Yamaha Rajdoot 350: বুলেটের সাথে জোর টক্কর দিলো ইয়ামাহা রাজদূত 350 নতুন মডেল। ফিচার্স, দাম ও পারফরম্যান্স রেকর্ড দেখে নিন

Yamaha Rajdoot 350 Bike Features

বাইকপ্রেমীদের জন্য দারুন খবর। বাজার কাঁপাতে হাজির Yamaha Rajdoot 350. একগুচ্ছ ফিচার-সহ এই বাইক নিঃসন্দেহে ভারতীয় বাজারে রাজ করবে। এই বাইকে এমন সমস্ত আধুনিক ফিচার ব্যবহার করা হয়েছে, যা ব্যবহারকারীকে দারুন অভিজ্ঞতা দেবে। এবার আপনিও যদি এই বাইক কিনতে চান, তাহলে তার ফিচারস, দাম, আর তার সঙ্গে পারফরম্যান্স রেকর্ড দেখে নিন।

Yamaha Rajdoot 350

Yamaha Rajdoot 350 বাইকটি মূলত রেট্রো লুক আর তার সঙ্গে আধুনিক প্রযুক্তির সমন্বয়ের মাধ্যমে তৈরি। বাইকটিতে ব্যবহার করা রয়েছে সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার। তার পাশাপাশি LED হেডল্যাম্প সহ নানা বৈশিষ্ট্য তো থাকছেই। সব মিলিয়ে তরুণদের মন জয় করার প্রায় সমস্ত উপকরণ সাজিয়ে দেওয়া হয়েছে এই বাইকটিতে। আর দাম থাকছে একেবারে আপনার বাজেটের মধ্যে।

Yamaha Rajdoot 350 Features

ভারতীয় বাজারে এক প্রকার প্রতিযোগিতা ছুঁড়ে দিয়েছে Yamaha Rajdoot 350 ব্র্যান্ডটি। নতুন মডেল রাজদূত ৩৫০-কে জাঁকজমকপূর্ণভাবে এরা বাজারে ফিরিয়ে এনেছে। কোম্পানির তরফে এই কথা জানানো হয়েছে যে, বাইকপ্রেমীদের জন্য একটি সম্পূর্ণ ডিজিটাল স্পিডোমিটার ও ক্লাস্টার থাকবে। পাশাপাশি, Yamaha Rajdoot 350 বাইকটি সুরক্ষার দিক থেকেও উন্নতমানের হবে।

মোটরসাইকেলটিতে থাকছে LED হেডল্যাম্প, থাকছে LED টার্ন ইন্ডিকেটর এবং উন্নত ব্রেকিং সিস্টেম। বলতে গেলে রাজদূত ৩৫০ আধুনিক বাইক চালকদের প্রত্যেকটি দিক থেকেই সুবিধা দিচ্ছে। আর তার সঙ্গে স্টাইলিশ ডিজাইন তরুণ বাইকপ্রেমীদের আকর্ষিত করছে। এবার যদি আপনিও Yamaha Rajdoot 350 বাইকটি কিনবেন বলে ভেবে থাকেন তাহলে আগেই এই বাইকের দাম জেনে নিতে হবে। অবশ্যই আসুন সে বিষয়ে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: বাজারে এলো Maruti Ertiga 2025 নতুন মডেল। মাত্র ৯৯৯৯ টাকায় ঘরে আনুন দুর্দান্ত ৭ সিটের ফ্যামিলি কার। মধ্যবিত্তের গাড়ি কেনার স্বপ্নপূরণ!

Yamaha Rajdoot 350 বাইকটির দাম কত?

এবারে আসা যাক মূল প্রশ্নে নতুন বাইক কিনতে যাওয়ার আগে যেটি অবশ্যই ভাবতে হবে। এই বাইকটির আনুমানিক মূল্য এবং মাইলেজ কত? আসলে, এই বাইকটির আনুমানিক এক্স-শোরুম প্রাইস রাখা হয়েছে প্রায় ২ লক্ষ টাকা। মোটামুটি ২.৫ লক্ষ টাকা (এক্স-শোরুম) এর মধ্যে বাইকটি আপনি পেয়ে যাচ্ছেন।

আরও পড়ুন, মোবাইল ফোনের দাম কমে গেল, দেখে নিন।

উপসংহার

ভারতীয় মোটরসাইকেলের ইতিহাসে উল্লেখযোগ্য স্থান দখল করে রয়েছে Rajdoot 350 বাইকটি। 1960 এর দশকের গোড়ার দিক করে চালু হওয়া, এই বাইক ভারতীয় কোম্পানি Escorts Group ও জাপানি মোটরসাইকেল প্রস্তুতকারক Yamaha-এর মধ্যে এক অনন্য সহযোগিতা। ক্রমে এর শক্তিশালী গঠন আর তার সঙ্গে নির্ভরযোগ্য কর্মক্ষমতা ও ক্লাসিক ডিজাইনের জন্য একটি পরিচিত হয়ে ওঠে।

Related Articles

Back to top button