School Reopen – ফের বাড়লো গরমের ছুটি, স্কুল খুললেই শিক্ষক ও ছাত্রদের মানতে হবে এই নিয়ম, তালিকা দখুন।

খুলছে স্কুলের দরজা, গরমের ছুটি কাটিয়ে কবে থেকে চালু হচ্ছে স্কুল (School Reopen), জেনে নিন।
গরমের ছুটি কাটিয়ে ফের খুলে যাচ্ছে স্কুলের দরজা। তীব্র দাবদাহের কারণে ২ মে থেকেই গরমের ছুটি (Summer Vacation) পড়ে যায়। একটা সময় রাজ্যজুড়ে তাপপ্রবাহের (Heatwave) পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই সময় যাতে স্কুলের পড়ুয়ারা কোনো ধরনের সমস্যার মুখে না পড়ে, সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত ঘোষণা করেন।

School reopen in West Bengal after summer vacation

সেই ঘোষণা অনুযায়ী শিক্ষা দপ্তরের তরফে ২ মে থেকেই রাজ্যের সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলিতে গরমের ছুটি পড়ে যায়। তারপরে স্কুল খোলা নিয়ে একটা জল্পনা চলছিল। কারণ সরকারি নির্দেশিকায় যতক্ষণ না পর্যন্ত পরবর্তী বিজ্ঞপ্তি জারি হবে ততক্ষণ স্কুল বন্ধ থাকবে বলেই জানানো হয়েছিল। মধ্যশিক্ষা পর্ষদের তরফে শিক্ষা দপ্তরের কাছে স্কুল খোলার বিষয়ে জানতে চাওয়া হয়। সাধারণত ৫ জুন তারিখে স্কুল খোলার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। কিন্তু সেই সময়ে গরমের তীব্রতা ফের বাড়তে থাকে।

কবে স্কুল খুলছে?

আর ঠিক সেই কারণেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলের গরমের ছুটি আরো বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করেন। এবার সেই গরমের ছুটি শেষ হতে চলেছে। আগামী ১৫ই জুন রাজ্যের সমস্ত সরকারি স্কুল এবং সরকার পোষিত স্কুলগুলি খুলে যাচ্ছে (School Reopen). এই বিষয়ে শিক্ষা দপ্তরের তরফে মধ্যশিক্ষা পর্ষদকে জানিয়ে দেওয়া হয়েছে। পর্ষদের নির্দেশিকা অনুযায়ী সমস্ত জেলার ডিআইদের কাছে নির্দেশ পৌঁছে গিয়েছে। ডিআইদের (DI) তরফে সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলের প্রধান শিক্ষকদের কাছে নির্দেশিকা পাঠানো শুরু হয়েছে। সেই নির্দেশিকায় জানানো হয়েছে, আগামী ১৫ই জুন স্কুল খুলছে।

স্কুল খোলার নির্দেশিকা

  • স্কুল খোলার (School Reopen) আগেই স্কুল পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে।
  • স্কুলের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি স্কুল চালু হলেই যাতে মিড ডে মিল চালু করে দেওয়া যায়, সেই দিকেও গুরুত্ব দিয়ে নজর দিতে বলা হয়েছে।
  • সেই জন্য রান্না ঘর ও বাসন পত্র আগের দিন ই পরিষ্কার করতে হবে।
  • যেহেতু ১৫ ই জুন বৃহস্পতিবার সমস্ত স্কুল খুলে যাচ্ছে, তাই সপ্তাহের শুরুতেই স্কুলগুলিতে তার প্রস্তুতি শুরু হয়ে যাবে।

এই প্রসঙ্গে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষা সমিতির কার্যকরী সভাপতি জানিয়েছেন, স্কুল খোলার (School Reopen) সঙ্গে সঙ্গেই মিড ডে মিল (Mid Day Meal) চালু করার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। মিড ডে মিলের সঙ্গে ছাত্রছাত্রীদের বই, খাতা, জুতো, ব্যাগ সহ আনুষঙ্গিক সমস্ত কিছুই সরকারের তরফে দেওয়া হচ্ছে। সরকারের এই ভাবনাকে কুর্নিশ জানাই।

PM Modi Scholarship, PMSS Scholarship (মোদী স্কলারশিপ)

এই প্রসঙ্গে আবার বামপন্থী শিক্ষা কর্মী সমিতির নেতার দাবি, গরমের ছুটির থাকার কারণে মিড ডে মিলের ৩০০ কোটি টাকা সাশ্রয় হয়েছে। সেই টাকা কি এবার অন্য কোনো জায়গায় ছাত্রছাত্রীদের জন্য বরাদ্দ করা হবে? আগের বার তো খাদ্য সামগ্রী দেওয়া হয়েছিলো, কিন্তু এবছর সরকারের পরিকল্পনা কি?

আরও পড়ুন, রাজ্যের সকল পড়ুয়াদের জন্য বিরাট সুসংবাদ, পড়াশোনার আর চিন্তা করতে হবে না।

তবে স্কুল খোলার সাথে সাথেই অতিরিক্ত ক্লাস নেওয়ার জন্যও শিক্ষক শিক্ষিকাদের এর আগেই জানিয়ে দেওয়া হয়েছিল। তার কারণ, দীর্ঘ সময় গরমের ছুটি থাকার কারণে সিলেবাস পূরণ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হয়। তাই স্কুল খুলে গেলেই শিক্ষক শিক্ষিকাদের অতিরিক্ত ক্লাস নেওয়ার জন্য নির্দেশিকা জারি করা হয়েছে। যাতে পড়ুয়াদের সিলেবাস পূরণ করার ক্ষেত্রে কোনো সমস্যা না থাকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button