Yuvashree Prakalpa – যুবশ্রী প্রকল্প নতুন আপডেট! জেনে নিন 2024 যুবশ্রী প্রকল্পে কত টাকা ঢুকবে।
West Bengal Yuvashree Prakalpa
যুবশ্রী প্রকল্প বা Yuvashree Prakalpa হলো পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য চালু করা একটি প্রকল্প। সারা দেশে দিন দিন যে হারে জনসংখ্যা বাড়ছে, তাতে সারা দেশ সহ রাজ্যেও বেকারত্বের সমস্যা দিন দিন বেড়েই চলেছে। যুবশ্রী প্রকল্প কী? ২০১৩ সালে পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পশ্চিমবঙ্গ শ্রম বিভাগের অধীনে এই প্রকল্প চালু হয়েছিল। এই প্রকল্পের উদ্দেশ্য হলো এমপ্লয়মেন্ট ব্যাংকের নথিভুক্ত চাকরিপ্রার্থীদের মধ্যে যারা এখনো বেকার রয়েছেন তাদের আর্থিক সহায়তা প্রদান করা।
Yuvashree Prakalpa Online Apply and Details
যে সকল প্রার্থী ইচ্ছুক তারা যুবশ্রী-প্রকল্প অনলাইনে ২০২৪ আবেদন করুন। যুবশ্রী-প্রকল্পের নতুন আপডেট আজ আমরা জানাবো এই প্রতিবেদনে মাধ্যমে। এছাড়া এই প্রকল্পে আবেদনের নির্দিষ্ট কিছু শর্তাবলী রয়েছে। যা আমরা নিচে দেখে নেবো।
যুবশ্রী প্রকল্পে আবেদন যোগ্য কারা
১) আবেদনকারীদের অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে যেহেতু এই প্রকল্পটি রাজ্য সরকারের চালু করা প্রকল্প।
২) আবেদনকারী ব্যাক্তিদের বয়স অবশ্যই পয়লা এপ্রিল অনুযায়ী ১৮ থেকে ৪৫ বছর বয়সের মধ্যে হতে হবে এবং নূন্যতম অষ্টম শ্রেণী পাশ করতে হবে।
৩) এমপ্লয়মেন্ট ব্যাংকে নিজের নাম নথিভুক্ত করাতে হবে।
৪) এছাড়া কেন্দ্রীয় বা রাজ্য সরকারের কর্ম সংস্থান প্রকল্পের অধীনে কোনো ঋণ বা আর্থিক সহায়তা নেওয়া চলবেনা। এবং পরিবারের একজন মাত্র সদস্যই এই প্রকল্পের সুবিধা পাবেন।
লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে আরও 1000 টাকা দেবে সরকার। ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী
যুবশ্রী-প্রকল্পের কত টাকা ও কবে ঢুকবে? যুবশ্রী প্রকল্পে আবেদনকারী ব্যাক্তিদের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে প্রত্যেক মাসে ১৫০০ টাকা থেকে ১৬০০ টাকা করে দেওয়া হচ্ছিল। যা নতুন অর্থবর্ষে অর্থাৎ ২০২৪ অর্থবর্ষে ২০০০ টাকা করে দেওয়া হয়েছে। নতুন অর্থবর্ষের জন্য রাজ্য সরকারের তরফ থেকে মোট ২০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
যুবশ্রী প্রকল্পে কি কি ডকুমেন্টস লাগবে
যুবশ্রী-প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারীর ভোটার কার্ড, প্যান কার্ড, মাধ্যমিক বা নূন্যতম শ্রেণীর মার্কশিট, আবেদনকারীর ব্যাংক পাসবুকের ফটো কপি, কাস্ট সার্টিফিকেট সহ নিজের একটি কালার্ড পাসপোর্ট সাইজের ফটো।
যুবশ্রী প্রকল্পে আবেদন করার নিয়ম
১) প্রথমের প্রার্থীদের এমপ্লয়মেন্টের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
২) এরপর যে হোম পেজটি আসবে সেখানে গিয়ে ” New Enrolment Job Seeker ” অপশনটিতে ক্লিক করতে হবে।
৩) এরপর সমস্ত ধরনের “Terms and conditions” এ ক্লিক করে Accept করে যেতে হবে।
৪) ঠিক এর পরের মুহূর্তেই আবেদন পত্রটি খুলে যাবে। যেখানে গিয়ে উপরে উল্লিখিত সমস্ত ডকুমেন্টস সহ ফর্মটি আপনাদের ফিল আপ করতে হবে।
৫) লাস্ট স্টেপে ফর্ম সাবমিট করার পর যে রেজিস্ট্রেশন নম্বরটি পাবন সেটি আপনাকে রেকর্ড করে রাখতে হবে।
৬) এরপর ৬০ দিনের মধ্যে আবেদনকারী ব্যাক্তিকে নিকটস্থ অফিসে যেতে হবে এবং প্রয়োজনীয় তথ্য যাচাই করতে হবে।
আরও পড়ুন, অনলাইনে নতুন প্যান কার্ডের আবেদন কিভাবে করবেন? প্যান কার্ড আবেদন পদ্ধতি
যুবশ্রী প্রকল্প নতুন লিস্ট চেক
Yuvashree Prakalpa তে আপনি আপনার সুবিধার জন্য স্ট্যাটাস চেক করে নিতে পারেন। এর জন্য আপনাকে এমপ্লয়মেন্ট এর ওই একটি অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। এরপর ” View Status In Final Waiting List Of Yuvashree ” তে ক্লিক করতে হবে। তারপর আপনার আইডি এবং ক্যাপচা কোড লিখে সাবমিট করলেই স্ট্যাটাস শো করবে।
Written by Sathi Roy.