Govt Schemes – পুজোর আগেই 10টি প্রকল্পের সমস্ত টাকা পেয়ে যাবেন রাজ্যবাসী। আপনি পাবেন কিনা দেখুন?

পশ্চিমবঙ্গের মানুষের সুবিধার্থে রাজ্য সরকার একাধিক সরকারি প্রকল্প তথা West Bengal Govt Schemes চালু করেছেন। শুধু তাই নয়, রাজ্যের মানুষ দূর দুরান্ত থেকে প্রশাসনিক ভবন তথা বিভিন্ন সরকারি অফিসে গিয়ে তাদের পরিষেবা আর সরকারি সুবিধা নিতে যাতে অসুবিধা না হয়, তাই জনগনের নিজের এলাকাতেই দুয়ারে সরকার তথা Duare Sarkar Camp প্রকল্পের মাধ্যমে সরকারি পরিষেবা পাচ্ছেন। এবং সেখান থেকেই যেসমস্ত মানুষ সরকারি বা অফিশিয়াল ফর্ম ফিলাপ করতে পারেন না, তাদের ও সেই আবেদন পত্র পূরণ করে সরকারি সুবিধা উপভোগ করার সুযোগ করে দিয়েছে। আর এই দুয়ারে সরকার ক্যাম্পেই এক ছাদের তলায় কম বেশি ১২ টি প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে।

West Bengal Govt Schemes List

সামনে আসতে চলেছে গোটা দেশবাসীর জন্য উৎসবের মরসুম। দুর্গাপুজো, দিওয়ালি, ভাইফোঁটা, ছট পূজা ও আরো অনেক উৎসব চলতে থাকবে কয়েক মাস ধরে। ফলে এখন খুশির মেজাজে সকল দেশবাসী। তবে এই সময়টি পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কাছে এক অত্যন্ত মূল্যবান সময়। কারন এই শরৎকালেই আয়োজিত হয় দুর্গোৎসব যা হলো বাঙালির শ্রেষ্ঠ উৎসব।

সকলে আমরা এক আলাদা আনন্দের আমেজে থাকি এই সময় হলেই। জামা কাপড় থেকে শুরু করে নিজেদের সমস্ত প্রয়োজনের জিনিসপত্র আমরা এই সময়তেই কিনে থাকি। এছাড়াও পুজোর মরসুমে অনেক মানুষই পছন্দ করেন বাইরে ঘুরতে যেতে। তবে এই সব কিছুর জন্য টাকার দরকার তো সকলেরই রয়েছে।

আর যাই হোক সারা বছরের মত সীমিত পয়সার মধ্যে টানাটানি করে পুজোর সময় অন্তত চলা যায় না। পুজোর সময় সকলেই চান স্বচ্ছলভাবে আনন্দে মেতে উঠতে। আর তাই এবার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে দারুন এক সুখবর রয়েছে যা সকল রাজ্যবাসীর পুজোর এই আনন্দকে দ্বিগুণ করে তুলবে।

আগামী মাসেই দুর্গোৎসব। তার আগেই এই চলতি মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প মিলিয়ে মোট ১০ টি প্রকল্পের আওতায় বিপুল পরিমাণ টাকা লাভ করতে চলেছে সকল রাজ্যবাসী। যার মাধ্যমে এবার পূজোয় আর কোন পয়সার অভাব থাকবে না কারোরই। সর্বনিম্ন ১ হাজার টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ভাতার সুবিধা পাবেন সকল রাজ্যবাসী এই সমস্ত প্রকল্পের দ্বারা। তো এক নজরে দেখে নেওয়া যাক সেপ্টেম্বর মাসে সরাসরিভাবে সকলের ব্যাংক অ্যাকাউন্টে কোন কোন প্রকল্পের টাকা ঢুকতে চলেছে।

কোন কোন প্রকল্পের টাকা পাবেন?

কৃষক বন্ধু প্রকল্প

রাজ্যের অন্যতম একটি উল্লেখযোগ্য প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প (Krishak Bandhu Govt Schemes). রাজ্যের সকল কৃষক শ্রেণীর মানুষদের মাসিক ৪ হাজার থেকে ১০ হাজার টাকা পর্যন্ত ভাতা দেওয়া হয় কৃষক বন্ধু প্রকল্পের দ্বারা। আর এবার খারিফ মরসুমের টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে চলেছে পুজোর আগেই।

লক্ষীর ভান্ডার

প্রথমেই বলা যাক রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভান্ডারের কথা। সাধারণত রাজ্যের সকল নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণীর মা বোনেদের যথাক্রমে ১০০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত ভাতা দেওয়া হয় এর মাধ্যমে। সেপ্টেম্বরের টাকা ইতিমধ্যেই পেয়ে গেছেন সকলে। রাজ্য সরকার জানিয়েছে অক্টোবর মাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা (Lakshmir Bhandar Govt Schemes) পুজোর আগেই ঢুকিয়ে দেওয়া হবে সকল মহিলার ব্যাংক অ্যাকাউন্টে।

কৃষকদের বার্ধক্য ভাতা

দরিদ্র কৃষকদের কল্যাণের জন্য বার্ধক্য ভাতার সুবিধা অনেক আগেই চালু করেছে রাজ্য সরকার। যার মাধ্যমে তাদেরকে মাসিক ১ হাজার টাকা করে ভাতা দেওয়া হয় ভালোভাবে জীবনযাপন করার জন্য। আর তাদের সেই বার্ধক্য ভাতার টাকা আরও একবার ঢুকতে চলেছে পুজোর মাসে।

পশ্চিমবঙ্গে ফের ঘূর্ণিঝড়ের সম্ভাবনা, জানালো হাওয়া অফিস। কবে থেকে দাপট শুরু?

জাগো প্রকল্প

রাজ্যের সকল স্বনির্ভর গোষ্ঠী ব্যবস্থার অন্তর্ভুক্ত পুরুষ ও মহিলা নাগরিক সকলেই এই জাগো প্রকল্পের মাধ্যমে নগদ ৫ হাজার টাকা অনুদান লাভ করে থাকেন। তাদেরও টাকা ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি ঢুকতে চলেছে পুজোর আগেই।

আরও পড়ুন, পুজোয় দেশের সকল মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন দেবে সরকার! সঠিক জেনে নিন।

লোকো প্রসার প্রকল্প

এই প্রকল্পের মাধ্যমে মূলত পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার লোকশিল্পী মানুষদের আর্থিক সাহায্য দেওয়া হয় সরকারের তরফে। সকলেই সরাসরি ১০০০ টাকা ভাতা লাভ করেন নিজের নিজের ব্যাংক অ্যাকাউন্টে এর মাধ্যমে। অক্টোবর মাসের ভাতার টাকা খুব শিগগিরই তাদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

KarmaSathi Prakalpa Scheme (কর্মসাথী প্রকল্প)

তবে উপরোক্ত Govt Schemes প্রকল্পগুলির টাকা ছাড়াও নিন্মোক্ত প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের ও টাকা চলতি মাসেই ব্যাংক একাউন্টে ঢুকে যাবে। তবে এবারের দুয়ারে সরকার ক্যাম্পে বিভিন্ন প্রকল্প তথা Govt Schemes এ যারা আবেদন করবেন, তাদের পুজোর আগে টাকা ঢুকবে না।

  • বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা
  • পুরোহিতদের ভাতা
  • ইমাম ভাতা
  • নির্মাণ শ্রমিকদের ভাতা
  • চা শিল্প শ্রমিকদের ভাতা

আপনি টাকা পাবেন কিনা জানতে ক্লিক করুন।

চা শিল্প শ্রমিকদের সঙ্গে জড়িত মানুষদের ভাতার টাকাও (Govt Schemes) পুজোর আগেই মিটিয়ে দেওয়া বলে সুনিশ্চিত করা হয়েছে রাজ্য সরকারের তরফে। অন্যদিকে চা শ্রমিকদের আগামী ২৫শে সেপ্টেম্বর করম পূজার জন্য ছুটি ও ঘোষণা করেছে রাজ্য সরকার। আর সবকিছুর মাধ্যমে স্বাভাবিকভাবেই এবার পুজো সকল বাঙ্গালীর কাছে এক আলাদা আনন্দের হয়ে উঠতে চলেছে। Govt Schemes বিষয়ে কোনও প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করুন।
Written by Nabadip Saha.

Related Articles

2 Comments

  1. আমরা বেকার ভাতা পাবো। কোন কাজ পাচ্ছি না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button