Electric Bill Payment (বিদ্যুৎ বিল)

আমুল বদলে গেল কারেন্ট বিল বা Electric Bill বা বিদ্যুৎ বিলের নিয়ম। এবার দিন ও রাতের বিলের হিসাব আলাদা হবে। দিনে একরকম চার্জ, রাতে একরকম চার্জ। এতে গ্রাহকের লাভ হবে না লস? নতুন নিয়ম জেনে নিন।

Advertisement

Online Electric Bill Payment

সন্ধ্যার পর রাত্রিবেলায় আর বিদ্যুৎ ব্যবহার করতে পারবেন না। শুনেই অবাক হয়ে যাচ্ছেন? না, অবাক হওয়ার কিছু নেই। তার কারণ, কেন্দ্রীয় সরকার এবার সাধারণ মানুষকে রাত্রিবেলায় বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রেও (New Electric Bill Rule of Central Government) নতুন নিয়ম জারি করতে চলেছে। যার ফলে সাধারণ মানুষ সন্ধ্যার পর থেকে রাত্রিবেলায় বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে বিরাট এক সমস্যার সম্মুখীন হতে চলেছেন।

বিদ্যুৎ বিলের নয়ম বদল

জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার বিদ্যুৎ ব্যবহারের নিয়মে অর্থাৎ ইলেকট্রিক সিটি রুলসে নতুন পরিবর্তন আনতে চলেছে। সেটা কি রকম?
দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহার করলে ২০% পর্যন্ত শুল্ক কমিয়ে আনা হবে। আবার সন্ধ্যা থেকে রাতের বেলায় যখন সবচেয়ে বেশি পরিমাণে বিদ্যুতের প্রয়োজন হয়, পিক আওয়ার, ঠিক সেই সময়ে ২০ শতাংশ শুল্ক বাড়িয়ে দেওয়া হবে। তাহলে সহজেই স্পষ্ট হয়ে যাচ্ছে, রাত্রিবেলায় বিদ্যুতের ব্যবহার করলে কতখানি বেশি পরিমাণে বিল আসতে পারে।

Ads

এই ধরনের পরিবর্তনের স্বপক্ষে কেন্দ্রীয় সরকারের যুক্তি, এর ফলে প্রচলিত বিদ্যুৎ ব্যবহারের চেয়ে অপ্রচলিত শক্তি, বিশেষ করে সৌরশক্তি ব্যবহারের দিকেই মানুষের আগ্রহ বাড়বে। স্বাভাবিকভাবেই সারাদিনের পরিশ্রমের পরে মানুষ রাত্রিবেলায় এসে একটু আরাম করে এয়ারকন্ডিশনার চালিয়ে দিয়ে, টেলিভিশন চ্যানেলের রিমোট হাতে নিয়ে ঘোরাতে থাকেন, নিজের পছন্দের অনুষ্ঠান দেখেন, অবসর সময়টি কাটাতে থাকেন।

Advertisement

আরও পড়ুন, আপনার কন্যা সন্তানের পড়াশুনার সকল খরচার দায়িত্ব নিলো সরকার, বড় ঘোষণা কেন্দ্রের।

সন্ধ্যার পর থেকেই বিদ্যুতের চাহিদা উত্তরোত্তর বাড়তে থাকে। আলো, ফ্যান, এসি, টিভি থেকে শুরু করে কি না চলে। কারণ স্বাভাবিকভাবেই রাতের বেলাতেই বিদ্যুতের ব্যবহার বাড়বে। আর ঠিক সেই সময়টিতে কেন্দ্রীয় সরকারের নয়া নিয়মে বিদ্যুতের দামের উপরে শুল্ক বাড়তে চলেছে। তাও আবার ২০% পর্যন্ত (Electricity Bill Increase 20%)!

Advertisement

এই প্রসঙ্গে কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রী আর কে সিং জানান, সৌর শক্তির দাম যেহেতু সস্তা, তাই দিনের বেলায় বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে শুল্ক কমানো হচ্ছে। এর ফলে মানুষ উপকৃত হবেন। আবার সন্ধ্যা বা রাতে তাপবিদ্যুৎ এবং জলবিদ্যুৎ এর পাশাপাশি গ্যাসভিত্তিক ক্ষমতার ব্যবহার সৌরশক্তির চেয়ে বেশি দামে ধার্য হচ্ছে। এই পদক্ষেপের ফলে ২০৩০ সালের মধ্যে ও জীবাশ্ম জ্বালানির ক্ষমতার ৬৫ শতাংশ এবং 2070 সালের মধ্যে শূন্য নির্গমনের লক্ষ্যে এগিয়ে যেতে সাহায্য করবে।

Ads
Samajik Suraksha Yojana card download (সামাজিক সুরক্ষা যোজনা কার্ড ডাউনলোড)

জানা যাচ্ছে, কেন্দ্রীয় সরকার ২০২৪ সালের এপ্রিল মাস থেকে শিল্পক্ষেত্রে এবং বাণিজ্যিক খাতে ব্যবহৃত বিদ্যুতের ক্ষেত্রে এই নিয়ম লাগু করতে চলেছে। তার ১ বছর পরে কৃষি ক্ষেত্র ছাড়া অন্যান্য সমস্ত গ্রাহককে অর্থাৎ বসতবাড়ির লাইনের ক্ষেত্রে এই নিয়ম চালু হবে। বিদ্যুতের ক্ষেত্রে এই নিয়ম অনুযায়ী বিল জমা দিতে হবে। ফলে কেন্দ্রীয় সরকারের বিদ্যুৎ বিলের ক্ষেত্রে নতুন নিয়ম পরিবর্তনের ফলে সাধারণ দেশবাসীর মধ্যে যথেষ্ট সমস্যাও দেখা দিতে পারে বলেই মনে করা হচ্ছে।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *