কালীপুজো তথা দীপাবলির আগেই নিজের ব্লকে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি (ICDS Asha Kormi Recruitment 2023) জারি করল রাজ্য সরকার। দেখুন আবেদন প্রক্রিয়া এবং বিজ্ঞপ্তি।
চলতি মাসেই আসছে দীপাবলি উৎসব। আর উৎসবের আগে রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের জন্য সুখবর ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার।
ICDS Asha Kormi Recruitment 2023
নিয়োগ প্রক্রিয়া ও কাজের স্থানঃ
রাজ্যের ব্লকে ICDS Asha Kormi Recruitment আশা কর্মী পদে নিয়োগ করা হতে চলেছে প্রার্থীদের। নিজের ব্লকেই নিয়োগ দেওয়া হবে এই কাজের ক্ষেত্রে। এখানে আবেদন করার জন্য দরকার ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা। যেকোনো প্রার্থী নারী পুরুষ নির্বিশেষে সকলে এখানে আবেদন জানাতে পারবেন। ফলে সকল কর্ম প্রার্থীদের কাছে এটি একটি বড় সুযোগ সরকারি চাকরি লুফে নেবার। নিচে এই নিয়োগের বিষয়ে বিভিন্ন তথ্য নিয়ে আলোচনা করা হলো।
নিয়োগ কারী সংস্থা এবং শূন্য পদের বর্ণনা
পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার নির্দিষ্ট কয়েকটি ব্লকের অধীনে কর্মী নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট স্বাস্থ্য দপ্তরের অফিস থেকে। নিয়োগ সংক্রান্ত যাবতীয় দায়িত্বভার নিয়েছে ওই জেলার SDO অফিস।
যে শূন্য পদের জন্য এখানে নিয়োগ প্রক্রিয়া করা হবে তা হল আশা কর্মী। এখানে সংশ্লিষ্ট পদের জন্য মোট কটি শূন্য পদ রয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি বিজ্ঞপ্তিতে। যে সমস্ত ব্লকগুলিতে নিয়োগ হবে সেগুলি হল,
১. সদর নর্থ সাব ডিভিশন ব্লক
২. সদর সাউথ সাব ডিভিশন ব্লক
৩. কালনা ব্লক
৪. কাটোয়া ব্লক
বেতন কাঠামো (Salary)
ICDS Asha Kormi Recruitment বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে প্রার্থীদের নিয়োগের পর তাদেরকে প্রতি মাসে ৩৫০০ টাকা করে বেতন প্রদান করা হবে।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১. এই পদে আবেদনের জন্য প্রার্থীদের যে কোন সরকার স্বীকৃত বোর্ডের অধীনে মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে।
২. ICDS Asha Kormi Recruitment প্রার্থীকে অতি অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের সীমাবদ্ধ পরিষেবা এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে।
৩. বিবাহিত, বিধবা বা আইনগত ভাবে বিবাহ বিচ্ছেদ মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবে এখানে।
নির্দিষ্ট বয়সসীমা
উপরোক্ত ICDS Asha Kormi Recruitment আশা কর্মী পদের জন্য আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের বয়স সীমা হতে হবে ১ জানুয়ারি ২০২৩ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ৩০ থেকে সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের মধ্যে SC/ ST দের জন্য ৫ এবং OBC দের জন্য ৩ বছরের ছাড় আছে।
How to apply
আবেদন প্রক্রিয়া
এই পদের জন্য আবেদন করতে গেলে প্রার্থীদের কে অফলাইন মাধ্যমে তা সম্পন্ন করতে হবে। এর জন্য,
১. প্রার্থীদেরকে নিজের ব্লকের বিডিও অফিসে যেতে হবে। কারণ সেখানেই আবেদন পত্র এবং নিয়োগের সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
২. সেখান থেকে আবেদনপত্র সংগ্রহ করে নিজে হাতে সেই আবেদন পত্রটিকে সঠিকভাবে প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে ফেলতে হবে এবং সবশেষে তার নিচে একটি সেল্ফ অ্যাটেস্টেড করে দিতে হবে।
৩. এরপর সেই সমস্ত নথিপত্র যেগুলি এখানে দরকার হবে সেগুলির এক কপি করে জেরক্স করিয়ে প্রতিটি জেরক্স কপির উপর একটি করে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে।
৪. তারপর সেই সমস্ত কাগজপত্রগুলিকে একসঙ্গে একটি খামের মধ্যে ভরে খামটির ওপর উল্লেখ করে দিতে হবে ‘Application for The Post of ASHA Workers।
৫. এরপর সেটি পাঠিয়ে দিতে হবে নিম্নলিখিত যেকোনো ঠিকানায় স্পিড পোস্টের মাধ্যমে।
আবেদন পত্র জমা দেয়ার ঠিকানা
১. সদর নর্থ সাব ডিভিশন- SDO AND Member Secretary, ASHA Selection Committee, Sadar (North) Sub Division, PO and DIST – Purba Barddhaman, PIN – 713101
২. সদর সাউথ সাব ডিভিশন – SDO AND Member Secretary, ASHA Selection Committee, Sadar (South) Sub Division, PO and DIST – Purba Barddhaman, PIN – 713101
৩. কালনা ব্লক- SDO AND Member Secretary, ASHA Selection Committee,, Kalna Sub Division, PO – Kalna, DIST – Purba Barddhaman, PIN – 713409
৪. কাটোয়া ব্লক:- SDO AND Member Secretary, ASHA Selection Committee,, Katwa Sub Division, PO – Katwa, DIST – Purba Barddhaman, PIN – 713130.
আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্রঃ
এখানে আবেদন করার সময়ে যে সমস্ত নথিপত্রগুলিকে একত্রিত করে প্রার্থীদের সংশ্লিষ্ট অফিসে পাঠাতে হবে সেগুলি হল,
১. ICDS Asha Kormi Recruitment ফিলাপ করা আবেদন পত্র এককপি পাসপোর্ট ছবি সহ।
২. পরিচয়পত্রের প্রমাণ হিসেবে ভোটার অথবা রেশন কার্ড এর জেরক্স
৩. এলাকার স্থায়ী বাসিন্দার প্রমাণ হিসেবে ভোটার কার্ড বা রেশন কার্ডের এক কপি জেরক্স।
৪. বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট।
৫. শিক্ষাগত যোগ্যতার প্রমাণ হিসেবে মাধ্যমিক এর সার্টিফিকেট ও মার্কশিট।।
৬. সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে জাতিগত শংসাপত্র।
৮. খামের ওপর সংযুক্ত করা একটি ৫ টাকার পোস্টাল স্ট্যাম্প।
৯. প্রার্থী যদি কোন স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকেন তার প্রমাণ।
নিয়োগ প্রক্রিয়া
এক্ষেত্রে প্রার্থীদের ICDS Asha Kormi Recruitment নিয়োগ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে দুটি পর্যায়ের মাধ্যমে। আবেদনকারী প্রার্থীদের প্রথমে ডেকে নেওয়া হবে একটি লিখিত পরীক্ষার জন্য। পরীক্ষা হবে মোট ৫০ নম্বরে। পরীক্ষা সংক্রান্ত অন্যান্য বিবরণ যেমন পরীক্ষার সিলেবাস ও সময় ইত্যাদি প্রার্থীরা পেয়ে যাবেন সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইটে।
আরও পড়ুন, বহুদিন পর গ্রুপ D পদে পোস্ট অফিসে কর্মী নিয়োগ। প্রচুর শূন্যপদ।
লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড পরীক্ষার্থীরা ডাউনলোড করতে পারবেন পরীক্ষার ১০ দিন আগে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে।
ICDS Asha Kormi Recruitment লিখিত পরীক্ষা শেষ হওয়ার পর তাতে উত্তীর্ণ সকল প্রার্থীদের ডেকে নেওয়া হবে একটি ইন্টারভিউ এবং কম্পিউটার স্কিল টেস্টের জন্য। এই প্রক্রিয়ায় থাকছে ২৫ নম্বর। যে সকল প্রার্থী এখানে সফল হতে পারবেন তাদেরকে সংস্থার পক্ষ থেকে সরাসরি ভাবে নিয়োগ দেওয়া হবে নির্দিষ্ট কাজের জন্য।
আবেদনের নির্দিষ্ট সময়সীমা
ICDS Asha Kormi Recruitment আবেদনের জন্য নির্দিষ্ট প্রক্রিয়া ইতি মধ্যেই শুরু হয়ে গিয়েছে গত ১৩ অক্টোবর ২০২৩ থেকে। আবেদন প্রক্রিয়া চলতে থাকবে আগামী ২৪ নভেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত। তাই সকল ইচ্ছুক প্রার্থীরা আবেদনের তারিখ ফুরিয়ে যাবার আগেই দ্রুত ICDS Asha Kormi Recruitment আবেদন প্রক্রিয়া সম্পন্ন করুন। আর এ বিষয়ে আরো জানতে হলে অফিশিয়াল নোটিফিকেশনটি একবার ডাউনলোড করে পড়ে নিন।
Written by Nabadip Saha.