LIC এর প্রিমিয়াম না দিলেও LIC Policy বন্ধ হবেনা। নতুন নিয়ম জারি হলো।

আজ আমরা পরিচিত হবো LIC র একটি গুরুত্বপূর্ণ টার্ম গ্রেস পিরিয়ডের সাথে। গ্রেস পিরিয়ড সম্পর্কে জানেন না এমন অনেক এলআইসি পলিসি হোল্ডার রয়েছে। কিন্তু এ সম্পর্কে আমাদের প্রত্যেকেরই অবগত হওয়া উচিত। নির্দিষ্ট গ্রেস পিরিয়ডের মাধ্যমে আমরা অনেকটাই সুবিধা পেতে পারি। ভারত সরকার দ্বারা নির্মিত সবচেয়ে বড় বীমা কোম্পানি হলো LIC. এটি শুধু ভারতের সবচেয়ে বড় বীমা কোম্পানিই নয়।

What is the Grace Period of LIC Payments

এটি একটি জনপ্রিয়তা প্রাপ্ত কোম্পানি। শুধু মাত্র দেশে বীমা কোম্পানিগুলির তালিকার মধ্যে শীর্ষ স্তরেই নয়। গোটা বিশ্বের বীমা কোম্পানিগুলির মধ্যে শীর্ষ স্তরের তালিকায় রয়েছে। এখন কার যুগের ট্রেন্ডে গা ভাসিয়ে বহু মানুষ বেশি রিটার্ন পাওয়ার আশায় স্টক, শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ করে থাকলেও এলআইসি পলিসি হোল্ডারও রয়েছে বহু।

LIC তে রিটার্ন এর পরিমাণ বাকি ইনভেস্টকারী সংস্থার থেকে কম হলেও এখান থেকে আপনারা ঝুঁকিমুক্ত ভাবে সিকিয়র অ্যামাউন্টই পাবেন। সুদের হার কম হলেও এলআইসি কিন্তু তার গ্রাহকদের সুবিধার কথা সর্বক্ষণ মাথায় রাখে। ছোটো থেকে বড় বিভিন্ন ধরনের বিনিয়োগকারীদের জন্যই দীর্ঘমেয়াদী, স্বল্প মেয়াদী, বেশি মূল্যের কম মূল্যের পলিসি রেখেছে।

শিশুদের ভবিষ্যৎ নিয়ে আর চিন্তা নেই। এই স্কিমে বিনিয়োগ করে সারা জীবন চিন্তা মুক্ত থাকুন।

তবে দেশে বড়লোক সম্প্রদায়ের থেকে অনেক বেশি রয়েছে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ। অনেক সময় দেখা যায় কোনো কারণ বশত কিছু মানুষ প্রিমিয়ামের টাকা পরিশোধ করতে পারছেন না। প্রিমিয়াম কি? প্রিমিয়াম হলো যেকোনো ধরনের বীমার জন্য আমরা নির্দিষ্ট সময় অন্তর অন্তর যে টাকাটি দি সেটাই হলো প্রিমিয়াম। সেটা মাসিক, ত্রৈমাসিক, অর্ধ – বার্ষিক, এবং বার্ষিকও হতে পারে।

কোনো সময় যদি আপনি এই প্রিমিয়াম দিতে না পারেন তখন এই গ্রেস পিরিয়ডই আপনার কাজে লাগবে। গ্রেস পিরিয়ড কি? গ্রেস পিরিয়ড হলো জীবন বীমা পলিসিতে প্রিমিয়াম পরিশোধ করার জন্য অতিরিক্ত সময়। এই সময় কালের মধ্যে আপনি কোনো রকম জরিমানা ছাড়াই প্রিমিয়াম পরিশোধ করতে পারবেন। গ্রেস পিরিয়ড ব্যাক্তি নির্বিশেষে পলিসি নির্বিশেষে বিভিন্ন ব্যাক্তির জন্য ভিন্ন ভিন্ন হতে পারে।

তবে গ্রেস পিরিয়ড সাধারণত ১৫ থেকে ৩০ দিন পর্যন্তই হয়ে থাকে। পলিসি হোল্ডার যদি কোনো ভাবে এই নির্দিষ্ট পিরিয়ড অতিক্রম করে ফেলে তবে তার জন্য তাকে জরিমানা দিতে হবে। পলিসি হোল্ডারদের অবশ্যই তাদের নীতিতে নির্দেশিত গ্রেস পিরিয়ডের নির্দিষ্ট সময়কাল বুঝতে হবে এবং প্রাসঙ্গিক শর্তাবলীর সাথে পরিচিত হতে হবে।

এর পর ও এলআইসি আপনার পলিসি বন্ধ করবেনা। শুধু মাত্র সাময়িক সময়ের জন্য পলিসি স্থগিত হয়ে যাবে। এর পর আপনি ঠিক যে সময় থেকে আপনি পলিসির প্রিমিয়াম দিতে শুরু করবেন ঠিক তখন থেকেই পলিসি আবার চালু হয়ে যাবে।
Written by Sathi Roy.

সম্পাদক

Leave a Comment