WBCHSE HS Exam 2023 – আগামী বছরের উচ্চ মাধ্যমিকের সূচী ও সিলেবাস পরিবর্তন, সময় থাকতে জেনে নিন।
WBCHSE HS Exam 2023 – জেনে নিন কিভাবে হতে চলেছে পরীক্ষা।
উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE HS Exam 2023) তরফে প্রকাশিত হয়েছে নয়া বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তি ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস নিয়ে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে একাদশ এবং দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে এবারে পূর্ণ সিলেবাসে।
প্রসঙ্গত ২০২২ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা অফলাইনে হলেও তা মাত্র ৭০ শতাংশ পাঠক্রমের উপর ভিত্তি করে নেওয়া হয়েছিল। কারণ বহুদিন স্কুল বন্ধ (WBCHSE HS Exam 2023) থাকায় ক্লাস নিতে হয়েছে। সেক্ষেত্রে সবার দক্ষতা এবং সুবিধার সমান নয়।
আবারও কর্মী ছাঁটাই! ছাঁটাই হতে চলেছেন প্রায় 50 শতাংশ কর্মী! কিন্তু কেন?
অনলাইনে ক্লাস হওয়ায় অনেক পরীক্ষার্থীদের অসুবিধার সম্মুখীন হতে হয়েছে।তবে এবার সেই ধারা বদলাতে চলেছে। ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষা (WBCHSE HS Exam 2023) নেওয়া হবে আগের মতই পূর্ণ সিলেবাসে। এমনটাই জানিয়েছেন সংসদ সভাপতি তাপস কুমার মুখোপাধ্যায়।
পরীক্ষা কবে থেকে শুরু?
গতকাল অর্থাৎ ৯ জুলাই বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে জানানো হয়েছে আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার শুরু হবে ১৪ মার্চ থেকে। পরীক্ষা চলবে ২৭ মার্চ পর্যন্ত। পরীক্ষা শুরু হবে সকাল ১০ টা থেকে। যথারীতি পরীক্ষা চলবে ৩ ঘন্টা ১৫ মিনিট পর্যন্ত।
5 টাকার এই স্পেসাল নোট ঘরে থাকলে লাখ টাকায় বেচতে পারবেন, দেখুন কোথায়
অতিমারি, গ্রীষ্মকালীন ছুটি কাটিয়ে ফের স্কুল খুলেছে পড়ুয়াদের জন্য। আর কিছুদিন যেতে না যেতেই প্রকাশিত হল সামনে বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার (WBCHSE HS Exam 2023) গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি।
সিলেবাস সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে- http://www.wbchse.nic.in/
শুধু এখানে নয়, সংসদের দেওয়া বইয়েও জানা যাবে সিলেবাস সম্পর্কে। পাশাপাশি ২০২৩ সালের পরীক্ষায় প্রশ্নপত্রের প্যার্টান কী হবে তাও শীঘ্রই পড়ুয়াদের জানিয়ে দেওয়া হবে।
প্রতিদিন এমন নিত্য নতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
আমি একাদশের পরীক্ষা দিয়ে দ্বাদশ শ্রেনীতে উত্তীণ হয়েছি। পরীক্ষা শেষ হ ওয়া আমাদের আড়াই মাস হতে চলল।এখন কবে স্কুল খুলবে,কবে ক্লাস শুরু হবে,তার উপর আবার এক-দুই মাস ক্লাস হয়ে পূজোর ছুটি পড়বে এবং তারপর স্কুল খুললেই Test Exam. এভাবে চলতে থাকলে কী আমাদের এত বড় সিলেবাস শেষ হবে????? আর তারপরেই আমাদের Final Exam…..