Airtel Data Pack : এয়ারটেলের মারকাটারি অফার! মাত্র ১০ টাকাতেই পেয়ে যাবেন অতিরিক্ত ৬ জিবি ডেটা সাথে সবকিছু আনলিমিটেড। Big Offer!
Airtel Data Pack : গ্রাহকদের জন্য এয়ারটেলের দূর্দান্ত ডেটা প্যাক, পাওয়া যাবে মোট ১২ জিবি ডেটা, আজই রিচার্জ করুন, জানুন বিস্তারিত
অতিমারির সময়ে একদিকে ব্যবসা বাণিজ্যের লোকসান (Airtel Data Pack)। অপরদিকে মোবাইল রিচার্জের দাম বৃদ্ধির সাথে সাথে মেয়াদের সময়সীমা ৩০ দিনের বদলে ২৮ দিন। যার জেরে অনেকেই জরুরি কারণে দুটো সিম ব্যবহার করলেও নূন্যতম রিচার্জ করাতে বাধ্য হয়েছিলেন। তবে আপনি যদি একজন এয়ারটেল সিম ব্যবহারকারী হয়ে থাকেন। তাহলে আপনার জন্য সুখবর। মাত্র ১০ টাকাতে আপনিও পেয়ে যাবেন অতিরিক্ত ৬ জিবি ডেটা ব্যবহারের সুবিধা।
আরও পড়ুন, বিএসএনএল এর মারকাটারি অফার! মাত্র ৪৯ টাকায় পাবেন ডেটা থেকে কলিং সবকিছু।
গ্রাহকদের অভিযোগে সাড়া দিয়ে ট্রাই টেলিকম (Airtel Data Pack) সংস্থাগুলিকে রিচার্জের মেয়াদ ২৮ দিনের বদলে ৩০ দিন করার নির্দেশ দিয়েছে। তবে এবার রিচার্জের মেয়াদের সাথে সাথে এয়ারটেল সিম ব্যবহারকারীরাও পেয়ে যাবেন ডেটা ব্যবহারের ক্ষেত্রেও সুবিধা। মাত্র ১০ টাকা খরচ করলেই মিলবে অতিরিক্ত ৬ জিবি ডেটা অর্থাৎ মোট পাওয়া যাবে ১২ জিবি ডেটা। কীভাবে? চলুন জেনে নেওয়া যাক।
এয়ারটেলের ১০৮ টাকার ডেটা রিচার্জ প্ল্যান –
এই ডেটা রিচার্জে (Airtel Data Pack) পাওয়া যাবে মোট ৬ জিবি হাই-স্পিড ডেটা। তার সাথে মোবাইলে অ্যামাজন প্রাইমে ৩০ দিনের ফ্রি ট্রায়াল, বিনামূল্যে হ্যালো টিউন এবং উইঙ্ক মিউজিকের সুবিধা।
এয়ারটেলের ১১৮ টাকার ডেটা রিচার্জ প্ল্যান –
১০৮ টাকার তুলনায় অতিরিক্ত ১০ টাকা অর্থাৎ ১১৮ টাকা দিয়ে এই ডেটা রিচার্জ করলে পাওয়া যাবে অতিরিক্ত ৬ জিবি হাই-স্পিড ডেটা। অর্থাৎ মোট ১২ জিবি হাই-স্পিড ডেটার সুবিধা (Airtel Data Pack)। তবে এই প্ল্যানের সাথে গ্রাহকেরা অন্যান্য সুবিধা পাবেন না।
২০০ টাকার মধ্যে এয়ারটেলের অন্যান্য ডেটা রিচার্জ প্ল্যান-
১৯ টাকার ডেটা রিচার্জ প্ল্যান- কোনও গ্রাহক যদি ১ দিনের জন্য ডেটা রিচার্জ করতে চান, তবে ১৯ টাকার রিচার্জ প্ল্যান (Airtel Data Pack) বেচে নিতে পারেন।
৫৮ টাকার ডেটা রিচার্জ প্ল্যান- এই ডেটা রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে মোট ৩ জিবি ডেটা। ৯৮ টাকার ডেটা রিচার্জ প্ল্যান- এই ডেটা রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে মোট ৫ জিবি ডেটা।১৪৮ টাকার ডেটা রিচার্জ প্ল্যান- এই ডেটা রিচার্জ প্ল্যানে পাওয়া যাবে মোট ১৫ জিবি ডেটা।
আরও পড়ুন, 30 ও 31 দিনের ভ্যালিডিটি সহ Jio, Airtel, BSNL, VI এর সস্তার আনলিমিটেড প্ল্যানের লিস্ট।
আপনিও যদি একজন এয়ারটেল সিম ব্যবহারকারী হয়ে থাকেন। তাহলে অবশ্যই অতিরিক্ত ডেটার (Airtel Data Pack) সুবিধা পেতে হলে ১১৮ টাকার ডেটা রিচার্জ প্ল্যানটি বেছে নিতে পারেন।
Written by Manika Basak.