রাজ্যজুড়ে তীব্র তাপপ্রবাহ চলছে, সাথে বইছে লু। বৈশাখের শুরুতেই এমন পীড়াদায়ক গরমে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। তাই গরমের ছুটি ঘোষণা করা হয়েছে রাজ্যের সমস্ত স্কুলে, একপ্রকার বাধ্য হয়েই। পড়ুয়াদের স্বার্থে 17 থেকে 21 এপ্রিল অবধি সমস্ত সরকারি, বেসরকারি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
পশ্চিমবঙ্গে গরমের ছুটিঃ
তবে একমাস ব্যাপী যে গরমের ছুটি দেওয়া হয় রাজ্যের পড়ুয়াদের, তা কবে থেকে পড়বে এই জানাতে গতকাল একটি প্রেস কনফারেন্স করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, কোভিডের সময় নিয়মিত অনলাইন ক্লাস নেওয়া হত, তাই রাজ্যের পড়ুয়াদের কাছে অনলাইনে পড়াশোনার বিষয়টি নতুন কিছু নয়। চলতি সপ্তাহে গরমের ছুটি দেওয়া হলেও স্কুল, কলেজগুলি চাইলেই অনলাইনে ক্লাস করাতে পারে পড়ুয়াদের। তবে শিক্ষা দপ্তরের নির্দেশ, ছুটি থাকলেও স্কুল খুললে অতিরিক্ত ক্লাস করিয়ে সেটা পূরণ করতে হবে।
তবে রাজ্যের বহু স্কুল, কলেজে ইতিমধ্যেই প্রথম পর্বের পরীক্ষা নেওয়া শুরু করা হয়েছিল, এমতাবস্থায় গরমের ছুটি পড়ে যাওয়ার কারণে স্বাভাবিকভাবেই পিছিয়ে গেছে পরীক্ষা। তবে যদি 24 এপ্রিল থেকে 30 এপ্রিল পর্যন্ত ক্লাস হয়, তাই ওই সময়ের মধ্যে বাকি থাকা পরীক্ষা গুলি হওয়ার সম্ভাবনা থাকবে। যদিও যা গরম পড়া শুরু করেছে তাতে স্কুল খুলবে কিনা সন্ধেহ। রুটিন অনুযায়ী এই বছরের গরমের ছুটি পড়তে চলেছে 2 মে থেকে। যদিও আগে 24 মে থেকে ছুটি পড়ার কথা ছিল, তবে মাত্রাতিরিক্ত গরমের কারণে গরমের ছুটি এগিয়ে আনতে বাধ্য হয়েছে রাজ্যের শিক্ষা দফতর।
এদিকে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, এই সপ্তাহের শুক্রবার অর্থাৎ 21 এপ্রিল অবধি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই তাপপ্রবাহ চলবে। শনিবার এবং রবিবার অনেকাংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। তবে বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। এক সপ্তাহব্যাপী কাঠফাটা গরম সহ্য করার পর সপ্তাহান্তের বৃষ্টিকে চাইছেন প্রায় সমস্ত মানুষ। তবে আবহাওয়া দফতরের কথা মত, আদৌ বৃষ্টি হয় কিনা এখন সেটাই দেখার।
রাজ্য সরকারের নতুন প্রকল্প, আবেদন করলেই অ্যাকাউন্টে ঢুকবে নগদ 5000 টাকা।
বর্তমানে রাজ্যের অধিকাংশ জেলাতেই তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করছে। দুপুর বেলাতে গরম শুষ্ক হাওয়া – লু বইছে। থাকছে হিট স্ট্রোকের সম্ভবনাও। এমতাবস্থায় খুব জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বেরোতে কার্যত বারণ করছেন চিকিৎসকরা। গরম মোকাবিলায় প্রচুর জল খেয়ে শরীর হাইড্রেটেড রাখার উপদেশও দেওয়া হচ্ছে।
Written by Parna Banerjee.
পশ্চিমবঙ্গের মহার্ঘভাতা নিয়ে আর টালবাহানা নয়, রাজ্য ও কর্মীদের কড়া নির্দেশ দিলো আদালত।
Ekhane spasta kono barta to dekhte pelam na, sob e asposto? Kobe school khulbe,kara online korbe, kono school er sathe sei alochona boechhe kina, kichhui spasta noi
What is the status of my comment ? When you called for comments and after taking the comments your moderator comes, then it is your duty to inform the status as you have taken the email address also.