WBPDCL Recruitment 2022 – বঙ্গে ফের নিয়োগ সরকারি চাকরিতে। দেখুন কিভাবে করা যাবে আবেদন। Govt Job.
WBPDCL Recruitment 2022 – নিয়োগ হতে চলেছে রাজ্যের পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনে।
পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুখবর। গত কয়েক দিনে বেশ কয়েকটি সরকারী পদে (WBPDCL Recruitment 2022) শুরু হয়েছে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া। এবার আবারও নতুন একটি পদে কর্মী নিয়োগের জন্য শুরু হল আবেদন। চলুন বিষয়টি জেনে নেওয়া যাক।
নিয়োগের স্থান- ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড (West Bengal Power Development Corporation Limited)। (WBPDCL Recruitment 2022)
নিয়োগ পদের নাম- টেকনিশিয়ান শিক্ষানবিশ (Technician Apprentice)।
শূন্যপদ সংখ্যা- মোট ৬০ টি। এর মধ্যে ৩০ টি শূন্যপদ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক) এর জন্য এবং বাকি ৩০ টি পদ টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং) পদের জন্য রাখা হয়েছে।
আবেদনকারীর বয়সসীমা- উক্ত পদগুলিতে আবেদনের জন্য (WBPDCL Recruitment 2022) আবেদনকারীর বয়স নূন্যতম হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ ২০২১ সালের ১ জুনের হিসেবে ২৫ বছর। তাছাড়া সংরক্ষিত শ্রেণীর আবেদনকারীরা পাবেন সরকারি নিয়ম অনুযায়ী আবেদনের ক্ষেত্রে বয়সসীমায় ছাড়।
আবেদনপত্র পূরণের পদ্ধতি-
১) ইচ্ছুক এবং যোগ্য আবেদনকারীদের প্রথমে wbpdcl.co.in ওয়েবসাইট ওপেন করতে হবে।
২) এরপর হোমপেজ থেকে ‘Career’ ট্যাবে ক্লিক করে আবেদনপত্রটি পূরণ করতে হবে।
৩) এরপর আবেদনের জন্য প্রয়োজনীয় সমস্ত নথিপত্র আপলোড করতে হবে।
৪) সম্পূর্ণ আবেদনপত্রটি ফিলাপ করা হয়ে গেলে ভবিষ্যতের জন্য একটি প্রিন্ট আউট নিজের কাছে রাখতে হবে।
উচ্চমাধ্যমিকের রেজাল্ট নিয়ে গোপন তথ্য ফাঁস, কড়া গার্ড ও খাতা দেখা, সবার নম্বর বাড়বে? দেখুন
আবেদনের শেষ তারিখ- ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আবেদন প্রক্রিয়া। ইচ্ছুক এবং যোগ্য চাকরি প্রার্থীরা আগামী ২৭ জুন, ২০২২ তারিখ পর্যন্ত করতে পারবেন উক্ত পদগুলির জন্য আবেদন।
আরও জানতে ক্লিক করুন এই অফিসিয়াল ওয়েবসাইটে
চাকরি সংক্রান্ত অন্যান্য খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
SBI দিচ্ছে বাড়িতে বসে মাসে 1 লক্ষ টাকা রোজগারের সুবর্ণ সুযোগ
স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ায় অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে নিয়োগ, কি কি লাগছে?