Holiday List – সেপ্টেম্বরে একটানা ছুটি থাকবে স্কুল কলেজ, সরকারি অফিস। দেখুন সেপ্টেম্বর মাসের পুরো ছুটির তালিকা।

জন্মাষ্টমীর দিন থেকে কার্যত শুরু হলো উৎসবের মরশুম। আর সেপ্টেম্বর মাসেও রয়েছে একাধিক সরকারি ছুটি (Holiday List). সেপ্টেম্বরে একটানা অনেকদিন বন্ধ থাকতে চলেছে সমস্ত স্কুল ও কলেজ। অক্টোবর মাসে সবচেয়ে বেশি ছুটি থাকে। কিন্তু তার আগেও চলতি মাসে রয়েছে একাধিক ছুটি। এক নজরে দেখে দিন ছুটির তালিকা তথা Holiday List 2023.

Advertisement

West Bengal Holiday List September 2023

ছুটি পেতে কার না ভালো লাগে। পড়ুয়া ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সরকারি বেসরকারি কর্মচারী সকলেই সপ্তাহে একটা দিন ছুটির জন্য উৎসুক হয়ে থাকেন। দীর্ঘদিনের একটানা কাজের পর একটি মাত্র ছুটিতে আনন্দে মেতে ওঠে সকলের মন। কারণ সেই ছুটির দিনগুলিতেই মানুষ তার আত্মীয় স্বজন, পরিবার, বন্ধু বান্ধবদের সঙ্গে বিভিন্ন রকম ছোট-বড় আনন্দমূলক পরিকল্পনা করে থাকে।

তাই সপ্তাহের শেষে এই একটি মাত্র ছুটির জন্য পথ চেয়ে বসে থাকেন সকলে। সামনেই দুর্গোৎসব সহ আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ উৎসব আসন্ন। স্বাভাবিকভাবেই লম্বা একটা ছুটি কাটাতে চলেছেন সকলে। কিন্তু তার আগেই সেপ্টেম্বর মাসে একটানা অনেকগুলি দিন ছুটির ঘোষণা করল কেন্দ্রীয় ও রাজ্য সরকার।

Ads

কিছুদিন আগেই Holiday List নিয়ে বিজ্ঞপ্তি জারি করে সরকার মারফত ঘোষণা করা হয়েছে যে এই দিনগুলিতে বন্ধ থাকতে চলেছে সমস্ত রকমের স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান। তবে সবক্ষেত্রে সারাদেশে না হলেও বিভিন্ন রাজ্যেও বিশেষ বিশেষ কারণে ছুটি থাকতে পারে শিক্ষাপ্রতিষ্ঠানগুলি।
এবার এক নজরে দেখে নিন সেপ্টেম্বর মাসে মোট কতগুলি দিন এবং কি কি কারণে ছুটি থাকতে চলেছে (Holiday List) পশ্চিমবঙ্গ ও সারা দেশের সরকারি অফিস ও সমস্ত রকমের শিক্ষাপ্রতিষ্ঠানগুলি।

Advertisement
  • ৩ সেপ্টেম্বর রবিবার হবার কারণে সাপ্তাহিক ছুটি।
  • ৬ সেপ্টেম্বর (বুধবার) জন্মাষ্টমী
  • ৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) জন্মাষ্টমী (দ্বিতীয় দিন পশ্চিমবঙ্গের নয়)
  • ১০ সেপ্টেম্বর রবিবার হবার জন্য সাপ্তাহিক ছুটি
Ration Items List (রেশন কার্ডের তালিকা)
  • ১৭ সেপ্টেম্বর আবারো রবিবার, সাপ্তাহিক ছুটি
  • ১৮ সেপ্টেম্বর (সোমবার) ভারসিদ্ধি (পশ্চিমবঙ্গের নয়)
  • ১৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) গণেশ চতুর্থী / সম্বতসারি
  • ২০ সেপ্টেম্বর (বুধবার) গণেশ চতুর্থী (দ্বিতীয় দিন) (পশ্চিমবঙ্গের নয়)
  • ২২ সেপ্টেম্বর (শুক্রবার) শ্রী নারায়ণ গুরু সমাধি দিবস (পশ্চিমবঙ্গের নয়)

আরও পড়ুন, পশ্চিমবঙ্গবাসীদের জন্য 2000 টাকার নোট নিয়ে নবান্নের নির্দেশ। সকলের জানা উচিত।

এর মধ্যে ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানী দিল্লিতে G20 দেশগুলির শীর্ষ সম্মেলনের কারণে ওই দিনগুলিতে বন্ধ থাকার নির্দেশ দেওয়া হয়েছে সেখানকার সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে।
২৩ সেপ্টেম্বর (শনিবার) মহারাজা হরি সিং এর জন্মদিন (পশ্চিমবঙ্গের নয়)
২৪ সেপ্টেম্বর (রবিবার), সাপ্তাহিক ছুটি

Advertisement

আরও পড়ুন, লোডশেডিং এর সমস্যা আরও গুরুতর হবে রাজ্যে, কবে সুরাহা মিলবে? জানিয়ে দেওয়া হল।

২৫ সেপ্টেম্বর (সোমবার) – করম পুজো।
২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) – ঈদ-ই-মিলাদ/ঈদ-ই-মিলাদুন্নবী (নবী মুহাম্মদের জন্মদিন)
প্রসঙ্গত, এছাড়াও চলতি মাসে আরও ছুটি ঘোষণা হতে পারে। নির্বাচনের জন্য একাধিক এলাকায় ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ছুটি রয়েছে। এছাড়া দুয়ারে সরকার শিবিরের জন্য এলাকাভিত্তিক স্কুল কলেজ ছুটি থাকবে। এই ছুটির দিন স্থানীয় প্রশাসন ঠিক করবে। এই ধরনের খবর পেতে সুখবর বাংলা ফলো করুন।
Written by Nabadip Saha.

Ads

সুখবর বাংলা

Leave a Comment

Advertisement