Awas Yojana: আবাস যোজনার টাকা নিয়ে বিগ আপডেট! কবে টাকা ঢুকবে অ্যাকাউন্টে? জানিয়ে দিল সরকার ‌

Bangla Awas Yojana Remittance Date

রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana). এই প্রকল্প নিয়ে মাঝেমধ্যেই সামনে আসছে নানান ধরনের আপডেট। এই সরকারি প্রকল্পটি বাংলার দীন-দরিদ্র সাধারণ মানুষদের জন্য। যাদের মাথার উপর পাকা ছাদ নেই।‌ বছরের বিভিন্ন সময়ে নানা ঝড় ঝঞ্ঝা, প্রাকৃতিক দুর্যোগের সময় জীবনধারণের জন্য যাদের প্রতিনিয়ত লড়াই করতে হয়। ‌এই সব মানুষদের জন্য বাংলা আবাস যোজনা প্রকল্প ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর এই প্রকল্প‌ নিয়ে বড় আপডেট এবার সামনে এল।

Bangla Awas Yojana Scheme

পশ্চিমবঙ্গ সরকারের বাংলা আবাস যোজনা (Bangla Awas Yojana) প্রকল্প নিয়ে প্রচুর অভিযোগ সামনে আসছে। জানা যাচ্ছে, যাদের টাকা পাওয়ার কথা আসলেই তারা টাকা পাচ্ছে না। আর যাদের প্রয়োজন নেই তাদের নাম লিস্টে উঠে গিয়েছে। পশ্চিমবাংলার নানান প্রান্তে আবাস যোজনা প্রকল্প নিয়ে অসন্তোষ ধনীভূত হচ্ছে। এই প্রকল্পের স্বচ্ছতা তাই পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা চলছে। এরই মধ্যে আবাস যোজনা নিয়ে নির্দেশ দিল রাজ্য সরকার। জানানো হয়েছে, আগামী ২৩ ডিসেম্বর তারিখের মধ্যেই আবাস যোজনার টাকা বরাদ্দ শুরু করতে হবে। এমনই নির্দেশ দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে।

আবাস যোজনার টাকা কবে ঢুকবে?

আবাস যোজনা নিয়ে এই নির্দেশ দিয়েছে প্রত্যেক জেলায় পঞ্চায়েত দফতর। আবার এও জানা যাচ্ছে যে, তার আগেই তিনটি স্তরে হবে আবাসের তালিকার অনুমোদন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে। তবে আগের থেকে নির্ধারিত থাকা সময়ের চাইতে আরও তিনদিন বেশি সময় দিল সরকার। এবার চূড়ান্ত তালিকা তৈরি করে টাকা পাঠানো হবে। আর তার জন্যই জেলা প্রশাসনকে দেওয়া হয়েছে বাড়তি তিনদিন। প্রত্যেক জেলার কাছে নির্দেশ দিয়েছে, ২০ তারিখের বদলে ২৩ ডিসেম্বর তারিখের মধ্যে টাকা ছাড়তে হবে।

ইতিমধ্যে জানানো হয়েছে, বাংলা আবাস যোজনা প্রকল্পের তালিকা প্রত্যেকটি ব্লক থেকে শুরু করে মহকুমাশাসক, এবং জেলাশাসকদের অফিস ও জেলার ওয়েবসাইটগুলিতে অবিলম্বে দিতে হবে। তার জন্য সময়সীমা দেওয়া হয়েছে ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত। আর এই তালিকা সর্বত্র দিতে হবে বলেই নির্দেশ। আর যদি সময়সীমার মধ্যে তালিকা থেকে আসা যে কোনও অভিযোগ থাকে তবে তাও খতিয়ে দেখে মীমাংসা করতে হবে।

এর মধ্যে নবান্ন সূত্রে খবর, গ্রাম সভা থেকে ব্লক লেভেল কমিটি ও ডিস্ট্রিক্ট লেভেল কমিটি তিনটি স্তরে শুরু হবে মোট তিনটি পর্যায়ে আবাস তালিকা অনুমোদন দেওয়ার কাজ। আর তারপরেই অর্থ বরাদ্দ প্রক্রিয়া শুরু হবে বলে খবর। আবাস যোজনা প্রকল্পের সমীক্ষার কাজ শেষ করার কথা ছিল ১৪ নভেম্বর তারিখে। সেখানে এই কাজ শেষ হয়েছে গত সোমবার তথা ১৮ নভেম্বর। জানা যাচ্ছে, তার জেরেই সম্পূর্ণ প্রক্রিয়া বেশ কিছুটা পিছিয়ে গিয়েছে।

আবাস যোজনায় নতুন করে আবেদন গ্রহণ শুরু হল। সার্ভে না হলে কিভাবে করাবেন?

প্রসঙ্গত উল্লেখ্য, আগের থেকেই রাজ্যের প্রত্যেক জেলায় আবাস যোজনার তালিকা নিয়ে নানান ধরনের নির্দেশ দিয়েছে পঞ্চায়েত দফতর। আর লোকসভা নির্বাচনের প্রচারে এসে শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছিলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দেবে রাজ্য সরকার। এখন দেখা যাক সত্যি এই সময়ের মধ্যে টাকা পাঠানো হয় কিনা। এই আবাস যোজনা প্রকল্পের দিকে তাকিয়ে রয়েছেন পশ্চিমবঙ্গে বসবাসকারী বহু সাধারণ মানুষ। তাই তাঁরা যাতে বঞ্চিত না হন তার জন্যই প্রয়োজনীয় বন্দোবস্ত করা হচ্ছে। সূত্রের খবর, সরকারের তরফে সংশ্লিষ্ট বিষয়টিতে আরো বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা জারি রয়েছে।

Related Articles

Back to top button