Summer Vacation: সদ্য খুলল স্কুল, আবার পড়বে গরমের ছুটি? ছাত্রছাত্রীদের জন্য শিক্ষা দপ্তরের নতুন নোটিশ
Summer Vacation In Bengal
তীব্র গরমের হাঁসফাঁস পরিস্থিতির কারণে সারা রাজ্যে চলছিল সামার ভ্যাকেশন (Summer Vacation). মাসখানেকের বেশি সময় ধরেই ছুটি চলছিল স্কুলে স্কুলে। সদ্য গরমের ছুটি কাটিয়ে স্কুল খুলেছে বঙ্গে। আর এরইমধ্যে ফের গরমের ছুটি পড়বে বলে শোনা যাচ্ছে। কিন্তু এই খবর সত্যি নাকি গুজব? আবার কি ছুটি পড়বে? শিক্ষা দপ্তরের নতুন নির্দেশ জেনে নিন।
Summer Vacation In West Bengal
জুন মাসের শুরুতেই স্কুল খুলেছে। গত ২ জুন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল চালু হয়েছে। এতদিন স্কুল বন্ধ থাকায় অনেকটাই সিলেবাস পিছিয়ে গিয়েছে বলে মনে করছেন শিক্ষকরা। এরই মধ্যে ফের অস্বস্তিকর গরমের কারণে ছুটি (Holiday) বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। অনেকেই প্রশ্ন তুলছেন যে, এই গরমে কি আবারও ছুটি পড়বে? দাবদাহ বাড়ছে। জেনে নিন শিক্ষা দপ্তরের নয়া নির্দেশিকা সম্পর্কে বিস্তারিত।
আবার স্কুল, কলেজে ছুটি পড়বে?
বাংলার আবহাওয়ায় অস্বস্তি রয়েই গিয়েছে। দিনের বেলাতে কড়া রোদ্দুর উঠছে। বিদ্যালয়ে যাওয়ার সময় অস্বস্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। এর আগে অত্যাধিক গরমের কারণেই গরমের ছুটি পড়েছিল। ছুটির ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee).
আবার তাপমাত্রার পারদ বাড়ছে বলে শিক্ষা দপ্তর নতুন করে কোন সিদ্ধান্ত নিল কিনা, তাই নিয়ে ভাবছেন অভিভাবক থেকে শিক্ষার্থীরাও। অতীতের অভিজ্ঞতা বলছে, যদি ফের গরম পড়েছে তো আবার স্কুলে স্কুলে ছুটির নির্দেশ দিয়েছে রাজ্য সরকার (WB Government) কিন্তু এবারের ক্ষেত্রে কি হবে তা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না।
কদিন আগে যে টানা বৃষ্টি হয়েছিল, তাতে কিছুটা হলেও স্বস্তি পাওয়া গিয়েছিল। সেই বৃষ্টির ফলে তাপমাত্রা কিছুটা হলেও কমেছিল। তবে জুন মাস পড়তেই আবার বদলে গিয়েছে গোটা পশ্চিমবঙ্গ। পরিস্থিতি বলছে, কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে পারদ ছুঁয়েছে প্রায় ৪০ এর গণ্ডিতে। হাওয়া অফিসের বার্তা বলছে, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে ওয়েদারে অস্বস্তি থেকেই যাচ্ছে।
আরও পড়ুন: রাজ্যের স্কুল কলেজ ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী, টানা 35 দিনের লম্বা ছুটি!
অত্যাধিক গরমে স্কুলে উপস্থিতি কমেছে!
বিভিন্ন জায়গা থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী বলা যায়, গত ৩১ মে পর্যন্ত রাজ্যে গরমের ছুটি ছিল। কিন্তু ২ জুনের থেকে বাংলার সমস্ত স্কুলগুলোতে আবার পঠনপাঠন শুরু হয়েছে। তবে তাপমাত্রা যেভাবে বেড়ে চলেছে তাতে প্রাথমিক ও জুনিয়র স্কুলের ছাত্র-ছাত্রীদের উপস্থিতি এখন খুবই কম। অভিভাবকরা অনেকেই বলছেন, আবহাওয়ার পরিস্থিতি বিবেচনা করে ছুটি দেওয়া হবে নাকি সেটি একবার ভেবে দেখা হোক। যদিও সরকার এই নিয়ে এখনো বিশেষ কিছু জানায়নি।
ছুটি নিয়ে নতুন করে নোটিশ জারি হল?
এই পরিস্থিতিতে, তীব্র দাবদাহের কথা মাথায় রেখে রাজ্যের বেশ কয়েকটি জেলা যেমন পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া জেলাগুলোতে বিশেষভাবে নির্দেশিকা জারি হয়েছে। বলা হচ্ছে ৪ জুন থেকে ২০ জুন পর্যন্ত এই সমস্ত জেলায় মর্নিং স্কুল হবে। স্কুল শুরু হবে প্রতিদিন সকাল ৬:৩০ থেকে ক্লাস হবে ৯ টা পর্যন্ত। এই নিয়ম জারি থাকছে শনিবার দিনেও। সংশ্লিষ্ট জেলাগুলির জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ এই সিদ্ধান্তটি নিয়েছে। অর্থাৎ ছুটি পড়ছে না ঠিকই মর্নিং স্কুল চলবে রাজ্যে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গ সরকারের আরও একটি নতুন ছুটি ঘোষণা। কবে ছুটি, কাদের ছুটি, কাদের ছুটি নয়?
উপসংহার
এখন ফের গরমের কারণে ছুটি পড়বে কিনা তাই নিয়ে সংশয় রয়েই যায়। কারণ বেশ কিছু জায়গায় মর্নিং স্কুল হয়েছে ঠিকই কিন্তু ছুটি পড়ার কোন ঘোষণা করা হয়নি। এই বিষয়ে শিক্ষকরা বলছেন, ছুটি পড়লে ফের সিলেবাস পিছিয়ে যাবে। কিন্তু রাজ্য সরকার কোন ঘোষণা করেনি। এখন দেখা যাক কি সিদ্ধান্ত হয়।