Summer Vacation – পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে গরম পড়তেই কত দিনের ছুটি ঘোষণা করলো? কবে থেকে ছুটি? জেনে নিন।
রাজ্যের তরফ থেকে বিভিন্ন সরকারী স্কুল ও সরকারের আয়তাভুক্ত স্কুলগুলির Summer Vacation বা গরমের ছুটির ঘোষণা করা হল। এপ্রিল মাসের শুরুতেই তীব্র গরমে হাশ ফাঁশ করছে গোটা শহর। এপ্রিল মাসের শুরুতেই তাপমাত্রা গিয়ে দাঁড়িয়েছে 37 ডিগ্রি। চলতি মাসেই আরও 3-5 ডিগ্রি তাপমাত্রা বাড়বে এমনটাই অনুমান করা হচ্ছে। এখন মে জুন মাস পড়তেই না পড়তেই সূর্যের এই প্রকোপ দেখে নাজেহাল গ্রীষ্মকালীন দেশ ভারতবর্ষ।
West Bengal Summer Vacation Start on 6th May 2024
সুতরাং বোঝাই বাহুল্য মার্চ জুন মাসে কী পরিমাণ গরম টাই না পড়তে চলেছে। তাই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে ছুটির দিন ঘোষণা করা হল। প্রত্যেক বারের তুলনায় অতিরিক্ত দিন এই বারের গ্রীষ্মকালীন ছুটির বা Summer Vacation তালিকায় তালিকাভুক্ত হয়েছে।
গরমের কারনেই প্রাথমিক স্তরের স্কুলগুলিতে সকালে পঠন পাঠন করানো হচ্ছে। তার মধ্যেই এই Summer Vacation বা ছুটির ঘোষণা। আগামী মাস অর্থাৎ মে মাসের 6 তারিখ থেকে জুন মাসের 2 তারিখ পর্যন্ত বন্ধ থাকবে রাজ্যের সমস্ত জেলা ভিত্তিক স্কুলগুলি।
ছুটির আগেই স্কুল গুলিতে সামেটিভ টেস্টের (Summer Vacation) আয়োজন করা হবে সমস্ত প্রাথমিক এবং মাধ্যমিক স্তরের স্কুলগুল পড়ুয়াদের জন্য। এছাড়া সামনেই লোকসভা ভোট এবং সেই ভোটের কারনেই মার্চ মাসের শুরু থেকেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনীর প্রবেশ হতে থাকে।
তারা তাদের সামগ্রিক স্থায়িত্তের জন্য বিভিন্ন স্কুলে অস্থায়ী ক্যাম্প করে থাকতে শুরু করে। সেক্ষেত্রেও মধ্যশিক্ষা পর্ষদের নির্দেশিকা অনুসারে এই স্কুল গুলি Summer Vacation) বন্ধ রাখতে বাধ্য হয় সরকার। সপ্তম দফায় ভোট হবে রাজ্যে। যে যে সময় যে যে এলাকায় ভোট রাখা হয়েছে সেই সময় গুলিতে রাজ্যের স্কুলে ছুটি রাখা হবে।
এইমাসে রবিবারেও ব্যাংক খোলা থাকবে। সমস্ত কর্মীদের ছুটি বাতিল! RBI এর কড়া নির্দেশ।
এছাড়া ভোটের কার্যকলাপের জন্য রাজ্যের অনেক স্কুল অগ্রিম বুক করা হয়েছে। ভোটের জন্য সেই স্কুল গুলিকে তৈরি করতে হবে অর্থাৎ বেঞ্চ, টেবিল, চেয়ার সরিয়ে রুম গুলিকে ভোটের উপযুক্ত করে ফেলতে হবে। আবার ভোটের কাজ শেষ হওয়ার পরও স্কুলের সরঞ্জাম সঠিক স্থানে রাখতে হবে সেক্ষেত্রেও স্কুল ছুটি Summer Vacation) রাখা হবে।
তবে এরই মাঝে মাধ্যমিকের ফলাফলও প্রকাশ করা হবে। ভোটের আবহের মধ্যেই আবারের মাধ্যমিক প্রার্থীরা তাদের পরীক্ষা (Summer Vacation) সম্পূর্ণ করেছে এবং নির্দিষ্ট উল্লিখিত ডেটের মধ্যে তা শেষ করে ফেলা হয়ে। 2 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি ঠিক দশ দিনের মধ্যে শেষ করে ফেলা হয়ে মাধ্যমিক পরীক্ষা।
পশ্চিমবঙ্গে গরমের ছুটি এগিয়ে আনা হল। কতদিন ছুটি বাড়ল? দেরি না করে জেনে নিন।
তিন মাসের মধ্যেই এই পরীক্ষার ফল প্রকাশের নিয়ম রীতি প্রচলিত আছে। সেই রীতি মেনেই আবারেও ঠিক 3 মাসের ব্যবধানে মাধমিকের ফল প্রকাশ করা হবে অনুমান করা যাচ্ছে। তবে গরমের ছুটি নিয়ে অন্তিম কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারছেনা কারন মে জুন মাস এখনো অনেক দিনের ব্যবধানে সেক্ষেত্রে তাপমাত্রা কতটা কী বাড়বে তা সঠিক ভাবে বলা সম্ভব নয়।