Zodiac Signs – এই পাঁচ রাশির জাতকেরা নভেম্বরের প্রথম সপ্তাহে লটারি জিততে পারবেন।
এই সপ্তাহে কারা লটারি জিততে পারেন জেনে নিন
ব্যক্তি জীবনে সবাই চান সফল হতে প্রত্যেক রাশির জাতকেরই (Zodiac Signs) আকাঙ্ক্ষা থাকে প্রচুর ধনসম্পত্তির অধিকারী হবেন। সবাই চান যাতে অর্থ সব সময় তাঁদের কাছে থাক, আর এটা সকলের মনের চাওয়া। তবে বাস্তবে দেখা যায় যে, কারও কাছে অর্থ থাকে খুব বেশি, আবার কারও কাছে তুলনায় কম। তাই কম সময়ে যাদের ধনবান হয়ে ওঠার ইচ্ছা থাকে, তাঁরা সেই ইচ্ছে পূরণ করতে লটারির টিকিট কাটেন। সকলেরই মনে আশা থাকে যে কখনও না কখনও হয়তো ভাগ্যে লটারি যোগ লেগেও যেতে পারে। তাহলেই তো কেল্লাফতে। তাহলে দেখে নেওয়া যাক এই সপ্তাহে কোন কোন রাশির ভাগ্যে অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে? একনজরে দেখে নেওয়া যাক যে জ্যোতিষীরা এই বিষয়ে কী বলছেন। রাশিফল অনুযায়ী কি দেখা যাচ্ছে।
Zodiac Signs Most Likely Win Lottery This Week
১) মকর-আপনি যদি মকর রাশির জাতক হন, তাহলে জেনে নিন এই সপ্তাহে সকল মকর রাশির লোকেদের অর্থপ্রাপ্তির যোগ থাকলেও সেটি কিন্তু খুব একটা ভাল নয়। তাও একটা সম্ভাবনা থাকতে পারে। তাই মকর রাশির জাতকরা লটারির টিকিট কেটে নিজেদের ভাগ্য যাচাই করে দেখতে পারেন।
২) কুম্ভ– কুম্ভ রাশির জাতকদের জন্য ভালো খবর। সকল মকর রাশির জাতকরা জেনে নিন তাঁদের জন্য সপ্তাহের মধ্যভাগ ভাল। অর্থপ্রাপ্তির যোগ থাকতে পারে। তবে শেষভাগ কিন্তু অর্থের জন্য প্রতিকূল। তাই যদি লটারি টিকিট কাটবেন ভেবে থাকেন, তাহলে সেই বুঝে কিনবেন।
৩) মীন– আপনি যদি মীন রাশির জাতক হন, তবে জেনে নিন আপনার জন্য এই সপ্তাহে কেমন অর্থ-প্রাপ্তির জন্য রয়েছে। সকল মীন রাশির জাতক দের জন্য এই সপ্তাহে অর্থপ্রাপ্তির খুব একটা যোগ নেই, বেশিরভাগ ক্ষেত্রেই ব্যয় বেশি দেখা যাচ্ছে। টাতাই মীন রাশির জাতক জাতিকাদের জন্য লটারি টিকিট কাটা এই সপ্তাহে উচিত হবে না।
৪) তুলা– তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহে কেমন আর্থিক যোগ রয়েছে সেই প্রসঙ্গে জেনে নিন। আপনাদের জন্য সপ্তাহের প্রথমটা ভাল থাকলেও মধ্যভাগ এবং শেষভাগ কিন্তু খুব একটা ভাল নয়। তাই লটারি কাটার ইচ্ছা থাকলে অবশ্যই বুঝে নেবেন।
৫) বৃশ্চিক– বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহে কেমন আর্থিক যোগ রয়েছে? সে বিষয়ে জানা যাক। এই সপ্তাহটা বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের জন্য ভাল, অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তাইএ আপনারা এই সপ্তাহে লটারির টিকিট কেটে দেখতে পারেন।
৬) ধনু– ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য চলতি সপ্তাহ কতটা ভালো? আপনারা জেনে নিন চলতি সপ্তাহটি আপনাদের জন্য অর্থের দিকটা অনুকূল থাকলেও কিন্তু খুব বেশি অঙ্কের লটারির টিকিট কাটা উচিত হবে না। তুলনায় কম মূল্যের লটারি টিকিট কাটতে পারেন।
৭) মিথুন– মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহে কেমন অর্থপ্রাপ্তির যোগ রয়েছে? আপনারা যদি লটারি টিকিট কাটবেন বলে ঠিক করে থাকেন, তাহলে সপ্তাহের মাঝামাঝি একবার লটারির টিকিট কেটে দেখতে পারেন, অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের।
৮) কর্কট– কর্কট রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহে কেমন অর্থ প্রাপ্তির যোগ রয়েছে? এই বিষয়ে আপনারা জেনে নিন কর্কট রাশির ব্যক্তিরা লটারির দিকে খুব বেশি আগ্রহ দেখাতে যাবেন না। কারণ চলতি সপ্তাহে আপনাদের লটারি টিকিট না কাটা ভালো।
৯) সিংহ– সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটা অর্থপ্রাপ্তির দিক থেকে কেমন? এই বিষয়ে আপনারা জেনে নিন, সিংহ রাশির জাতক-জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহটায় লটারির ভাগ্য মধ্যম প্রকৃতির। তবে আপনারা যদি পরখ করে দেখতে চান, তাহলে একবািকা লটারি কেটে দেখতে পারেন।
১০) কন্যা– কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটা কেমন অর্থ প্রাপ্তির জন্য ভালো? কন্যা রাশির জাতক জাতিকারা জেনে নিন এই গোটা সপ্তাহ কন্যা রাশির জন্য খুবই ভাল। দেখা যাচ্ছে অর্থপ্রাপ্তির যোগ।
১১) বৃষ– বৃষ রাশির জাতক-জাতিকাদের জন্য এই সপ্তাহ অর্থপ্রাপ্তির জন্য কতটা ভালো? এই বিষয়ে আপনারা জেনে নিন আপনাদের জন্য এই সপ্তাহটা খুব ভালো না। তাই এই গোটা সপ্তাহ জুড়ে বৃষ রাশির ব্যক্তিদের লটারির টিকিট না কাটাই ভাল হবে।
পুজোর মরশুমে বিরাট উপহার! মাসে মাসে 5500 টাকা দিচ্ছে ভারতীয় পোস্ট অফিস।
১২) মেষ– মেষ রাশির জাতক-জাতিকাদের জন্য অর্থপ্রাপ্তির কেমন সুযোগ তৈরি হচ্ছে? আপনারা এ বিষয়ে জেনে নিন, এই সপ্তাহে আপনাদের মোটামুটি অর্থপ্রাপ্তির যোগ রয়েছে।