DA In Bengal: নববর্ষের আগে রাজ্য সরকারি কর্মীদের ডিএ নিয়ে বড় সিদ্ধান্ত। ডিএ বাড়ছে কত শতাংশ? বকেয়া নিয়ে কি জানালেন মুখ্যমন্ত্রী
Government Employees DA Announcement
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ (DA) ইস্যু যেন মেটার নয়। বারংবার রাজ্য সরকারি কর্মীরা নিজেদের দাবি দাওয়া তুলে ধরলেও সরকারের বিন্দুমাত্র হুঁশ নেই। একদিকে কেন্দ্রীয় সরকার ও অন্যদিকে বিভিন্ন রাজ্যের সরকার কর্মীদের ডিএ বৃদ্ধি করেছে। কিন্তু পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের ডিএ (DA In Bengal) সেই জায়গাতেই রয়েছে যা আগে ছিল। তাই সরকারি কর্মীরা ডিএ ইস্যুর সুবিচার পাওয়ার জন্য মামলা দায়ের করেছে আদালতে। নতুন বছরের শুরুতে সেই মামলার নিষ্পত্তি হওয়ার কথা।
DA Issue In Bengal
২০২৪ শেষ হতে হাতে মাত্র আর কয়েকটা দিন বাকি। তারপরেই নতুন শুরু হবে। এদিকে রাজ্য সরকার বছর শেষের আগেই আবাস যোজনার প্রথম কিস্তির টাকা প্রত্যেকের ব্যাংক একাউন্টে পাঠিয়ে দিয়েছেন। রাজ্য সরকারের তরফে প্রত্যেকের অ্যাকাউন্টে আবাস যোজনার টাকা ঢুকতে শুরু করেছে। গত মঙ্গলবার নবান্ন থেকে আনুষ্ঠানিক ভাবে এ প্রকল্প বাংলার বাড়ি তথা রাজ্য আবাস প্রকল্পের বরাদ্দ রিলিজ করেছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অর্থ পাঠিয়েছেন
জনসাধারণের একাউন্টে।
বড়দিনে সরকারি কর্মীদের ডিএ ও পে কমিশন নিয়ে বড় ঘোষণা। পহেলা জানুয়ারি থেকে কার্যকর
একটি পরিসংখ্যান বলছে, চলতি বছর যোজনার আওতায় সুবিধা পাচ্ছেন ১২ লাখ পরিবার। ঠিক তেমনভাবেই পরের বছর অর্থাৎ ২০২৫ সালে এই প্রকল্পের আওতায় সুবিধা পাবেন আরও ১৬ লক্ষ প্রান্তিক পরিবার। তাঁদের সবাইকেই বাড়ি বানাতে টাকা পাঠাবে রাজ্য সরকার। এই আবহে বাংলার এক শ্রেণীর মানুষের কাছে এই উদযাপনের সময় হলেও সরকারী কর্মীদের মনে কিন্তু DA সংক্রান্ত প্রশ্ন সেই থেকেই যাচ্ছে। রাজ্য সরকারি কর্মীরা এখনো ডিএ নিয়ে ধন্দে ভুগছেন। আদৌ সরকারি কর্মীরা ডিএ পাবেন নাকি তা নিয়ে ধনীভূত হচ্ছে রহস্য।
মহার্ঘ ভাতা নিয়ে কি ভাবছে রাজ্য সরকার?
শেষবার চলতি বছর লোকসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গ সরকার কর্মীদের ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছিল। সেই সময় থেকে কিন্তু এখনও পর্যন্ত সরকারী কর্মীরা ডিএ পাচ্ছেন মাত্র ১৪ শতাংশ হারে। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা বর্তমানে ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। ফলস্বরূপ, রাজ্য এবং কেন্দ্রের ক্রমাগতই যেন বেড়ে চলেছে DA ফারাক।
যদিও এখনো পর্যন্ত আশা ছাড়েনি পশ্চিমবঙ্গের সরকারী কর্মীরা। আসলে গতবার অ্যালেন পার্কে ক্রিসমাস উৎসবের সূচনার মাঝেই রাজ্য সরকারি কর্মচারীদের DA বৃদ্ধির ঘোষণা করেছিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই এবারও সবাই আশা করে রয়েছেন, অ্যালেন পার্কে DA বৃদ্ধির কথা ঘোষণা করতে পারেন মুখ্যমন্ত্রী। কিন্তু সেই আশায় জল ঢেলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ডিএ সংক্রান্ত কোনো ঘোষণাই করলেন না। যার দ্বারা রীতিমতো হতাশ সরকারি কর্মীরা। কিছুই বলা হয়নি বকেয়া ডিএ নিয়েও।
যদিও মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে কোনো ভাবেই তাঁরা কেন্দ্রের সমহারে DA দিতে পারবে না। কারণ রাজ্যের সেই আর্থিক সামর্থ্য নেই। যদি রাজ্যের বেতন কাঠামো কারও পছন্দ না হয় তবে তিনি কেন্দ্রের চাকরি খুঁজতে পারেন। তাতে কোন বাধা নেই। কিন্তু তবুও তাতে চুপ থাকেনি রাজ্যের সরকারী কর্মীরা। তাঁরাও দাবি জারি রেখেছে। আর কেন্দ্রের সঙ্গে সমহারে মহার্ঘ ভাতার দাবিতে ২২ ডিসেম্বর থেকে তিন দিন নবান্ন সভাঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করার ঘোষণা করে রেখেছে সংগ্রামি যৌথ মঞ্চ। এবারও সেই আন্দোলন ফের আবার হতে চলেছে।
সরকারি কর্মীদের দক্ষতার ভিত্তিতে বাড়বে ডিএ। কর্মীদের বেতন নিয়েও নতুন নিয়ম চালু।
ইতিমধ্যে, বুধবার যৌথ মঞ্চের নেতা ভাস্কর ঘোষ -কে DA বৃদ্ধির দাবিতে আন্দোলন প্রসঙ্গে জিজ্ঞেস করা হলে তিনি বলেছেন যে, “মুখ্যমন্ত্রী গত বছর স্বেচ্ছায় DA বাড়াননি।” তাঁর বক্তব্য ছিল এই যে সরকারি কর্মীদের আন্দোলনের জন্য সরকারের প্যানিক অ্যাটাক হয়েছিল। আর তাতেই ৪ শতাংশ ডিএ বাড়ানো হয়েছে। তাই এবার নবান্নের সামনে অবস্থান কর্মসূচির জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। এখন দেখা যাক এখানকার জল কতটা গড়ায়