WBPRD: বাংলায় চালু হচ্ছে স্মার্ট পঞ্চায়েত ব্যবস্থা। সমস্ত পরিষেবা হাতের কাছে। কী কী সুফল পাবেন সাধারণ মানুষ?
Smart Panchayat System In Bengal
বাংলার সাধারণ মানুষের সুবিধার্থে এবার গ্রাম বাংলায় চালু হতে চলেছে WBPRD তথা স্মার্ট পঞ্চায়েত ব্যবস্থা (Smart Panchayat System). এই ব্যবস্থা চালু হওয়ার পর সাধারণ মানুষের অনেকটাই উপকার হবে বলে আশা করা যাচ্ছে। বহু ক্ষেত্রে স্বচ্ছতা বাড়বে, দ্রুত বিভিন্ন পরিষেবা মিলবে। আর বহু প্রকল্প সংক্রান্ত সুবিধা মেলারও সম্ভাবনা রয়েছে। এই ব্যবস্থাটি কি রখম হবে? কিভাবে সুবিধা পাওয়া যাবে, আসুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।
বাংলায় WBPRD স্মার্ট পঞ্চায়েত ব্যবস্থা
পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থাকে (West Bengal Panchayat) আরও মজবুত করে তোলার চেষ্টায় আছে পশ্চিমবঙ্গ সরকার। যার কারণে সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলেও জানা যাচ্ছে। রাজ্য সরকারের তরফে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নেওয়া হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল ‘স্মার্ট পঞ্চায়েত পোর্টাল’ (Smart Panchayat Portal) এবং ‘অডিট ম্যানেজমেন্ট সিস্টেম’।
উপরোক্ত উল্লিখিত এই দুটি ডিজিটাল উদ্যোগ মূলত রাজ্যের ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় এক নতুন দিগন্তকে উন্মোচন করবে বলেই আপাতত আশা করা হচ্ছে। সাধারণ মানুষ একাধিক দিক থেকে উপকার পাবেন। এর দ্বারা শুধুমাত্র পঞ্চায়েতের দৈনন্দিন কাজকর্ম যে সহজ তা নয়, পাশাপাশি সাধারণ মানুষও আরও উন্নত পরিষেবা পাবেন।
স্মার্ট পঞ্চায়েত পোর্টাল ও তার সুবিধা
‘স্মার্ট পঞ্চায়েত’ মিশনের অধীনে তৈরি হচ্ছে এক বিশেষ পোর্টাল। আর সেটি হল স্মার্ট পঞ্চায়েত পোর্টাল। এই পোর্টালটি পঞ্চায়েতের প্রায় সমস্ত কাজকে নিয়ে আসতে চলেছে একটি ডিজিটাল ছত্রছায়ায়। কী কী সুবিধা পাবেন, জেনে নেওয়া যাক।
আরও পড়ুন: জনসাধারণের স্বার্থে রাজ্য সরকার চালু করলো UPMS Portal। কী কী সুবিধা মিলবে? দেখে নিন একনজরে
- পরিষেবার গতি বৃদ্ধি: এই পোর্টালটি চালু হলে অবশ্যই পরিষেবার গতি বৃদ্ধি পাবে। সরকারি প্রকল্পগুলির সুবিধা এবং অন্যান্য পরিষেবা দ্রুত মানুষের কাছ অবধি পৌঁছে যাবে।
- অডিট ম্যানেজমেন্ট: এই সিস্টেমটি চালু হলে সেটি রাজ্যে পঞ্চায়েতের আর্থিক লেনদেন ও অডিট প্রক্রিয়াকে সম্পূর্ণ ডিজিটাল করে তুলবে।
- স্বচ্ছতা: এছাড়া যেহেতু পোর্টাল চালু হলে সমস্ত কাজের বিবরণ থাকবে অনলাইনে তার ফলে আগের থেকে এর স্বচ্ছতা বাড়বে এবং খুব স্বাভাবিকভাবেই স্বচ্ছতা বাড়লে দুর্নীতির সুযোগ কমবে।
- তদারকি: আরও একটি বিষয় মনে রাখতে হবে যে রাজ্য স্তর থেকে সহজে পঞ্চায়েতের কাজকর্মের উপর নজর রাখা যাবে এর দ্বারা।
সাধারণ মানুষের জন্য এর সুফল
- দ্রুততর পরিষেবা: এই পোর্টাল চালু হলে পর আগের থেকে অনেক তাড়াতাড়ি পাবেন বিভিন্ন শংসাপত্র, লাইসেন্স বা সরকারি প্রকল্পের সুবিধা।
- অভিযোগ সমাধান: কোনো বিষয় নিয়ে যদি কোনো অভিযোগ থাকে তাহলে তারও সমাধান মিলবে দ্রুত।
- সহজ তথ্য প্রাপ্তি: এই পোর্টালটি চালু হলে পঞ্চায়েতের বিভিন্ন প্রকল্প এবং খরচের হিসাব সম্পর্কে আপনি খুব সহজেই তথ্য পেয়ে যাবেন।
আরও পড়ুন: রেশন কার্ড নিয়ে বড় সিদ্ধান্ত পশ্চিমবঙ্গ সরকারের। 25 তারিখের আগে সকলে জেনে নিন
উপসংহার
এতটা পর্যন্ত পড়ে আপনি বুঝতেই পারছেন যে ‘স্মার্ট পঞ্চায়েত’ এবং ‘অডিট ম্যানেজমেন্টটি বাংলার পঞ্চায়েত ব্যবস্থায় আমূল বদল আনতে চলেছে। নিঃসন্দেহে পশ্চিমবঙ্গ সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ এটি। গ্রামাঞ্চলের সাধারণ মানুষের জীবনযাত্রার উন্নয়নে সহযোগিতা করবে এই ব্যবস্থা।