পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ নিয়ে আরও চাপে রাজ্য সরকার, নতুন কর্মসূচী ঘোষণা হলো।
বকেয়া ডিএ ইস্যুতে চাপের মুখে সরকার, ধর্মঘটের প্রস্তুতি সরকারি কর্মীদের, কি হতে চলেছে?
বকেয়া ডিএ (dearness Allowance) নিয়ে তীব্র আন্দোলন শুরু করতে চলেছেন রাজ্যের সরকারি কর্মীরা। Salary Hike সহ একাধিক দাবির উপর ভিত্তি করে রাজ্য জুড়ে সমাবেশ করতে চলেছেন তারা। না, পশ্চিমবঙ্গের ঘটনা নয়, উত্তর প্রদেশের সরকারি কর্মীরা এবার ধর্মঘট (Uttar pradesh Govt. Employees Strike) করতে চলেছেন। বিজেপি শাসিত উত্তরপ্রদেশের সরকারি কর্মী এবং পেনশনার্সরা আগামী ১৮ই মে ২০২৩ তারিখে ধর্মঘট এবং বিক্ষোভ কর্মসূচি করার সিদ্ধান্ত নিয়েছেন।
উত্তরপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের দাবি, পুরনো পেনশন প্রকল্প চালু করতে হবে। শুধু তাই নয়, সাধারণ মানুষের জন্য দেওয়া প্রকল্পে বেসরকারি করণ করা হচ্ছে, ঠিকা কর্মী নিয়োগ বন্ধ করতে হবে উত্তর প্রদেশ রাজ্যে। বেতন কমিশনের সুপারিশ অবিলম্বে কার্যকর করতে হবে। উত্তরপ্রদেশের শিক্ষক সংযুক্ত মোর্চার তরফে রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের এই দাবির উপর ভিত্তি করে বিরাট আন্দোলন গড়ে তোলা হচ্ছে। উত্তরপ্রদেশের সড়ক পরিবহন, পুরসভার কর্মচারী, শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে রাজ্য সরকারের বহু কর্মচারীরা ১৮ই মে ধর্মঘটের প্রস্তুতি নিতে শুরু করেছেন।
এই গণআন্দোলনের ডাক দিয়ে জেলা, ব্লক থেকে বিভিন্ন এলাকায় উত্তরপ্রদেশ জুড়ে প্রচার চালানো হচ্ছে।
উত্তর প্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের দাবি, অবিলম্বে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। সড়ক পরিবহন শ্রমিক কর্মচারীদের দাবি, কর্মচারীদের বেতন বৃদ্ধি (Salary Hike) করা হচ্ছে না। যোগ্য কর্মীদের পদোন্নতি হচ্ছে না। উত্তরপ্রদেশের শিক্ষক সংযুক্ত মোর্চার তরফেও একই দাবী করা হয়েছে।
বকেয়া ডিএ সহ বহু দাবির ওপর ভিত্তি করেই উত্তরপ্রদেশের সরকারি কর্মচারীদের তরফে এই বিরাট আন্দোলন করার প্রস্তুতি নেওয়া হয়েছে। যেখানে ১০ লক্ষ সরকারি কর্মচারীরা অংশগ্রহণ করতে চলেছেন। এখানেই প্রশ্ন উঠেছে, কেন্দ্রে বিজেপির সরকার রয়েছে, আর সেই বিজেপি শাসিত উত্তরপ্রদেশের ক্ষেত্রেই সরকারি কর্মচারীদের বহু দাবিতে আন্দোলন তৈরি হচ্ছে। কেন সেখানে কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা (AICPI DA) দেওয়ার দাবি উঠছে? কেন যোগ্য কর্মীদের পদোন্নতি হচ্ছে না? কর্মচারীদের বেতন বৃদ্ধি (Salary Hike) করা হচ্ছে না? যেখানে কেন্দ্র ও রাজ্যে একই দলের সরকার পরিচালনা করছে, সেই রাজ্যে এই অবস্থা নিয়ে দেশজুড়ে জল্পনা তৈরি হয়েছে।
রাজ্য সরকারি কর্মচারীদের আন্দোলন মানেই বর্তমানে দেখা যাচ্ছে, বিরোধী রাজনৈতিক দলগুলোর উস্কানি, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে। এখন সেখানে প্রশ্ন উঠছে, পশ্চিমবাংলায় যখন ডিএ নিয়ে আন্দোলনকারীদের মঞ্চে গিয়ে বিজেপি নেতা শুভেন্দু থেকে শুরু করে বিরোধী রাজনৈতিক দলের নেতারা তৃণমূল সরকারকে নিশানা করছেন, তখন উত্তরপ্রদেশের ক্ষেত্রে একই বক্তব্য থাকবে না কেন? এই প্রশ্ন তুলতে শুরু করেছে অভিজ্ঞ মহল।
পোস্ট অফিস সেভিংস একাউন্টে কি কি সুবিধা মেলে, কত চার্জ দিতে হয়?
পশ্চিমবাংলায় ডিএ আন্দোলনকারীদের অবস্থান ধরণা ১০০ দিন অতিক্রান্ত হয়েছে। এদিকে IPL এর মাঠেও ক্যামেরার সামনে বকেয়া ডিএ এর দাবিতে পোষ্টার দেখানো হয়েছে। যদিও রাজ্য সরকারী কর্মীরা বর্তমানে ৬% DA পাচ্ছে। তবে বকেয়া দাবিতে এই আন্দোলন। আর তাই একাধিক আন্দোলনের মাধ্যমে সরকারকে চাপে ফেলার কৌশল হিসেবে আন্দোলন চালিয়ে যাচ্ছে। বর্তমানে বকেয়া ডিএ মামলা সুপ্রিম কোর্টের বিচারাধীন রয়েছে। বকেয়া ডিএ নিয়ে এখনো পর্যন্ত সেখানে শুনানি শুরু হয়নি। এবার উত্তরপ্রদেশেও সরকারি কর্মচারীদের এই আন্দোলন শুরু হয়েছে।
Written by Shatadal.