Whatsapp

Whatsapp অ্যাপ্লিকেশন মাঝে মাঝেই গ্রাহকদের জন্য আনছে দারুণ সুযোগ। এর ফলে এই Application এর ব্যবহার হচ্ছে আরও বেশি সুরক্ষিত। ফলস্বরূপ, সাধারণ মানুষের মধ্যেও এর জনপ্রিয়তা প্রতিনিয়ত বেড়েই চলেছে। তবে এবারে এই নতুন সুযোগ কিভাবে আর কবে থেকে পেতে চলেছেন গ্রাহকেরা! বিশদে জেনে নেওয়া যাক।

Advertisement

গ্রাহকদের অত্যাধুনিক সুবিধা প্রদানে Whatsapp এখন দিচ্ছে দারুণ নতুন ফিচার্স।

Whatsapp ব্যবহারকে আরও বেশি এবং সুরক্ষিত করের তুলতে Meta এর চিন্তা ভাবনা বেশ আধুনিক হতে চলেছে। এই কারণে ইতিমধ্যেই Whatsapp এ দেখা মিলেছে UPI Payments এর সুযোগ। এছাড়াও নতুন ফিচার্স এর মধ্যে দেখা গেছে Whtsapp Poll এর। এছাড়াও Display Picture হিসেবে বানানো যাচ্ছে নিজের ইচ্ছে মতো 3D ইমোজি।

এছাড়া Whatsapp আরও যে সকল সুযোগ সুবিধা আনতে চলেছে, তা দেখে নেওয়া যাক এক নজরে। প্রথমেই যে সুবিধার কথা বলা যায়, তা হল মেসেজ শিডিউলিং। এক্ষেত্রে, আপনি যদি কাউকে একটি নির্দিষ্ট সময়ে মেসেজ পাঠাতে চান, অথচ আপনি হয়তো সেই সময়ে ব্যস্ত থাকবেন। সেক্ষেত্রে আপনি আপনার মেসেজটি সেই ব্যক্তির নাম্বারে শিডিউল করে রাখতে পারবেন।

Ads

এবারে আসি Whatsapp এর দ্বিতীয় ফিচার্সে। সেক্ষেত্রে আসতে চলেছে মেসেজ এডিটিং। অর্থাৎ, আপনি হয়তো কাউকে কিছু একটা লিখে পাঠিয়েছেন। কিন্তু সেক্ষেত্রে কিছু তথ্য যুক্ত করতে বা কোন ভুল বাদ দিতে মেসেজ এডিট করা যাবে। এতে মেসেজ প্রেরকের বেশ সুবিধাই হবে। নতুন করে তথ্য দিতেও পারা যাবে সেক্ষেত্রে।

Advertisement

এবারে যেই ফিচার্স এর কথা বলা হবে, তা হল আনসেন্ড মেসেজ। অর্থাৎ, মেসেজ ভুল করে পাঠানোর পরে তা যদি ডিলিট করার প্রয়োজন পরে, তাহলে তা করা সম্ভব। তবে সেক্ষেত্রে গ্রাহক তা জানতে পারতেন যে, কিছু মেসেজ পাঠিয়ে তা ডিলিট করা হয়েছে। তবে এই আনসেন্ড অপশন চালু হলে আর সেই সমস্যা থাকবে না।

Advertisement

আবাস যোজনার টাকা ফেরত দিতে হবে, 2 তলা বাড়ি থাকলেও অনেকে টাকা পেয়েছে। তাদের লিস্ট দেখুন।

ভ্যানিশ মোড হচ্ছে আরও একটি অপশন। এই অপশন এর ক্ষেত্রে আপনি আপনার গোপন কথা আলোচনা বা কথা বার্তালাপ ভ্যানিশ করে দিতে পারবেন। ইন্সটাগ্রাম বা মেসেঞ্জার ব্যবহারকারীরা এই অপশন সম্পর্কে বেশ ভালোভাবেই অবহিত। সেই ফিচার্স এবারে আসতে চলেছে Whatsapp অ্যাপ্লিকেশনেও।

Ads

সবশেষে যে সুবিধার কথা বলা হবে, তা হচ্ছে কল রেকর্ডিং এর সুবিধা। আগামী বছর থেকেই আসতে চলেছে এই বিশেষ সুবিধা। এর ফলে যেকোনো ধরণের কলিং রেকর্ড করা যাবে সাধারণ কলের মতোই। এর ফলে গ্রাহক এবং প্রেরক, উভয়ের ক্ষেত্রেই বেশ সুবিধাজনক এবং সুরক্ষিত হতে চলেছে এই ব্যবহার।

Cigarette বিক্রিতে নিষেধাজ্ঞা, প্যাকেট খুলে লুস সিগারেট আর বিক্রি করা যাবে না। ধরা পড়লে কঠোর শাস্তি।

এমন আরও বিশেষ আপডেট পেতে আমাদের ওয়েবসাইট নজরে রাখুন। আপনার কোন মন্তব্য থাকলে অবশ্যই জানান কমেন্ট বক্সে। এছাড়া চাকরী, ব্যবসা, সরকারী ও বেসরকারী প্রকল্প, টেলিকম সংক্রান্ত নানা বিষয়ে জানতে ফলো করুন আমাদের ওয়েবসাইট। ধন্যবাদ।
Written by Mukta Barai.

Advertisement

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *