West Bengal SSC

West Bengal SSC – নিয়োগ নিয়ে কি বললেন শিক্ষামন্ত্রী?

SSC নিয়োগ দুর্নীতি নিয়ে যত দিন যাচ্ছে, ততই নতুন তথ্য উঠে আসছে (West Bengal SSC)। সেক্ষেত্রে দেরিতে হচ্ছে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে। উল্লেখ্য, ২০১৬ সালে আপার প্রাইমারি হয়েছিল। তবে এখনও পর্যন্ত সম্পূর্ণ হয়নি নিয়োগ প্রক্রিয়া। এবার তা সম্পন্ন করতে নেওয়া হল নয়া ব্যবস্থা।

Advertisement

বিশেষত, আপার প্রাইমারি নিয়োগের ক্ষেত্রে ১,০৯৮ জন চাকরিপ্রার্থীর অভিযোগ করেছিলেন। সেই অভিযোগের সমাধান করা হল। তাদের অভিযোগ ছিল, যোগ্য হওয়া সত্ত্বেও তারা মার্কশিট আপলোড করতে পারছিলেন না। তাই ইন্টারভিউতে ডাকা হয়নি। এবার ২০১৬ সালের ১,০৯৮ জন চাকরিপ্রার্থী মার্কশিট আপলোড করতে পারবেন। (West Bengal SSC)

চলতি মাসের ৯ দিন বন্ধ থাকবে ব্যাংক, তাড়াতাড়ি সেরে নিন জরুরি কাজ

কবে থেকে শুরু হবে এই প্রক্রিয়া?
গত ৫ আগস্ট থেকেশুরু হয়েছে মার্কশিট আপলোড প্রক্রিয়া। আগামী ১৩ আগস্ট পর্যন্ত চলবে মার্কশিট আপলোড প্রক্রিয়া। সেই ১,০৯৮ জন চাকরিপ্রার্থীর মার্কশিট আপলোড হলে সেগুলি স্কুল সার্ভিস কমিশন বা SSC স্ক্যান করবে। এরপর যোগ্য প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। বলাই যায়, এতদিনে অন্তত কিছুটা এগোবে নিয়োগ প্রক্রিয়া। (West Bengal SSC)

Ads

নিয়োগ নিয়ে কি বললেন শিক্ষামন্ত্রী?
সম্প্রতি তিনি জানান, SSC নিয়োগ প্রক্রিয়া শুরু হতে কয়েকদিন লাগবে। তবে নিয়োগের ক্ষেত্রে কোনো বাধা নেই। পুজোর আগেই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে পারে। তিনি আরো জানান, নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত প্রধানশিক্ষক ও শিক্ষক মিলিয়ে মোট শূন্যপদের সংখ্যা ২১ হাজার। এছাড়া আন্দোলনকারী এসএসসি চাকরিপ্রার্থীদের নিয়েও বক্তব্য রাখেন। (West Bengal SSC)

Advertisement

পশ্চিমবঙ্গের পড়ুয়াদের জন্য নতুন স্কলারশীপ, পারিবারিক আয় আড়াই লাখের কম হলেই পাবে পড়াশোনার সব খরচ

তিনি বলেন, এই বিষয়টি অভিষেক বন্দোপাধ্যায় সহানুভূতির সঙ্গে দেখছেন। তাদের নিয়োগ নিয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। সঙ্গে আইনের দিকে লক্ষ্য রেখে ব্যবস্থা নেওয়ার কথা বলেন। কারণ, বেআইনিভাবে তারা কিছু করতে চান না। আজ SSC চাকরিপ্রার্থীদের সঙ্গে শিক্ষামন্ত্রীর বৈঠক রয়েছে। এই সম্পর্কিত নতুন আপডেট পেতে হলে এই ওয়েব পোর্টালটি ফলো করতে ভুলবেন না।
Written by Manika Basak.

Advertisement

Jio নিয়ে এলো দুর্দান্ত রিচার্জ প্ল্যান, ব্যবহার করা যাবে আনলিমিটেড ডেটা

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *