Bank Transaction – ব্যাংক থেকে বেশি টাকা তুললেই দিতে হবে অতিরিক্ত চার্জ। কোন ব্যাংকের লিমিট কতো?
প্রতেকটি ব্যক্তির ব্যাংক একাউন্ট (Bank Transaction) রয়েছে। কারণ কোন ব্যক্তি তার উপার্জনের অর্থ কিছুটা হলেও ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখেন। ব্যাংকের চেয়ে বিশ্বস্ত ও নির্ভরযোগ্য আর্থিক প্রতিষ্ঠান অন্যকিছু হয়না। ফিক্সড ডিপোজিট ছাড়াও ব্যাংকে টাকা জমায় সবাই যেটা কোনো দরকার হলে ATM বা ব্যাংক থেকে সরাসরি তোলা যায়। কিন্ত এই টাকা তোলার সময় কিছু ব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিত কারণ নির্দিষ্ট পরিমাণ টাকার বেশি তুললে আয়কর দপ্তর TDS কাটতে পারে।
If You do More Bank Transaction will Have to Pay Extra
তাই জেনে নেওয়া জরুরী একবারে আপনি কত টাকা তুলতে পারবেন। টাকা জমানোর ক্ষেত্রেও যেমন বিভিন্ন নিয়ম রয়েছে তেমন টাকা তোলার ক্ষেত্রেও কিছু নিয়ম রয়েছে। সেই নিয়ম সম্পর্কে অবগত না হলে আপনি বিপদে পড়তে পারেন। এই নিয়ম শুধু ATM এর থেকে টাকা তোলার ক্ষেত্র প্রযোজ্য নয়।
আপনি যদি ব্যাংক থেকে সরাসরি নির্দিষ্ট এমাউন্টের বেশি টাকা তোলেন বা Bank Transaction করেন তাহলেও আপনি আয়কর দপ্তরের নজর এড়াতে পারবেন না। সেক্ষেত্রেও আপনাকে অতিরিক্ত TDS কাটা হবে।
কত টাকা তুললে TDS কাটা হবে?
আয়কর আইনের 149N ধারা অনুযায়ী বলা হচ্ছে যারা টানা 3 বছর ITR ফাইল করেননি তারা যদি একবারে 20 লাখ টাকার বেশি ব্যাংক থেকে তোলেন বা Bank Transaction করেন তাহলে তাকে TDS দিতে হবে। অন্যদিকে ITR ফাইল করা গ্রাহকরা 1 কোটি টাকা পর্যন্ত টাকা তুলতে পারবেন কোনো TDS দিতে হবেনা।
যদি 1 কোটি টাকার বেশি উত্তোলন করেন তাহলে 2% TDS কাটা হবে। ITR ফাইল না করা থাকলে 20 লাখ টাকার বেশি উত্তোলন (Bank Transaction) করলে 2% TDS এবং 1 কোটি টাকার বেশি উত্তোলন করলে 5% TDS দিতে হবে। তাই যত তারাতারি সম্ভব ITR ফাইল টি করিয়ে নিন।
বাড়তি TDS কাটা থেকে রেহাই পান। অন্যদিকে RBI এর নিয়ম অনুযায়ী 1 জানুয়ারী, 2022 থেকে ATM থেকে থেকে নগদ তুললে বা Bank Transaction করলে যে পরিষেবা চার্জ লাগে তার পরিমাণ বাড়িয়েছে। এখন ব্যাঙ্কগুলি নির্ধারিত সীমার বেশি লেনদেনের জন্য 21 টাকা চার্জ করছে।
তবে সুবিধা হলো ব্যাংক নিজের এটিএম থেকে প্রতি মাসে পাঁচটি লেনদেনের ক্ষেত্রে কোনো TDS কাটে না। এছাড়াও অন্যান্য ব্যাঙ্কের এটিএম থেকে তিনটি লেনদেন করার ক্ষেত্রে TDS কাটেনা। তাই টাকা লেনদেনের আগে এই নিয়মগুলো সম্পর্কে সচেতন হন তাহলে TDS এর বাড়তি ঝামেলা থেকে রেহাই পাবেন।
HDFC ব্যাংক গ্রাহক নতুন ও পুরানো সবার জন্য সুখবর! বিরাট সুবিধা পেতে চলেছে।
TDS কাটা হয় কেন?
নগদ লেনদেনকে নিরুৎসাহিত করতে এবং ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগকে উৎসাহিত করার জন্য, সরকার 2019 সালের বাজেটে 194N ধারা চালু (Bank Transaction) করেছিল। এই ধারা অনুযায়ী, প্রতিটি ব্যাঙ্ক, সমবায় ব্যাঙ্ক বা প্রতিষ্ঠানকে লেনদেনের মূল্য থেকে TDS কাটতে হবে।
এটির পাশাপাশি, এটিও মনে রাখা গুরুত্বপূর্ণ যে আপনি যদি আপনার আইটিআর ফাইল করতে ব্যর্থ হন তবে আপনাকে অতিরিক্ত কর দিতে হতে পারে। 2021 সালের ধারা 194N-এর সংশোধনী অনুসারে, যে ব্যক্তিরা তাদের আইটিআর ফাইল করেননি তাদের জন্য TDS কাটার থ্রেশহোল্ড কমিয়ে 20 লক্ষ টাকা করা হয়েছে।
বদলে গেল ভারতের অর্থনৈতিক অবস্থা। মধ্যবিত্ত শ্রেণীর লোপ। ধনপতি আরো ধনী আর গরীব আরো গরিব হবে।
এর মানে হল যে আপনি যদি গত 3 বছর ধরে আপনার ITR ফাইল না করে থাকেন, তাহলে 1 কোটি টাকার পরিবর্তে 20 লক্ষ টাকার বেশি নগদ তোলার বা Bank Transaction করার উপর TDS 2% কাটা হবে। সুতরাং, আপনি যদি এখনও আপনার ITR ফাইল না করে থাকেন তবে আপনি এখনও করতে পারেন।