HS Exam 2022 : পরীক্ষার মাঝপথেই নিখোঁজ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী।
HS Exam 2022 : ৩৬ ঘন্টা কেটে গেলেও নিখোঁজ উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। ঘনীভূত হচ্ছে সন্দেহ। জানুন বিস্তারিত।
অতিমারী পরিস্থিতিতে এ বছরের উচ্চমাধ্যমিক (HS Exam 2022) পরীক্ষা হোমসেন্টারে আয়োজন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিষদের তরফ থেকে। আগামী ১৬ তারিখ উচ্চমাধ্যমিকের অন্যান্য বিষয়ের পরীক্ষা। সেইমতো গত সোমবার পরীক্ষার জন্য বিশেষ ক্লাস করতে গিয়েছিল ব্যারাকপুর কেন্দ্রীয় বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ধ্রুবজ্যোতি বিশ্বাস। কিন্তু ক্লাসে শেষে আর বাড়ি ফেরেনি সে।
মূলত সন্তান বাড়ি না ফেরায় নিখোঁজ ধ্রুবজ্যোতির বাবা কুন্তল বিশ্বাস ব্যারাকপুর থানায় নিখোঁজ ডায়েরি করেন। অভিযোগ দায়ের করার সঙ্গে সঙ্গেই খোঁজ শুরু হয়। সংবাদমাধ্যম সূত্রের খবর নিখোঁজ হওয়ার ৩৬ ঘন্টা কেটে গেলেও সন্ধান পাওয়া যায়নি ওই পরীক্ষার্থীর।
হঠাৎ করে কেন নিখোঁজ হলো ওই পরীক্ষার্থী? সংবাদমাধ্যম সূত্রের খবর, কেউ অপহরণ করেছে নাকি সে নিজের ইচ্ছেতেই বাড়ি ফেরেনি তা নিয়ে একটা দ্বিধাবোধ রয়েছে (HS Exam 2022)। ধ্রুবজ্যোতির বাড়ি ব্যারাকপুরে ষষ্ঠী তলা এলাকায়। জানা গেছে ছোটবেলা থেকেই তার ধর্মের প্রতি একটু বেশীই আকৃষ্টতা ছিল। যা তার বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আরও বেড়ে যায়। ব্যারাকপুর স্টেশন এর কাছে যে হনুমান মন্দির এখানে সে রোজই আসত।
প্রসঙ্গত বহুবার বাড়ির সদস্যের কাছে নিজের সন্ন্যাস নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। পরিবারের সদস্য সূত্রে জানা গেছে, সবদিনই মোবাইল ফোন সঙ্গে নিয়ে যেতে যখন সে বেরোতো (HS Exam 2022)। এনিয়ে ধ্রুবজ্যোতির বাবা কুন্তল বিশ্বাস জানান, তিনি নিজে সেদিনকেধ্রুবজ্যোতিকে স্কুলে পৌছে দিয়ে এসেছিলেন। ক্লাস করার পর তার একাই বাড়ি ফেরার কথা ছিল। জানা গেছে, অন্যান্য দিন বাইরে গেলে মোবাইল ফোন সঙ্গে করে নিয়ে গেলেও সেদিন বাড়িতেই তারিখে বেরিয়েছিল সে।
উল্লেখ্য, নিখোঁজ হওয়ার তিন দিন আগে হঠাৎই ন্যাড়া হয়ে বাড়ি ফিরে আসে সে। এমনকি মোবাইল ফোন থেকে বন্ধুদের কয়েকটি হোয়াটসঅ্যাপ গ্রুপ ডিলিট করে দেয় ধ্রুবজ্যোতি। গত সোমবার ক্লাস সেরে বাড়ি না ফেরার প্রসঙ্গে সংবাদমাধ্যমের বক্তব্য রেখে কুন্তল বিশ্বাস জানান (HS Exam 2022), সন্তান বাড়ি না ফেরায় স্ত্রী তাকে ফোনে বিষয়টি জানান। এরপর স্কুল কর্তৃপক্ষের সাথে তিনি যোগাযোগ করলে তাকে জানানো হয় ধ্রুবজ্যোতি অনেক আগেই চলে গিয়েছে। এ বিষয়ে নিখোঁজ ছাত্রের একজন স্কুল বন্ধু জানান, সোমবার ধ্রুবজ্যোতি তাকে বলে সে আর স্কুলে আসবে না।
তাই আদৌ তাকে অপহরণ করা হয়েছে নাকি সে নিজের ইচ্ছায় বাড়ি ফেরেনি, সেই রহস্য ভেদ করতে তদন্ত শুরু করেছে ব্যারাকপুর থানার পুলিশ আধিকারিকেরা। এ সম্পর্কিত অন্যান্য খবরের আপডেট পেতে হলে অবশ্যই ফলো করতে ভুলবেন না এই ওয়েবসাইটটি।