WBCHSE – উচ্চমাধ্যমিক সেমিস্টার সাবজেক্ট লিস্ট 2024! কারা, কোন সাবজেক্ট নিতে পারবে? সংসদের নতুন নিয়ম জানুন।
উচ্চমাধ্যমিকে (WBCHSE) বড় পরিবর্তন। এবার থেকে সেমিস্টার পদ্ধতিতে হবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তথা HS Exam. বেশ কয়েক মাস ধরে আলোচনা চলছিল, জল্পনার পর এবার পশ্চিমবঙ্গ সরকার ২০২৫-২৬ শিক্ষাবর্ষে যে পড়ুয়ারা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন, তাঁরা এই নয়া বিধির আওতায় থাকবেন সেই কথাই ঘোষনা করেছিলেন। যদিও কেন্দ্রের তরফে আগেই ঘোষণা করা হয়েছিল যে, দুটি সেমেস্টারে বোর্ড পরীক্ষার কথা।
What is The Subject List of WBCHSE Semester System 2024?
এক্ষেত্রে ফাইনাল পরীক্ষার (WBCHSE) নম্বর দেখে পাশ ফেল বিচার করা হবেনা। দুটি সেমিস্টার মিলিয়ে যে সেমেস্টারের পরীক্ষায় বেশি নম্বর থাকবে,সেই পরীক্ষার নম্বরকে গণ্য করা হবে। ফলে একটি পরীক্ষায় খারাপ করলেও পরবর্তী সেমিস্টারের ভালো করলে সেই পরবর্তী সেমিস্টারের প্রাক্তন নাম্বারটা কি গণ্য করা হবে।
২০২৪ সালে যে পরীক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হবেন, তাঁদের প্রথম সেমেস্টার পরীক্ষা হবে নভেম্বরে। একাদশ শ্রেণির দ্বিতীয় সেমেস্টারের পরীক্ষা হবে ২০২৫ সালের মার্চ মাসে। প্রশ্নের ধরন নিয়েও বেশ কিছু তথ্য উঠে এসেছে। প্রশ্ন প্যাটার্ন কিছু চেঞ্জ আসবে। জানা গিয়েছে, এই পরীক্ষা দিতে হবে ওএমআর শিট-এ (WBCHSE).
ঠিক যেমন চাকরি পরীক্ষায় দেওয়া হয়। প্রথম সেমিস্টারে প্রশ্নের পদ্ধতি হবে এমসিকিউ ধরনের।
দ্বিতীয় সেমেস্টারে ছোটবড় মিলিয়ে প্রশ্ন আসার সম্ভাবনার কথা জানা গিয়েছে। প্র্যাকটিক্যাল একটাই হবে বলে জানা গিয়েছে। পরীক্ষার সিলেবাসেও অনেক পরিবর্তন করা হয়েছে (WBCHSE).
সেইসাথে সেমিস্টার পদ্ধতিতে কে কোন সাবজেক্ট নিতে পারবে, কটা করে সাবজেক্ট নিতে পারবে তার আলোচনা করা হলো নিম্নে। আগেকার যে উচ্চমাধ্যমিক পরীক্ষা হতো সেইসময় একজন পড়ুয়াকে বাংলা ও ইংরেজি কম্পালসারি নিতে হত। এটা ছাড়াও আরো যেকোনো তিনটি বিষয় নিতে হতো (WBCHSE).
তার সাথে ফোর সাবজেক্ট হিসাবে একটি সাবজেক্ট দিতে হতো কিন্তু সেটি অপশনাল ছিল। সেমিস্টার পদ্ধতি চালু হওয়ার পরেও সেই একই নিয়ম রয়েছে। এক্ষেত্রে ও বাংলা ও ইংরেজি কম্পালসারি থাকবে এর সাথে আরও যেকোনো তিনটি বিষয় নিতে হবে এবং ফোর সাবজেক্ট হিসাবে একটি সাবজেক্ট নিতে হবে বাট সেটি অপশনাল (WBCHSE).
অর্থাৎ এক্ষেত্রে পড়ুয়া চাইলে অপশনাল সাবজেক্ট নিতে পারে আবার নাও নিতে পারে। এটি সম্পূর্ণ নির্ভর করছে পড়ুয়ার উপর। সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে সাংসদ একটি নিয়ম উল্লেখ করেছেন নিয়মটি হল এক্ষেত্রে সাংসদ তিনটি সেট নির্বাচন করেছেন একটি সেট থেকেই পড়ুয়াকে তিনটি সাবজেক্ট বেছে নিতে হবে এবং সেই সেট থেকে অপশনাল সাবজেক্ট টি বেছে নিতে হবে।
এই তিনটি সেট হল সাইন্স, আর্টস ও কমার্স। এই তিনটি ভাগে বিভক্ত। যদি কোন পড়ুয়া সাইন্স নেয় তাহলে সাইন্স বিভাগ থেকে যে কোন তিনটি সাবজেক্ট ও অপশনাল সাবজেক্ট টি বেছে নেবেন। সাবজেক্ট নির্বাচন পদ্ধতিটি আগের নিয়মের মতনই রয়েছে এক্ষেত্রে কোনো পরিবর্তন আনা হয়নি তাই আশা করা যায় ছাত্র-ছাত্রীদের এই সেমিস্টার পদ্ধতিতে সাবজেক্ট বাছাইকরনে কোনরকম অসুবিধার মধ্যে পড়তে হবে না।