UIDAI Aadhaar Card – আধার কার্ড নিয়ে বড় পদক্ষেপ নিল UIDAI, বদলাবে কি দেশবাসী ভাগ্য! New Update 2022.
UIDAI Aadhaar Card – আধার কার্ড নিয়ে নয়া রিপোর্ট পেশ করল UIDAI.
ভারতের নাগরিক হিসেবে সবার প্রথমে যে পরিচয় পত্রটি সেটি হলো আধার কার্ড (UIDAI Aadhaar Card)। জন্মের পর থেকে মৃত্যুর পরেও প্রয়োজন হয় আধার নম্বরের। তবে শুধু আধার নম্বর নয়, তাতে থাকা অন্যান্য ব্যক্তিগত তথ্যও নানা ক্ষেত্রে প্রয়োজন পরে সকলের। সেগুলো যাতে সঠিকভাবে আধার কার্ডে উল্লেখ করা থাকে সেটি একান্ত ভাবে লক্ষ্য রাখার বিষয়। একজন ব্যক্তির ক্ষেত্রে সারা জীবন একটিমাত্র আধার নম্বর প্রযোজ্য।
কোন ব্যক্তির যদি আধার কার্ডে (UIDAI Aadhaar Card) অন্যান্য ব্যক্তিগত তথ্য ভুল থাকে তবে সেগুলি ঠিক করা যায়। আগে এগুলো ঠিক করতে একজন ব্যক্তিকে বেশ বেগ পেতে হতো। নানা দিন নানা অফিসে দৌড়াদৌড়ি করেও সংশোধন করতে পারতেন না অনেকে। এমন একটি সংবাদ জানাতে চলেছি যার দ্বার বাড়িতে বসে অনলাইনে করে ফেলা যাবে পুরো সংশোধনের কাজটি।
এবার থেকে সংশোধনের জন্য কোন ব্যক্তির প্রয়োজন হবে না কোন ব্যাংক, পোস্ট অফিস অথবা আধার সেবা কেন্দ্রে যাবার। চলুন তাহলে দেখে নেওয়া যাক ইউআইডিএআই (UIDAI Aadhaar Card) অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া তরফে প্রকাশিত রিপোর্টে কি জানানো হয়েছে। ইতিমধ্যে সদ্যজাত শিশুর আধার নম্বর তৈরি নিয়ে শুরু হয়েছে আলোচনা।
প্রাইমারি টেটের দ্বিতীয় তালিকা বেআইনি ঘোষণা করার পর এবার কি চাকরি যাবে 5 হাজার শিক্ষকের?
পাশাপাশি এবার থেকে আধার কার্ড আপডেটশন, আধার কার্ডের জন্য তথ্য সংশোধন, শিশুদের নতুন আধার কার্ড তৈরি সহ (UIDAI Aadhaar Card) নানান কাজ ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে করে দেবেন ডাক বিভাগের কর্মীরা। এমনটাই জানা গিয়েছে ওই রিপোর্টের মাধ্যমে। রিপোর্ট থেকে আরো জানা গেছে, প্রথম দফায় প্রায় ৪৮ হাজার কর্মীকে এই কাজের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
পরবর্তীকালে আরও প্রায় ১.৫ লক্ষ কর্মীকে নিয়োগ করা হবে এই কাজে। শুধু তাই নয় এই কাজের সঙ্গে যে কর্মীরা যুক্ত থাকবেন তাদেরকে প্রদান করা হবে প্রয়োজনীয় ল্যাপটপ এবং অন্যান্য ডিজিটাল ডিভাইস (UIDAI Aadhaar Card)। তবে এই সুবিধা যে শুধুমাত্র শহরাঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে তা নয়। দেশের প্রত্যেকটি কোনায় কোনায় এমনকি প্রত্যন্ত গ্রামাঞ্চলেও মিলবে সরকারের তরফ থেকে এই পরিষেবা।
গরমের ছুটির মধ্যে শিক্ষকদের স্কুলে যাওয়ার নির্দেশ, কোন কোনদিন যেতে হবে দেখুন
কোন প্রয়োজনীয় ক্ষেত্রে ডকুমেন্ট হিসেবে আধার কার্ডের প্রয়োজন হলে যদি কার্ডে (UIDAI Aadhaar Card) কোন তথ্য ভুল দেওয়া থাকে অনেক ধরনের সমস্যায় পড়তে হয় সেই ব্যক্তিকে। এমনকি ভেস্তে যায় পুরো কাজটিও। তাই এই পরিষেবা শুরু হলে যে দেশের প্রতিটি নাগরিকের কতখানি সুবিধা হবে তা আর বলার অপেক্ষা রাখে না।
এ সংক্রান্ত খবর আরো জানতে আপনারা ফলো করতে পারেন UIDAI এর অফিশিয়াল ওয়েবসাইট। তাছাড়া নিত্যনতুন আরো অন্যান্য খবরের আপডেট পেতে ফলো করতে ভুলবেন না এই ওয়েব পোর্টালটি।
Written by Manisha Basak.
উচ্চশিক্ষার জন্য দারুণ সুযোগ দিচ্ছে এই ২ স্কলারশিপ, জানুন আবেদনের শেষ তারিখ
Thanks ManishA,
Aadhaar news very good information.