আপনি কি স্কুল পড়ুয়া কিংবা আপনার সন্তান কি স্কুল পড়ুয়া? Govt Scholarship তথা সরকারি স্কলারশিপের জন্য আবেদন করেছে কি? যদি না করে থাকে তাহলে আজকের প্রতিবেদনটি গুরুত্ব সহকারে পড়ুন। কেননা আজ পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্ব তিনটি স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ এবং ওয়েসিস স্কলারশিপে আবেদনের শেষ সীমা সম্পর্কে জানাবো। আর এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন ও পেজটি ফলো করুন।
West Bengal Govt Scholarship Last Date 2024
2023-24 শিক্ষাবর্ষের জন্য উপরিউক্ত তিনটি Govt Scholarship এর আবেদন প্রক্রিয়া অনলাইনে চালু হয়েছে। এর মধ্যে অনেক স্কলারশিপের টাকা পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টেও ঢুকে গিয়েছে। যদিও এখনো অনেকেই আছে যারা কোনো কারণে স্কলারশিপে আবেদন করে উঠতে পারেনি। তাই সেই সমস্ত পড়ুয়াদের মনে স্কলারশিপে আবেদনের শেষ সীমা নিয়ে হাজারো প্রশ্ন জেগেছে। আজকের প্রতিবেদনটি পড়লে এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে। তাই দেরি না করে স্কলারশিপের নতুন আপডেটগুলি জেনে নিন।
- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
- ঐক্যশ্রী স্কলারশিপ
- ওয়েসিস স্কলারশিপ
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ
প্রথমেই আমরা রাজ্যের সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ তথা SVMCM Scholarship আবেদনের শেষ সীমা সম্পর্কে জানাবো। জানেন যে এই স্কলারশিপের ফ্রেস এবং রিনিউয়াল আবেদন শুরু হয়েছিল 12th জুলাই 2023 থেকে। তবে আবেদনের শেষ দিন কবে সে বিষয়ে বেশ কিছুদিন ধরে ভুয়ো খবরের জেরে বিভ্রান্তিতে পড়েছিল রাজ্যের পড়ুয়ারা।
যদিও অফিসিয়াল ভাবে আবেদনের শেষ দিন এখনো কিছু জানানো হয়নি। অর্থাৎ এখনো এই স্কলারশিপে আবেদন চলবে। এই স্কলারশিপের বিষয়ে নতুন নতুন আপডেট জানার জন্য www.svmcm.wbhed.gov.in এ যেতে পারেন (Govt Scholarship).
ঐক্যশ্রী স্কলারশিপ
এবারে আসি ঐক্যশ্রী স্কলারশিপে তথা Aikyashree Scholarship আবেদনের শেষ সীমা প্রসঙ্গে। বেশ কিছুদিন ধরে ভুয়ো খবর ছড়িয়ে ছিল রাজ্যে। শোনা যাচ্ছিল গত 31st ডিসেম্বর এই স্কলারশিপে আবেদনের শেষ সীমা ছিল। তবে তা পুরোপুরি ঠিক না। শুধুমাত্র প্রি ম্যাট্রিক স্কলারশিপে আবেদনের শেষ সীমা ছিল 31st ডিসেম্বর 2023.
নতুন বছরে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর! বড় ঘোষণা WBBSE
কিন্তু ঐক্যশ্রীর অধীনে পোস্ট ম্যাট্রিক, মেরিট কাম মেন্স, সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ মেরিট কাম মেন্স স্কলারশিপ এবং ট্যালেন্ট সাপোর্ট প্রোগ্রাম স্কলারশিপে আগামী 15th জানুয়ারি 2024 তারিখ পর্যন্ত আবেদন করা যাবে। এই স্কলারশিপ সম্পর্কে আরো বিস্তারিত ভাবে কিংবা নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অফিসিয়াল ওয়েবসাইট www.wbmdfc.org এ নজর রাখতে পারেন।
ওয়েসিস স্কলারশিপ
অবশেষে আসি ওয়েসিস স্কলারশিপ তথা Oasis Scholarship আবেদনের শেষ সীমা নিয়ে। অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, এখনো এই স্কলারশিপে প্রি ম্যাট্রিক এবং পোস্ট ম্যাট্রিকে আবেদন চলছে। কতদিন পর্যন্ত আবেদন করা যাবে, তা এখনো ঘোষণা করা হয়নি। মনে করা হচ্ছে, আগামী ফেব্রুয়ারী-মার্চ পর্যন্ত আবেদন চলবে। https://oasis.gov.in/ এই ওয়েবসাইট থেকে এ বিষয়ে নতুন আপডেট জানতে পারবেন।
তাই যারা এখনো উপরিউক্ত সরকারি স্কলারশিপ বা Govt Scholarship গুলিতে আবেদন করেননি, দ্রুত আবেদন সেরে ফেলুন। এখনো হাতে বেশ কিছুটা সময় রয়েছে। আর এই সমস্ত স্কলারশিপের বিষয়ে নতুন নতুন আপডেট পেতে আমাদের ওয়েবসাইটের সঙ্গে জুড়ে থাকুন।