Holiday list 2024 – কমে গেল ছুটি। পশ্চিমবঙ্গের সরকারী স্কুলের ছুটির তালিকা প্রকাশ। রইলো PDF Download Link.

অবশেষে প্রকাশিত হলো পশ্চিমবঙ্গের সরকারী ও সরকারী পোষিত স্কুলের ছুটির তালিকা তথা West Bengal School Holiday List 2024. কোন কোন ছুটি অপরিবর্তিত এবং কোন ছুটি কমে গেল বা বৃদ্ধি পেল, এক নজরে দেখে নিন। এবং এই ছুটির তালিকা ডাউনলোড করার PDF Link পেয়ে যাবেন।

West Bengal School Holiday List 2024

ডিসেম্বর শেষের মুখে। আর কিছুদিন পরই আসছে নতুন বছর ২০২৪ সাল। নতুন বছর পড়তে না পড়তেই মানুষের মনে আগ্ৰহ জন্মায় বিভিন্ন ছুটিগুলি সম্পর্কে জানার জন্য। এ বছর মোট কতগুলি দিন ছুটি পাবেন তারা? আগের বছরের চেয়ে কি বেশি না কম? স্কুল পড়ুয়া ছাত্র ছাত্রীরা থেকে শুরু করে সরকারি কর্মচারী সকলেই উৎসুক হয়ে রয়েছে তা জানার জন্য।

২০২৪ এর জন্য সারা বছরের ছুটির তালিকা (West Bengal School Holiday List 2024) ইতিমধ্যেই নভেম্বর মাসে প্রকাশ করেছে নবান্ন। যেখানে দেখা যাচ্ছে আগের বছরের চেয়েও এ বছর বেশি দিন বন্ধ থাকতে চলেছে রাজ্যের প্রাথমিক স্কুল গুলি। তালিকা অনুযায়ী, এবছর মোট ৪৩ টি ছুটি পাবে বিভিন্ন প্রাথমিক স্কুলগুলি। যার মধ্যে ১৯ দিন রয়েছে গরমের ছুটি (Holiday list 2024) এবং ১৫ দিন থাকবে দুর্গোৎসব ও দিওয়ালির ছুটি।

যদিও পূজোর ছুটি এবারে তেমন নেই, কারণ দুর্গাপূজা এবং কালীপুজোর মাঝে কয়েকটি দিন প্রাথমিক স্কুল খোলা থাকবে বলে জানিয়েছে নবান্ন। তবে এর বিরোধিতা করে শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী বলেন, ‘হাইস্কুলের ক্ষেত্রে ভ্রাতৃদ্বিতীয়া পর্যন্ত টানা স্কুল বন্ধ থাকে। কিন্তু প্রাথমিক স্কুলের ক্ষেত্রে লক্ষ্মীপুজোর পর স্কুল খুলে দেওয়ার কথা বলা হয়েছে।

আমাদের দাবি, প্রাথমিক এবং মাধ্যমিক বিদ্যালয়গুলির পুজোর ছুটি একইরকমভাবে রাখা হোক। ছোটদের স্কুল চলবে আর বড়দের স্কুল বন্ধ (Holiday list 2024) থাকবে এটা বড্ড বেমানান দেখায়, তাছাড়া ওই সময় ছুটির একটা পরিবেশ থাকে। এই তালিকা (Holiday list 2024) সংশোধন করা হোক।’ তবে যাই হোক, অন্যান্য দিনগুলি মিলিয়ে প্রচুর ছুটি রয়েছে ২০২৪ এ।

এক নজরে ২০২৪ এর ছুটির তালিকা

১) ১ জানুয়ারি: ইংরেজি নববর্ষ।
২) ১২ জানুয়ারি: স্বামী বিবেকানন্দ জন্মজয়ন্তী।
৩) ১৫ জানুয়ারি: মকর সংক্রান্তি বা পৌষ পার্বণ।
৪) ২৩ জানুয়ারি: নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী।

৫) ২৬ জানুয়ারি: প্রজাতন্ত্র দিবস।
৬) ১৩ ফেব্রুয়ারি: সরস্বতী পুজোর আগেরদিন।
৭) ১৪ ফেব্রুয়ারি: সরস্বতী পুজো এবং পঞ্চানন বর্মার জন্মদিবস।
৮) ২১ ফেব্রুয়ারি: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

৯) ২৬ ফেব্রুয়ারি: শবেবরাত।
১০) ৮ মার্চ: শিবরাত্রি।
১১) ২৫ মার্চ এবং ২৬ মার্চ: দোলযাত্রা।
১২) ২৯ মার্চ: গুড ফ্রাইডে।
১৩) ৬ এপ্রিল: শ্রী হরিচাঁদ ঠাকুর জন্মজয়ন্তী।

১৪) ১০ এপ্রিল এবং ১১ এপ্রিল: ইদ।
১৫) ১৩ এপ্রিল: চৈত্র সংক্রান্তি।
১৬) ১৫ এপ্রিল: বাংলা নববর্ষ এবং বিআর আম্বেদকরের জন্মদিন।
১৭) ২১ এপ্রিল: মহাবীর জয়ন্তী।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে বড় খবর। আদালতের নির্দেশ! চলতি মাসেই মিলতে চলেছে।

১৮) ১ মে: মে দিবস।
১৯) ৮ মে: রবীন্দ্র জয়ন্তী।
২০) গরমকালের ছুটি: ১৩ মে থেকে ৩ জুন।
২১) ২৩ মে: বুদ্ধপূর্ণিমা এবং পণ্ডিত রঘুনাথ মুর্মুর জন্মজয়ন্তী। এই দুটি ছুটি গরমের ছুটির মধ্যে পড়ায় নষ্ট হয়েছে।
পূর্ণ ছুটির তালিকা পেতে নিচে ক্লিক করুন।

Click Here

২২) ২৬ মে: কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী।
২৩) ১৭ জুন: বকরি ইদ।
২৪) ৭ জুলাই: রথযাত্রা।
২৫) ১৭ জুলাই: মহরম।
২৬) ২ অগস্ট: আচার্য প্রফুল্লচন্দ্র রায় জন্মজয়ন্তী।

২৭) ১১ অগস্ট: শহিদ দিবস।
২৮) ১৫ অগস্ট: স্বাধীনতা দিবস।
২৯) ১৯ অগস্ট: রাখি পূর্ণিম।
৩০) ২৬ অগস্ট: জন্মাষ্টমী।
৩১) ৫ সেপ্টেম্বর: শিক্ষক দিবস। (Holiday list 2024)

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের সরকারী কর্মীরা এবার কাজে ফাঁকি দিলেই 10 হাজার টাকা জরিমানা। নতুন নিয়ম চালু।

৩২) ১৬ সেপ্টেম্বর: ফতোয়া-দোয়াজ-দাহাম।
৩৩) ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পুজো।
৩৪) ২৬ সেপ্টেম্বর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী।
৩৫) ২ অক্টোবর: গান্ধী জয়ন্তী এবং মহালয়া।
৩৬) ৭ অক্টোবর থেকে ১৮ অক্টোবর: পুজোর ছুটি (দুর্গাপুজো থেকে লক্ষ্মীপুজোর পরবর্তী দু’দিন পর্যন্ত)।

৩৭) ৩১ অক্টোবর থেকে ৪ অক্টোবর: কালীপুজো থেকে ভাইফোঁটার পরদিন পর্যন্ত।
৩৮) ৭ নভেম্বর এবং ৮ নভেম্বর: ছটপুজো।
৩৯) ১০ নভেম্বর: জগদ্ধাত্রী পুজো।
৪০) ১৪ নভেম্বর: শিশু দিবস।
৪১) ১৫ নভেম্বর: বিরসা মুন্ডার জন্মদিবস, পরশনাথের রথযাত্রা এবং গুরু নানকের জন্মজয়ন্তী।
৪২) ২৫ ডিসেম্বর: বড়দিন।
৪৩) বিদ্যালয়ের প্রতিষ্ঠা দিবস: ১ দিন।
Written by Nabadip Saha.

Click Here

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button