Old Currency Sell: বাড়িতে থাকা ৫ টাকার নোট বিক্রি করে রাতারাতি হতে পারেন লাখপতি। কোথায়, কিভাবে সেল করবেন জেনে নিন

Old Currency Sell In India

বাড়িতে থাকা পুরনো ৫ টাকার নোট বিক্রি করেই (Old Currency Sell) হয়ে যেতে পারেন লাখপতি। কথাটা স্বপ্নের মতো মনে হলেও বাস্তবে কিন্তু এটাই সত্যি। তবে তার জন্য জানতে হবে কোথায় ও কিভাবে এই নোট বিক্রি করবেন। লাখপতি হওয়া মুখের কথা নয়। তাও আবার বাড়িতে থাকা নোট বিক্রি করে। আসলে আমাদের সামনে এমন অনেক সুযোগ রয়েছে যা হয়তো আমরা জানিনা। আসুন তাহলে জেনে নেওয়া যাক পুরোনো নোট বিক্রি কিভাবে বিক্রি করবেন বাড়িতে থাকা পুরনো নোট।

Old Currency Sell Online In India

আপনার কাছে পুরনো ৫ টাকার নোট থাকলেই আপনি জ্যাকপট উইনার (Old Currency Sell). কি অবাক হচ্ছেন? কারণ এই নোট বিক্রি (Old Currency Sell) করেই আপনি লাখপতি হয়ে যাবেন। আসলে আন্তর্জাতিক বাজারে আলাদা গুরুত্ব রয়েছে পুরনো নোট ও কয়েনের। অনেক সংগ্রাহক রয়েছেন যারা পুরনো নোট এবং কয়েন সংগ্রহ করার জন্য লাখ লাখ টাকা খরচ করতে রাজি থাকেন। এমনকি একটি ৫ টাকার পুরনো নোটের জন্য কোন কোন সংগ্রাহক চার লাখ টাকা পর্যন্ত দিতে রাজি থাকছেন।

তবে একটা কথা মনে রাখতে হবে, এই বিশেষ নোটের ক্ষেত্রে কিছু বৈশিষ্ট্য অবশ্যই থাকতে হবে। বর্তমান দিনে এরকম ৫ টাকার নোট আর দেখা যায় না। কারণ, ভারত সরকার নতুন করে আর পাঁচ টাকার নোট এখন ছাপায় না। কিন্তু অনেকে আবার এই পুরনো ৫ টাকার নোট সংগ্রহ করে রেখে দিয়েছেন। তাই এই নোটগুলির ভ্যালু এখন লাখ লাখ টাকায় পৌঁছেছে। কোন ধরনের নোট থেকে বা পুরোনো নোট বিক্রি করে আপনি লক্ষাধিক টাকা পেতে পারেন (Old Currency Sell) আসুন এবার সেটাই জানা যাক।

৫ টাকার নোটে কি বৈশিষ্ট্য থাকতে হবে?

আগেই বলা হয়েছে, যে কোন পাঁচ টাকার পুরোনো নোট বিক্রি (Old Currency Sell) করে তার বিনিময়ে লক্ষাধিক টাকা পাবেন না। সে বিশেষ নোটটির কিছু বৈশিষ্ট্য থাকতে হবে। যেমন,

  • নোটটির পিছন দিকে পরিষ্কারভাবে মুদ্রিত থাকতে হবে কৃষকের ট্র্যাক্টর চালানোর ছবি।
  • পাঁচ টাকার ওই নোটে ট্র্যাক্টরের পিছনে একটি টিলারের ছবিও থাকতে হবে।
  • যদি কোন নোটে নোটে ৭৮৬ সিরিয়াল নম্বর থাকে তাহলেও সেই নোটটির দাম হবে আকাশছোঁয়া।

আরও পড়ুন: পুরনো 2 টাকার নোট আছে? তাহলে বিক্রি করলেই কোটিপতি।

কিভাবে বিক্রি করবেন এই নোট?

তবে শুধু তো নোট থাকলেই হবে না, সেই পুরোনো নোট বিক্রি (Old Currency Sell) করতে হবে সঠিক জায়গায়। অনলাইনে বাড়িতে বসেই নোট বিক্রি করা সম্ভব। কিভাবে কোথায় বিক্রি করবেন আসুন দেখে নেওয়া যাক।

বর্তমানে নোট বিক্রি করার জন্য একটি জনপ্রিয় প্লাটফর্ম হলো Quikr। এছাড়াও আরো বেশ কিছু অনলাইন প্লাটফর্ম রয়েছে। এগুলির মধ্যে অন্যতম হলো CoinBazzar.com , ShopClues.com , Marudhar Arts. এই ওয়েবসাইটগুলিতে ভিজিট করেও আপনার পাঁচ টাকার নোটটি বিক্রি করতে পারবেন।

তবে প্রচার করার আগে আপনাকে অনলাইনে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর তার জন্য রেজিস্ট্রেশন করার পর আপনার নোটের পরিষ্কার করে একটি ছবি তুলুন। তারপর সেই সাইটে গিয়ে আপলোড করে দিন। গ্রাহক বা সংগ্রাহকরা সাইট থেকে সরাসরি আপনার নোটটি দেখবেন। আর আপনার সঙ্গে নোটের দাম দর নিয়ে সরাসরি কথা বলবেন।

আরও পড়ুন: পুরনো নোট বা কয়েন কিভাবে বেশি দামে বিক্রি করবেন? কোন নোট বা কয়েনের কি দাম বিস্তারিত জেনে নিন।

উপসংহার

সাধারণত এই ধরনের অফার রোজ দিন আসে না। তবে একটা কথা খেয়াল রাখতে হবে এই সমস্ত অফারের লোভ দেখিয়ে অনলাইনে প্রচুর প্রতারণার ফাঁদ পাতা থাকে। তাই টাকা পয়সা সংক্রান্ত বিষয়ে যোগদান করার ক্ষেত্রে আপনার ব্যাংক একাউন্টের ডিটেলস দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বুঝেসুঝে এগোবেন। নিজের বিচার বুদ্ধি কে কাজে লাগিয়ে পরবর্তী পদক্ষেপ নেবেন।

Related Articles

Back to top button