West Bengal Schools Reopen – পশ্চিমবঙ্গে আবারও স্কুল ছুটি, কবে থেকে দেখুন। Breaking News.

West Bengal Schools Reopen – কি জানালো শিক্ষা দপ্তর?

মাত্র এক সপ্তাহ হলো পশ্চিমবঙ্গে খুলেছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান (West Bengal Schools Reopen)। এরই মধ্যে আবারও বন্ধ হতে চলেছে স্কুল! কিন্তু কেন? স্কুল শিক্ষা দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে আসুন দেখে নেওয়া যাক।

দীর্ঘ ২ বছর পরে ধরে ধরে স্বাভাবিক হতে চলেছিল দেশের তথা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা (West Bengal Schools Reopen)। ২০২০ সালে প্রথম করোনা বাঁধা দিতে শুরু করে শিক্ষা থেকে শুরু করো জীবন-জীবিকা সব কিছুকে। তবে সরকারের তরফে চালু রাখা হয়েছিল অনলাইন শিক্ষা ব্যবস্থা। কিন্তু তাতে কতটাই বা উন্নতি হয়েছে রাজ্যের শিক্ষার্থীদের?

মাধ্যমিকের খাতা দেখতে গিয়ে চোখ কপালে উঠে যাওয়ার মত অবস্থা হয়েছিল পরীক্ষকের (West Bengal Schools Reopen)। কেউ লিখেছেন সিনেমার ডায়লগ, তো কেউ লিখেছেন প্ৰিয় বন্ধুকে প্রাণের চিঠি। আবার কেউবা করেছেন পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার আবেদন। এবারের উচ্চমাধ্যমিকের কথাও বাদ দেওয়ার মত নয়।

পরীক্ষার আগেই প্যানেল তৈরী, প্রাথমিক শিক্ষক নিয়োগে নয়া দুর্নীতি ফাঁস, দেখুন সেই লিস্ট

হাজার হাজার পরীক্ষার্থী পরীক্ষায় পাশ করিয়ে দেওয়ার দাবিতে রাজ্যের একাধিক জায়গায় করছেন বিক্ষোভ-আন্দোলন। এমন কলেজ-বিশ্ব বিদ্যালয়গুলিতেও (West Bengal Schools Reopen) অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবিতে চলেছে একাধিক বিক্ষোভ আন্দোলন। যদিও কলেজ-বিশ্ব বিদ্যালয়ে নেওয়া হয়েছে অফলাইনে পরীক্ষা।

গত ২৭ জুন দীর্ঘ গ্রীষ্মকালীন ছুটি কাটিয়ে খুলেছে স্কুল (West Bengal Schools Reopen)। এই দুই মাস পর ক্লাসে গিয়ে প্রতিদিন নতুন নতুন অভিজ্ঞতার শিকার হচ্ছেন শিক্ষক-শিক্ষিকারা। উঁচু ক্লাসের পড়ুয়ারা নিজের নাম পর্যন্ত লিখতে ভুলে গেছে। এখন ক্লাস ফাইভের পড়ুয়াদেরও যোগ, বিয়োগ শেখাতে হচ্ছে টিচারদের। আর তারই মধ্যে নতুন করে মাথাচারা দিচ্ছে অতিমারী সংক্রমণ।

প্রতিদিন স্বল্প টাকা বিনিয়োগে পোস্ট অফিসের এই স্কিম থেকে পেয়ে যান 16 লক্ষ টাকা!

পশ্চিমবঙ্গে এখন দৈনিক সংক্রমণ ২০০০ জন ছুঁইছুঁই। এই পরিস্থিতিতে সংক্রমণ বাড়লে ফের স্কুল বন্ধ করা ছাড়া উপায় থাকবে না, (West Bengal Schools Reopen) এমনটাই জানানো হয়েছে শিক্ষা দপ্তরের তরফে।

যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে অফিসিয়ালভাবে কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি। তবে শিক্ষায় প্রথমে অতিমারী, এরপর গরমের ছুটি, তারপর ফের সেই অতিমারীর প্রভাব- আদতে কতটা শিক্ষিত হতে পারছেন রাজ্যের পড়ুয়ারা?

আর ভবিষ্যতে কতটাইবা কাজে লাগাতে পারবেন এই শিক্ষাকে! তাই নিয়ে অনেক অভিভাবক থেকে বিশেষজ্ঞরা চিন্তা প্রকাশ করছেন। আপনার যদি এ বিষয়ে কোনো মতামত জানানোর থাকে তবে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। প্রতিদিন এমন নিত্যনতুন খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েবপোর্টালটি।
Written by Manisha Basak.

প্রাইমারি টেটে RTI মামলার শুনানিতে কি তথ্য উঠে আসলো, জানলে চমকে উঠবেন!

Related Articles

46 Comments

  1. সব বাজে কথা। করোনা নামে স্কুল বন্ধের বাহানা। করোনা কি ছেলেধরা। যে স্কুলে গেলেই বাচ্চাদের হবে আর বাড়িতে থাকলে হবে না। আমারও ছেলে ছোটো। তবুও আমি বলবো সব রকম সাবধানতা অবলম্বন করে আমি ছেলে কে স্কুলে পাঠাতে চাই। স্কুল যেনো বন্ধ না হয় বরণ যেসব অভিভাবকরা স্কুলে পাঠাবেন নিজের বাচ্চাদের তারা নিজের দায়িত্বে পাঠাবেন এরকমটাই নীয়ম রাখা উচিত। করোনা কিন্তু যাবে না কিন্তু তাই বলে ছেলে মেয়েগুলোর ভবিষ্যৎ এইভাবে শেষ হয়ে যাবে এটা কিছুতেই মানা যায় না। আমি এর বিপক্ষে তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

  2. School bandho rakha covid control korar solution akebarei noy.. Covid ki only school off rakhlei kome jabe ta to noy.. sadharon manus k musk na porle fine karun… school er upor all tym najor kano. R covis all India tei hoche koi others state jodi sob control school khola rekhe korte pare tahole amader asubidha kothay??? R amra jodi sotti na pari tahole all India te WEST BENGAL AKTA LOJJA TE PORINOTO HOBE…

    TAI doya kore school ta bondho korben na… r manus k voy tao aktu kom dekhan… ami akjon hospital kormi tai poristhiti thik ki onk ta valo bhabei jani… r haa 99% public test korte naraj… tahole apnara ei dhoper khobor kotha theke aschen??

  3. শিক্ষা ও বাঁচা দুটোই দরকার। যেখানে ছোট্টো ছোট্টো ছেলে মেয়ে দের এখনো কোরোনা ভাইরাসের টিকা দেওয়া হয়নি! তা হলে স্কুল বন্ধ রাখাই উচিত! বেঁচেথাকার তাগিদে শিক্ষা, শিক্ষার তাগিদে বেঁচে থাকা নয়। নিজের ছেলে মেয়েকে সামনে রেখে বিচার করুন, তাহলে বুঝতে পারবেন। আশা করছি আমি কি বলতে চাইছি আপনারা বুঝতে পেরেছেন।

  4. Looks like they are looking for opportunities to close schools while ignoring real reasons for the spread outside for profit. For God’s sake do not destroy children’s lives and education by closing schools.

  5. School ta Kobe thake bondho hobe sudhu sei ta jante jai…. Because silevas na ses koriya exam ni6e school le…. Tai .

  6. বার বার শিক্ষা প্রতিষ্ঠানের দিকে লক্ষ্য কেন বুঝিনা, যখনই শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয় সেই সময় কী করোনার গ্রাফ বেড়ে যায়? শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করলেই কী করোনা বন্ধ হয়ে যাবে। কিছু সতর্কীকরণ মূলক ব্যবস্থা নিয়ে যাতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখা যায় তার ব্যবস্থা করুন।

  7. বাংলার যত মন্ত্রী আমলা, আমচা, চামচা যারা আছেন, তাদের সত্যজিৎ রায় পরিচালিত হীরক রাজার দেশে, এই সিনেমাটি আবার দেখতে বলুন। তবে যদি কয়েকজনের হুঁশ ফেরে। আর বলতে পারেন, ‘দড়ি ধরে মারো টান, রাজা হবে খানখান’।

  8. Please bondho kora hok school , College … Ekhon sonkromoner graph ta urdhomukhi ei somoy tai asol somoy school , college bondho korar. Ekhon bondho na kore jodi Covid graph prochur bere giye jodi school , college bondho kora hoy tokhon sekhtre ekta dirgho somoy lagbe sob kichu katiye uthte .. laganchara hoye jabe ei sonkromon. Mukhomontri k onurodh kora hok ager barer moto ebare jeno kono vul decision na ney.

  9. Dekhun, gorome amra o porashuna korechhi, amader o school e AC er facility chhilo na. Gorom bole school bondho kore deben eta mote thik na. Ami class 11 obdhi school e jetam, tarpor ek bochhor online class korechhilam. 12th board hoyeni bole amay onek somosya r sommukhin hote hoyechhe, toh doya kore school bondho korben na ba board exams cancel korben na. Online class er jonno shikkha te emni onek khoti hoyechhe, r khoti korben na please. Students ra oshikhito e theke jabe nahole.

  10. School bondho rakha dorkar tar karon holo je qoruna beregeche student der ki hobe tai bolche please please please bondho korun school

  11. Corona atho sohoje jabe na. Jodi tai hoi thahole student der future nosto hoye jabe. Tar theke jodi puro school students der 3 bhage bhag kore school ta open kora jai tahole onektai bhalo hobe. Mane 1 week per student 2days class.

  12. হঠাৎ মনে হচ্ছে, ভারতীয়রা-ও আর ভারতীয় নেই, বাঙালিরা-ও আর বাঙালি নেই।

  13. Apner Kaj nei Tai ei sob news banie paisa rojger er chesta Koren. Government Jodi decision ney tobe apner ki. Sob baccha der education er age health er priority dite hobe. Baccha ra sustho thakle Sara jibon pore thakbe oder porasona korar jonno. Apni obosso mathamota Tai ei sob bola apnake baker. Aber o paisa rojger er jonno anti Government sob news chapben. Apnader kicchu boler nei. Prothome nijer education ta age bariye bhabun konta thik. Tarpor motamot Jari korben.

  14. covid একটি রাষ্ট্রের রোগ।মানুসের নয়।অনলাইন প্রোমোট যেখানে মূল উদ্দেশ্য সেখানে স্কুলের কী কাজ।স্কুল বেসরকারিকরন হওয়ার জন্ন্যই বন্ধ রাখা হচ্ছে

  15. বর্তমান সরকার শিক্ষা ব্যবস্তা কে পঙ্গু করেদিতে চাইছে
    কনো চাকরি ও দিতে পারছে না অথচ উল্টা পাল্টা স্কিম চালু করছে
    করুনার নাম করে আর কত সমাজের ক্ষতি করবে সরকার?
    যারা টাকা দিয়ে শিক্ষক শিক্ষিকা হয়েছিলো তাদেরও চাকরি চলে গেলো
    নতুন করে কোনো শিক্ষক শিক্ষিকা নিয়োগ করতে পারছে না তাই স্কুল কলেজ বন্ধ করা ছাড়া কোনো উপায় নেই সরকার এর…

  16. To close down school has become a dirty game plan of the Government perhaps. My daughter is a student in a reputed private school in South Kolkata. The school ran online for 2years but the Management stringently forced guardians to pay full fees.Few of us revolted and are fighting in Hon’ble High Court, Kolkata under WPA 5890 OF 2020.
    Schools have deliberately violated the solemn orders of Honourable High Court. We have appealed several times to the State Government , Hon’ble Chief Minister ,Hon’ble Governir,the Principal Secretary, Education department, even done RTI but still now we have received no reply or any favourable solutions to the constant bully these so called highly paid pvt.schools are doing to its guardians.
    The only intention seems to earn money…thus am totally against close down of schools.Rather the State Government should take strict measures to see all COVID PROTOCOLS are being maintained and the AUTOCRACY of private schools come to an end immediately and students can enjoy UNIFORM RIGHT TO EDUCATION.

  17. Prothomoto Kolkata University ar students ra kono Bikkhob andolon koreni , ar court ar stay order daoa sotteo , 80% Syllabus complete na koria offline a exam naoa ho66e jekhane onnanno university online a xm ni66e or Syllabus komia6e kintu CU te pthoroto student kono subidha deoa hoi ni . Even CU ar manonia VC high court ar rai kei upekkha kore6en, ta student somaj ar modhdhe provab felbe. Ta6ara ai offline koto student protidin Suicide ar poth beche ni66e VC madam kinba state ar uchcho Podosto bakti der kono vurukhep nai .
    To sese ami akta kothai bolbo j CU ar student ra just VC madam ar sathe bolte chaya6ilen as a student, but she prioritized her own ego .
    And to all Socalled Buddhi jibi
    Plz Stop your fake worries towards students , your worries are as fake as you .
    Thank you

  18. একেই শিক্ষার অনেক ক্ষতি হয়েছে ইতিমধ্যে, তাই আর ছুটি দেওয়া একেবারেই ঠিক হবে না। তাহলে আগামী প্রজন্মের ভবিষ্যত নষ্ট হয়ে যাবে। অন্য বিকল্প ভাবতে হবে।

  19. এই করোনা অতিমারির জন‍্য রাজ‍্যে সমস্ত স্কুল বন্ধ করা হোক আর সমস্ত স্কুলের পরীক্ষা বাতিল করা হোক

  20. এই করোনা অতিমারির জন‍্য রাজ‍্যে সমস্ত স্কুল বন্ধ করা হোক আর সমস্ত স্কুলের পরীক্ষা বাতিল কর হোক

  21. Govt. er শিক্ষার কোনো দরকার না থাকলেও করোনার কিন্তু আছে…তাই তো বারে বারে শুধু স্কুল এই চলে যাচ্ছে….বাস এ ট্রেন এ বাজার এ bar এ আর কোথাও কিছুই হচ্ছে না….কি চাল! Hats Off 🙏🙏 এত সুন্দর govt হলে আর কিছুই লাগবে না শিক্ষা ব্যাবস্থাকে ধ্বংসের পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য….A big Salute to ur decision 👍🙏

  22. প্রথাগত শিক্ষা কোনদিনও হত না, হয় না, হবেও না এক শ্রেণীর পড়ুয়াদের জন্য। তথাকথিত ক্লাস এইট পাশ এই পড়ুয়ারা পরবর্তী জীবনে বিভিন্ন কাজে যুক্ত হয়ে পড়ে। ক্লাস এইটের বিদ্যাও এদের কোন কাজে লাগে না, তাই ধীরে ধীরে “অনভ্যাসে বিদ্যা হ্রাস” নিয়ম মেনে তারা ভুলতে থাকে ক্লাসঘরে শেখা কেতাবি সব কিছুই। মাষ্টারমশাই – দিদিমণিদের কানমলা খাওয়া সেই বিদ্যাই বহন করতে হয় বাকি জীবন। জীবনের এক প্রান্তে দাঁড়িয়ে যখন এরা প্রশ্ন করে “কী পেলাম, কোথায় পেলাম?” তখন স্বভাবতই ইস্কুল তার প্রাপ্য মর্য্যাদা ততটা পায় না। এরাই যখন পরবর্তী প্রজন্মকে গড়ে তোলে, ইস্কুলী শিক্ষাকে এরা কেবল মাত্র সামাজিক সিলমোহর হিসাবে দেখে, আর কিছু নয়। আঙুলের টিপ ছাপ দিয়ে যেখানে বড় বড় যন্ত্র চলে, “অপিসে” কাজ হয় সেখানে নাই বা জানলাম “ধৃতিকান্ত” বানান, “নান্টু” দিয়ে যদি কাজ চলে যায়। তা ছাড়া, ফেসবুক হোয়াট্সএ্যাপ এর দৌলতে “ki kr6is” গোছের ভাষা যদি একবার রপ্ত হয়ে যায়, তাহলে তো “**** মারি ইস্কুলের!”
    সরকারী অপিসের টাই পরা বাবুরা বা বইপাড়ার ওরা চাইবেই যে পড়াশোনা আরো কঠিন হোক, খেলাধুলো কমে যাক, গাছে ওঠা যেন বাঁদর-কাঠবিড়ালী-পিঁপপড়েদের মধ্যেই সীমাবদ্ধ থাকে। তাই লকডাউন শেষে সালতামামী হিসাব করতে বেরিয়ে পড়েছেন বাবুরা, কেতাবী “উকুন বাছা” শুরু করতে। বই পাড়ার অনেক কোটি টাকার ব্যবসা আটকে যাবে তো নইলে। কষ্টে পড়বে অনেক বাতাসী শিক্ষাকেন্দ্র।
    মনযোগী পড়ুয়ারা কিন্তু এরই ভিতর নাক ডুবিয়ে পড়াশোনা করেছে, করে চলেছে। লক্ষ্য তাদের অনেক দূরে। লকডাউনে তারা শিক্ষক শিক্ষিকাদের পেয়েছে অনেক কাছে, কেবল ফোনের ওপারে, ইস্কুলের বাঁধা ধরা সময়েরও বাইরে। শিখে নিয়েছে তারা অনেক কিছু।
    কিন্তু “সমীক্ষা” হয়েছে কী শেখেনি তার উপর, কী শিখেছে তা নয়। কারণ, তা না হলে তা আসত শিক্ষা ব্যবস্থার উপর এক মস্ত বড় আঘাত হিসাবে। সাথে নিয়ে আসত সামাজিক-রাজনৈতিক-অর্থনৈতিক অনেক প্রশ্ন। যার উত্তর সুবিধাভোগী নীতিনির্ধারকদের কাছে নেই।

  23. School should be going on for the sake of the students.Where as in this pandemic situation everything is open, students are going to their tution then why only the school should be closed?

  24. আমি একজন ছাত্র, দশম শ্রেণিতে পড়ি।গত দুই বছরে এই অতিমারির জন্য স্কুল কখন অনলাইন আবার কখনও অফলাইনে হয়েছে। তার পর আবার দীর্ঘ গরমের ছুটি। একজন ছাত্রজীবনে বিদ্যালয়ে শিক্ষকদের সাথে যে সময় কাটে বাড়িতে তা হয় না।আমি শুধুই এইটুকু আশা করতে পারি এই অতিমারি যেন চলে যাক।

  25. I am a school teacher. Many students are infected. Some of them are showing serious symptoms. More than 25 teachers are down with covid. They are quite unwell. I request the government to start online classes for now, to break the chain. Health is more important than anything. Atleast for the non vaccinated kids.

  26. Health is first. Either give vaccines to children’s also below 12. .additionally stop such pyblic religious gatherings..Or school should just be online. Not offline…Health is first.

  27. আমাদের রাজ্যের সব কিছুতেই বাড়াবাড়ি হয়, এতোটাই যদি করোনা অমিক্রম বারছে তাহলে এতো জনোসভা কেনো হচ্ছে,

  28. যে রাজ‍্যের শিক্ষার মাপ কাঠি বৌদ্ধিক বিকাশে নয় বয়সের বিকাশে হয়( অ আ লিখতে না জানলেও তা বয়স বেশি হলেই Upper class এ পড়তে বাধ‍্য করা হয় অভিভাবকের আপত্তি থাকা সত্বেও নিয়মের গেরোয়, এমনকি private school গুলিতেও, সে রাজ‍্যে ‘স্কুল বন্ধ’, ‘না পড়ে পাশ’, ‘সবাই পাশ’ তো স্বাভাবিক। ‘সুশিক্ষা ও সঠিক জ্ঞান লাভের ব‍্যবস্থায়’ তো এলার্জি হবেই।

  29. ছাত্র ছাত্রীরা যে অধপতনের রাস্তায় জীবন জটিলতায় পড়েছে তাতে তারাও মরে বেঁচে আছে,,, প্রকৃত শিক্ষার অভাবে ভবিষ্যত অন্ধকার, সুতরাং এই বাঁচার চেয়ে স্কুল কলেজ বন্ধ হবার থেকে মহামারীতে মরা অনেক ভালো

  30. Jakhon school kholar time hoi takhon corona bere jai .. BAR and resturant e COVID thake na .. Moder dokan e COVID thakena .. sudhu school and college e COVID thake .. r sob theke boro kotha WB govt hospital and school er kache taka pachhe eai COVID COVID khela korar jonno ..

  31. School reopen is definitely important but covid is day by day increaseing so it is very dificult to recover in this situation , i am not like in online classes beceuse it is not to proper education to growing child , but we can’t do , this situation is very bad so we are go for this online classes.

  32. Please do not close…rather make safety rules so that children can lead their normal life and also remain secured…if children are not allowed to school and deprived of basic discipline and education then they will become threat to the society in future..corona virus is now curable but the mental degradation that is happening will not be curable

  33. আমি ব্যাক্তিগত ভাবে অনুরোধ করবো, পড়াশুনা চালিয়ে যেতে

  34. Sir Sob kichuto Online hoye jachhe Ta Abar School er Class gulo Online kore dile Valo hoi Jani Online korle Oneke Porbe na Faki debe Kintu Sotti jara porar tara thik obbosi porbe Ata asa kora jai R Barite Thekei akhon Kintu Sobai sob kichu korche Tai amar Onurodh Ata Jano Online hoi Online Class ,Online Exam, Sob kichu Online Kore dile valo hoi Akhon Sobar Kache Smart phone Baccha theke Boro 🙏🙏🙏

  35. If the covid spreads so rapidly and the kids are the most affected as they have to be admist crowds in school and on road it would be better to close the schools .Health care is more important than other things.

  36. Please don’t close the schools again. Most kids and their parents are vaccinated now.

  37. পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী চাইছেন পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা পড়াশোনা না করুক। তিনি পাশ করিয়ে দেবেন। তারপর রাজনীতির ব্যবসা করবে।

  38. বর্তমানে করোনা মহামারীর আদতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা সবটাই রাজনৈতিক চাল, আজকাল অনেক নেতা-নেত্রীগন রয়েছেন যারা নিজেদের সুবিধার্থে শিক্ষার মানকে নিম্নমানে নিয়ে যাচ্ছে, কথায় বলে না যে, “সব দোষ নন্দঘোষ” । ঠিক তেমনি দোকান পাট, বাজার, পরিবহন সেবা, ট্রেন বিমান পরিষেবা , সিনেমা হল, বিউটিপারলার, বার, হোটেল, মদের দোকান প্রভৃতি খোলা থাকলেও নাকি করোনা মহামারী স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এর ছাত্রছাত্রীরা ছড়াচ্ছে। এই দুই বছরে অন্তত একবার ভাবা উচিত শিক্ষা ব্যাবস্থা কোথায় গিয়ে দাঁড়িয়েছে, এইভাবেই করে একদিন শিক্ষা ব্যাবস্থা ধ্ব্ংস হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button