জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ HS Exam 2023 নিয়ে তাদের সিদ্ধান্ত তড়িঘড়ি করেই জানিয়ে দিল।
এই পরীক্ষার একটি পরিবর্তন আনতে চলেছে রাজ্যের উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়মক কাউন্সিল WBCHSE HS Exam 2023. প্রত্যেকেই এখন তাদের পরীক্ষার প্রস্তুতি নিতে ব্যস্ত। এর মধ্যে উঠে এল একটি বড় আপডেট।
উচ্চ মাধ্যমিক 2023 আগামী 14ই মার্চ শুরু হতে চলেছে। এখনও বাকি প্রায় 6 মাস। সেই কারণে এতো আগে থেকেই পর্ষদ থেকে বিষয়টি জানিয়ে দেওয়ার কারণে উপকৃত হবে ছাত্র- ছাত্রীরা।
পর্ষদ থেকে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেই বিজ্ঞপ্তির নম্বর- L/SECY/68/2022 তারিখ- 06/07/2022. এক্ষেত্রে বলা হয়েছে থাকবে। সমস্ত উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাত্র ছাত্রী, পরীক্ষক, প্রধান পরীক্ষক, ইনভিজিলেটার সহ সকল সংসলিস্ট সকলের অবগতির জন্য জানিয়েছ। এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের প্রশ্পত্র ও উত্তরপত্র সম্পর্কে সকলের মতামত ও পরামর্শ কে মান্যতা দিয়েছে।
2023 সালের আগের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পৃথক পার্ট এ এবং পার্ট বি তে হত। তখন পার্ট বি তে উত্তর করে সেটা জমা করে দিতে হত। আর পার্ট এ ছিল আসল প্রশ্নপত্র। জমা করার সময় দুটিকে জুড়ে দেওয়া হত।
পশ্চিমবঙ্গের সরকারি কর্মী থেকে কলেজ পড়ুয়া। ছুটি পাচ্ছেন একটানা 90 দিন। বিস্তারিত পড়ে দেখুন।
এবারে HS Exam 2023 পরীক্ষায় এই দুটি অংশের পরিবর্তে শুধুমাত্র একটি প্রশ্নপত্র থাকবে। এর ফলে পার্ট এ এবং পার্ট বি এই দুটি অংশকে আর যুক্ত করার প্রয়োজন থাকছে না। এই যুক্ত করাকে কেন্দ্র করেই সমস্যা হয়েছে আগের বছরগুলিতে।
বিগত পরীক্ষা গুলিতে এমন কিছু অসুবিধা হয়েছে। সেই সমস্যা গুলিকে বন্ধ করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্ট এ আর পার্ট বি আর আলাদা করা হবে না। একটাই অংশে প্রশ্ন থাকবে আর সেটি অনুসারে উত্তর লিখতে হবে। প্রশ্নের মধ্যে কোনো উত্তর লেখার দরকার পড়বে না।
তবে এই সিদ্ধান্তে শিক্ষকদের একাংশ মনে করছে সুবিধার বদলে অসুবিধাই হবে। কারণ এবারের পদ্ধতিতে ছাত্র ছাত্রীরা নম্বর পাবার উদ্দেশ্যে একই প্রশ্নের উত্তর বারবার লিখতে পারে। এতে শিক্ষকদের খাতা দেখার সময় বেশ খানিকটা অসুবিধায় পড়তে হবে বলে মত প্রকাশ করেছেন। তাদের মন্তব্য যে, আগের পদ্ধতি বেশ ভালো ছিল।
এই বিষয়ে আপনার কি মনে হয়, নতুন নিয়মে সুবিধা হবে নাকি অসুবিধা হবে, নিচে কমেন্ট করবেন।
এমন সব আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকার অনুরোধ রইল। আপনাদের অনেক ধন্যবাদ জানাই। পরবর্তীকালে আরো আপডেট পেতে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।
Written by Mukta Barai.
Oasis Scholarship এ আবেদনের নতুন 10 টি নিয়ম, না মানলে পাবেন না টাকা।
ete amader subidha hobe porikhha dite
নতুন নিয়মটাই ভালো। আর যেসব শিক্ষকরা বলছেন খাতা দেখতে অসুবিধা উনাদের বলি, যে প্রশ্নগুলো আলাদা লিখবে সেগুলো কি একই উত্তর বারবার লিখবে না? তবে Council এর কাছে একটা অনুরোধ পরীক্ষাটা যে পরীক্ষার মতো হয়। আর শিক্ষকরা যেন guard টা ঠিক মতো দেন। টোকাটুকি, বলাবলি, উত্তর বলে দেওয়ার প্রবণতা এবার বন্ধ হোক। নাহলে মুড়ি আর মুড়কি একদর হয়ে যাচ্ছে।
উচ্চ মাধ্যমিক এর প্রশ্নের বি অংশ আলাদা করলে ঠেকানো যাবে টুকলি-প্রবনতা খানিকটা। খাতা দেখায় কোনো সমস্যা কথা অমূলক! উপরন্তু ক,খ,গ,ঘ সংক্রান্ত সমস্যা কমবে। _অর্ঘ্য মজুমদার।