মহার্ঘ ভাতা (Dearness Allowance)

রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ (Dearness Allowance) সংক্রান্ত এক বিরাট ঘোষণা করলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, সেই সাথে DA নিয়ে রাজ্যের মনোভাব স্পষ্ট করলেন তিনি। শুধু তাই নয়, অর্থমন্ত্রীর (Finance Minister) বিবৃতির পর রাজ্য সরকারি কর্মীদের পুজোর আগে ডিএ নিয়ে আবেদন ও স্পষ্ট হলো। বিস্তারিত জেনে নিন।

Advertisement

West Bengal Dearness Allowance by Finance Minister

বিগত 7ই সেপ্টেম্বর রাজ্য বিধানসভার অধিবেশন কক্ষে রাজ্যের মন্ত্রী বিধায়কদের জন্য বড় ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee). সেই ঘোষণায় ঢালাও বেতন বাড়ানো হয় রাজ্যের বিধায়ক, প্রতিমন্ত্রী ও পূর্ণমন্ত্রীদের।

Salary Hike for MLA and Ministers

প্রত্যেক ক্ষেত্রে ৪০ হাজার টাকা করে বেতন বাড়ানো হয়। বাংলার বিধায়কদের বেতন আগে ছিল ১০ হাজার টাকা। সেখান থেকে বেড়ে নতুন বেতন হয় ৫০ হাজার টাকা। প্রতিমন্ত্রীদের বেতন ১০ হাজার ৯০০ টাকা থেকে বেড়ে হয় ৫০ হাজার ৯০০ টাকা। দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের বেতন ১১ হাজার টাকা থেকে বেড়ে হয় ৫১ হাজার টাকা।

Ads

কিন্তু, রাজ্যের মন্ত্রী বিধায়কদের এহেন বেতন বৃদ্ধির পরেও সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ না মেটানোর ফলে ক্ষোভ সৃষ্টি হয়েছে সরকারি কর্মচারীদের মধ্যে। সংগ্রামী যৌথ মঞ্চ-সহ একাধিক সরকারি কর্মচারি সংগঠনের দাবি, পুজোর আগেই যেন তাদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) মিটিয়ে দেওয়া হয়। আজ তাদের সেই দাবিকে সামনে রেখেই উত্তর দিয়েছেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Advertisement

সরকারি কর্মচারীদের DA কেন মিটিয়ে দেওয়া হচ্ছে না বা তারা তাদের বকেয়া ডিএ পুজোর আগে পাবে কিনা সেই বিষয়ে চন্দ্রিমা ভট্টাচার্যের কথায়, ডিএ আন্দোলনকারী কর্মীরা (Government Employees) যাই বলুক না কেন তাদের মামলা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন। তাই এই বিষয়ে তিনি কোন মন্তব্য করতে পারবেন না। এ বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে সুপ্রিম কোর্ট।

Advertisement
New Leave Rules - ছুটি

তবে এর পাশাপাশি বিধায়ক মন্ত্রীদের বেতন বাড়ানোর প্রসঙ্গে তিনি বলেন যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যান্য রাজ্যের বিধায়কদের বেতনের সঙ্গে তুলনা করেই পশ্চিমবঙ্গের বিধায়কদের বেতন বাড়িয়েছেন কারণ অন্যান্য রাজ্যের বিধায়কদের তুলনায় পশ্চিমবঙ্গের বিধায়কদের বেতন ছিল অনেক কম। তাছাড়া তিনি আরো উল্লেখ করেন যে, ডিএ আন্দোলনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক দল যাই বলুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সকল দলের সমস্ত বিধায়কদেরই বেতন বাড়িয়েছেন।

Ads

আরও পড়ুন, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের নতুন ছুটির বিজ্ঞপ্তি। টানা 3 দিন কবে কবে ছুটি পাবেন?

অপরদিকে শুধুমাত্র রাজ্য সরকারি কর্মচারী নয়, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই বেতন বৃদ্ধির বিরোধিতা করেছেন। তিনি জানান, এই ভাতা তাঁরা চান না। তাঁরা চান রাজ্যের সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness Allowance) যেন মিটিয়ে দেওয়া হয়। কিন্তু সরকারের তরফে তাঁর দাবি মানতে নারাজ বলেই তিনি জানিয়েছেন।

আরও পড়ুন, পূজোর আগে সবার ব্যাংক একাউন্টে ঢুকবে এই ১০ টি প্রকল্পের টাকা, দেখেনিন আপনি কত টাকা পাবেন

রাজ্য সরকারের বিধায়কদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সমালোচনা করেছেন সরকারি কর্মচারীদের একাংশ। এই নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে বলা হয়েছে, কেন্দ্রীয় সরকার পুজোর আগে ডিএ দেবে কিন্তু রাজ্য সরকার ডিএ (Dearness Allowance) দিচ্ছে না। এ বিষয়ে তারা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছে সহায়তা চেয়েছে যাতে তিনি, কেন্দ্রীয় সরকারের কাছে বিষয়টিকে তুলে ধরেন এবং যার ফলে পুজোর আগে তাদের যাতে অন্তত একটা DA এর ব্যবস্থা হয়।

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *