WB DA Hike: প্রতীক্ষার অবসান! জানুয়ারি মাসেই ডিএ বাড়ছে বাংলার সরকারি কর্মীদের? চলে এল নতুন আপডেট
West Bengal Government Employees DA Hike
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা ডিএ বৃদ্ধির (DA Hike) দাবিতে দীর্ঘদিন ধরে বিক্ষোভ করছেন। সকলেই দাবি তুলছেন অতি শীঘ্রই যেন মহার্ঘ ভাতা বৃদ্ধি করে রাজ্য সরকার। কিন্তু সরকার এখনো পর্যন্ত মুখে কুলুপ এঁটে রয়েছে। ইতিমধ্যে নতুন একটি আপডেট সামনে আসছে। নতুন বছরের শুরুতে অর্থাৎ আসন্ন জানুয়ারি মাসে সরকারি কর্মীদের (Government Employees) ডিএ বাড়তে চলেছে (WB DA Hike) সেক্ষেত্রে কত শতাংশ ডিএ বাড়ছে? সরকারি কর্মীদের জন্য নতুন আপডেট রইল আজকের এই প্রতিবেদনে।
West Bengal Govt Employees DA Hike
কেন্দ্রীয় সরকার ৩ শতাংশ ডিএ বৃদ্ধির পর থেকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিও মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তার প্রভাব দেখা যায়নি। বাস্তবে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা হাজারো আন্দোলন ও বিক্ষোভ করলেও মহার্ঘ ভাতা বৃদ্ধি হয়নি তাঁদের। দিনের পর দিন ধরে শুধু অপেক্ষাই করে গিয়েছেন কর্মীরা। এরই মধ্যে এই ইস্যুতে মামলা উঠেছে সুপ্রিম কোর্টে। বারংবার পিছিয়ে যাচ্ছে তার শুনানিও। তবে ২০২৫ সালের জন্য রাজ্য সরকারি কর্মীরা ভালো খবর পেতে পারেন। মহার্ঘ ভাতা বৃদ্ধি হতে পারে কর্মীদের। এই খবর সম্প্রতি সামনে আসছে। সত্যিই কি বাড়বে ডিএ? আসুন কি আপডেট সামনে আসছে জানা যাক।
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ বাড়ছে
আসলে গত বছরের চিত্র দেখে এই বছর আশায় বুক বেঁধেছেন রাজ্য সরকারি কর্মীরা। কারণ, গত বছর এই সময়েই ডিএ (Dearness Allowance) বেড়েছিল বাংলার সরকারি কর্মীদের। এবারেও কি তেমনটাই হবে? প্রশ্ন তুলছেন সরকারি কর্মীরা। যে বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে, খুব সম্ভবত অন্দরে চলছে পরিকল্পনা। ডিএ বৃদ্ধির জল্পনা সত্যি হতেও পারে। আশায় বুক বাঁধছেন সরকারি কর্মচারীরা। সম্প্রতি প্রকাশিত একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, জানুয়ারি থেকে ফের এক দফায় রাজ্য সরকারি কর্মীদের ডিএ (DA) বাড়তে পারে। যদিও সরকার তরফে কিছু বলা হয়নি। অনেকে মনে করছেন, সবটাই জল্পনা মাত্র।
সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সম্ভাবনা বাড়ল! অষ্টম বেতন কমিশন আপডেট
কিন্তু এমন মনে করার কারণ কি? ২০২৩ সালে অর্থাৎ গত বছরের ডিসেম্বরের শেষেই বাংলার সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ডিসেম্বরের ২১ তারিখ ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারও সেই রকমই কিছু হতে পারে বলে স্বপ্ন দেখছেন সরকারি কর্মীরা। ডিএ বৃদ্ধি নিয়ে যে দোটানা সৃষ্টি হয়েছে সেখানে সরকারি কর্মীরা আশার আলো দেখলেই সেদিকে মনোনিবেশ করছেন। কিন্তু আসলেই মহার্ঘ ভাতা বৃদ্ধি হবে নাকি, তা নিয়ে প্রশ্ন কিন্তু রয়েই যায়।
চলতি বছরের শুরুতেই একদফা ডিএ বৃদ্ধি পেয়েছিল। ১ জানুয়ারি থেকে ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল রাজ্য সরকারি কর্মীদের। ফের এপ্রিলে আরও ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছিল। সহ মিলিয়ে ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন সরকারি কর্মীরা। এবার শোনা যাচ্ছে নতুন বছরের শুরুতেই সরকারি কর্মীদের লক্ষীলাভ হওয়ার সম্ভাবনা রয়েছে।
চুপিসারে সরকারি কর্মীদের ডিএ বাড়াল সরকার। ৯ লাখ সরকারি কর্মীর অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে নোট
আগে রাজ্য সরকারি কর্মীরা ৬ শতাংশ করে ডিএ পাচ্ছিলেন। চলতি বছর চার শতাংশ করে দু’বার ডিএ বৃদ্ধির পর বর্তমানে তা পৌঁছেছে মোট ১৪ শতাংশে। সম্প্রতি কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বেড়েছে তা সর্বজনবিদিত। কেন্দ্রীয় সরকার ৩%
হারে সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি করে। আগে ৫০ শতাংশ হারে ডিএ পাচ্ছিলেন কেন্দ্রের সরকারি কর্মীরা। মোট তিন শতাংশ বৃদ্ধি পাওয়ায় ডিএ বেড়ে হয়েছে ৫৩ শতাংশে। আর এর ফলেই বাংলার সরকারি কর্মীদের সঙ্গে তাঁদের ডিএ ব্যবধান বৃদ্ধি পেয়েছে।