PM Kisan: কৃষকবন্ধুরা কবে পাবেন পিএম কিষান যোজনার টাকা? টাকা না পেলে কি করবেন? এক নজরে জেনে নিন।
PM Kisan Yojana Money
কৃষকবন্ধুদের জন্য সরকারের তরফে চালু হয়েছে পিএম কিষান (PM Kisan) যোজনা। এই প্রকল্প দেশের লাখ লাখ কৃষকের মুখে হাসি ফুটিয়েছে। আপাতত কৃষকেরা অপেক্ষায় আছেন পরবর্তী কিস্তির টাকা কবে মিলবে। ইতিমধ্যে এসেছে সুখবর। জানা যাচ্ছে, জুলাই মাসের মধ্যেই হয়তো পিএম কিষান যোজনার (PM Kisan Yojana) ২০ তম কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হবে তাঁদের অ্যাকাউন্টে। আসুন তবে জেনে নেওয়া যাক এই বিষয়ে বিস্তারিত।
PM Kisan Yojana Scheme
এই দেশের কৃষকেরা অনেকদিন ধরেই অপেক্ষা করছিলেন পরবর্তী কিস্তি অর্থাৎ কুড়িতম কিস্তির টাকা পাওয়ার জন্য। তাই কৃষকরা জেনে নিন খুব শীঘ্রই আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে কিস্তির টাকা। বলা হচ্ছিল, হয়তো জুন মাসের শেষে অথবা জুলাই মাসের শুরুর দিকেই টাকা পেয়ে যাবেন কৃষকরা। আর এখন সম্ভাব্য একটি তারিখের দিকে নির্দেশ করা হচ্ছে। জানা যাচ্ছে হয়তো এই তারিখেই কিংবা এই তারিখের মধ্যে টাকা পেয়ে যাচ্ছেন কৃষকেরা।
পিএম কিষান যোজনার টাকা কবে পাবেন?
কেন্দ্রীয় সরকারের উদ্যোগে ২০১৯ সালে চালু যে হয়েছিল পিএম কিষান যোজনা (PM Kisan Mandhan Yojana).
এখনো পর্যন্ত এই স্কিমের ১৯টি কিস্তি দেওয়া হয়েছে। আর সেই ১৯ টি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে সবমিলিয়ে মোট ৩.৬৮ লাখ কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে। বর্তমানে কৃষকেরা অপেক্ষায় আছেন ২০ তম কিস্তির টাকা পাওয়ার জন্য। আর সেই টাকা ক্রেডিট হতে চলেছে জলদি। দেশের ৯.৮৮ কোটির বেশি কৃষকরা খুব শীঘ্রই পিএম কিষান যোজনার ২০তম কিস্তির টাকা পেতে চলেছেন।
এখনো পর্যন্ত খবর পাওয়া গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ১৮ জুলাই বিহার সফরে যাবেন। আর সেখান থেকে, মোতিহারী থেকে বিশেষ করে তিনি এই যোজনার ২০তম কিস্তি জারি করতে পারেন এমনই সম্ভবনা দেখা দিচ্ছে। যদিও এখনো পর্যন্ত এই বিষয়ে সরকারের তরফে কোনও ঘোষণা করা হয়নি। বিগত বছরের মতো এই বছরেও এপ্রিল-জুলাইয়ের কিস্তির টাকা পেতে কিছুটা দেরি হচ্ছে, যদিও জুলাই মাসের তৃতীয় সপ্তাহে এই যোজনার পরবর্তী কিস্তির টাকা জারি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: সবার অ্যাকাউন্টে 3000 টাকা পাঠাচ্ছে মোদি সরকার। সুবিধা পেতে কিভাবে আবেদন করবেন জেনে নিন
টাকা না পেলে কী করবেন?
এখন যদি কোন কৃষক টাকা না পান অর্থাৎ তাঁদের একাউন্টে যদি টাকা না আসে তাহলে সেই কৃষক দের অতি অবশ্যই ই-কেওয়াইসি করে নিতে হবে। তাঁদের যেটা করতে হবে, দ্রুত নিকটবর্তী CSE কেন্দ্রে ভিজিট করুন অথবা নিজের মোবাইল নম্বর থেকে এই e-KYC সম্পন্ন করে নিন।
উপসংহার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্যোগে চালু হওয়া পিএম কিষান যোজনার অধীনে কেন্দ্রীয় সরকার প্রত্যেক বছর দেশের যোগ্য কৃষকদের অ্যাকাউন্টে ৬০০০ টাকার আর্থিক সহায়তা পাঠিয়ে থাকেন। এই টাকা আসে তিনটি সমান কিস্তিতে। সেক্ষেত্রে কৃষকেরা প্রতি কিস্তিতে ২০০০ টাকা করে সরাসরি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যান।