Forest Department Recruitment 2024: মাধ্যমিক পাশে বনদপ্তরের বিভিন্ন পদে চাকরি। অনলাইনে আবেদন জমা করুন
Forest Department Recruitment Application Start
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থী যুবক-যুবতীদের জন্য ভালো খবর। বনদপ্তরে নতুন করে কর্মী নিয়োগ শুরু হল (Forest Department Recruitment). বনদপ্তরের বিভিন্ন পদে প্রার্থী নিয়োগ হবে। আর তার জন্য আবেদন প্রক্রিয়া চলছে অনলাইনে। আপনারা যারা এতদিন ধরে চাকরির সন্ধানে ছিলেন, চাইছিলেন একটি ভালো পদে নির্ভরযোগ্য চাকরি বনদপ্তরের নতুন নিয়োগ প্রক্রিয়া তাঁদের জন্য (Recruitment Update). আগ্রহী যুবক-যুবতীরা অবশ্যই আজকের প্রতিবেদন মন দিয়ে পড়ে নেবেন। আজকে আমরা আলোচনা করে নেব বনদপ্তরের নতুন চাকরির জন্য আপনাদের কি কি যোগ্যতা লাগবে, মাসিক বেতন কত হবে, কিভাবে আবেদন জানাবেন, এই বিষয়ে বিস্তারিত। আসুন ডিটেলসে জানা যাক।
Forest Department Recruitment 2024
১) ভ্যাকেন্সি ডিটেলস
বনদপ্তরের তরফে নতুন করে চাকরির জন্য এক বিজ্ঞপ্তি জারি হয়েছে। আর সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, বনদপ্তরের বিভিন্ন পদে নতুন করে কর্মী নিয়োগ হবে। এক নয় বরং একাধিক পদের জন্য প্রার্থী নিয়োগ প্রক্রিয়া চলছে। প্রত্যেকটি পদে আবেদন জানানোর জন্য আলাদা যোগ্যতা রাখা হয়েছে। কোন কোন পদের জন্য আবেদন জমা করা যাবে? আর কোন কোন পদের জন্য আপনি এপ্লিকেশন জমা করতে পারবেন সেই বিষয়ে আগে থেকে ডিটেলসে জেনে নিতে হবে। অবশ্যই আজকের প্রতিবেদন আপনাদের জন্য উপকারী হতে চলেছে।
অতি সম্প্রতি বনদপ্তরে কর্মী নিয়োগের জন্য নয়া যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে যে পদগুলিতে প্রার্থীদের নিয়োগ করা হবে সেই সেই পদগুলি হল- Multi Tasking Staff (MTS), Lower Division Clerk (LDC), Technician (TE), Technical Assistant. আসুন এবার জেনে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা এবং বয়সসীমা সম্পর্কে।
২) শিক্ষাগত যোগ্যতা
বনদপ্তরের তরফে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি থেকে পদগুলির শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে জানা যায়। তিনটি পদের জন্য যে শিক্ষাগত যোগ্যতা দরকার- এবার সেই বিষয়ে জেনে নেওয়া জরুরী। প্রথমত Multi Tasking Staff (MTS) – মাল্টিটাক্সিং স্টাফ বা MTS পদে যে সকল প্রার্থী আবেদন করতে ইচ্ছুক, তাঁদের অবশ্যই মাধ্যমিক পাশের যোগ্যতা থাকতে হবে এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে।
দ্বিতীয়ত, Lower Division Clerk (LDC) – যে সকল প্রার্থীরা আবেদন জমা করতে ইচ্ছুক লোয়ার ডিভিশন ক্লার্ক পদের জন্য তাঁদের আবেদন করতে গেলে উচ্চ মাধ্যমিক পাশ করার সাথে ম্যানুয়াল টাইপ রাইটিং স্পিড থাকতে হবে। এই সকল প্রার্থীদের ইংরেজি টাইপের ক্ষেত্রে প্রতি মিনিটে ৩০ টি শব্দ টাইপ করার দক্ষতা থাকা জরুরী। আর তৃতীয়ত, Technical Assistant –যে সকল প্রার্থীরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে চাইছেন, সেই সকল প্রার্থীদের যেকোনো সরকারি স্বীকৃত সায়েন্স অথবা সংশ্লিষ্ট বিষয়ে (Agriculture/Biotechnology) স্নাতক বা গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।
৩) বয়সসীমা
এই চাকরির জন্য যে সকল প্রার্থীরা আবেদন জমা করতে ইচ্ছুক, তাঁদের বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। মনে রাখবেন, নিয়োগের ক্ষেত্রে SC/ST প্রার্থীরা ০৫ বছর, এবং OBC প্রার্থীরা ০৩ বছর এবং PWD প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন।
৪) মাসিক বেতন
চাকরিপ্রার্থীদের জেনে রাখা জরুরী যে, বনদপ্তর তরফে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তিতে যে চাকরির কথা উল্লেখ করা হয়েছে, সেখানে মাসিক বেতনের কথা তেমন ভাবে কিছু উল্লেখিত হয়নি। আপনারা পরে ডিটেলস জানতে পারবেন।
৫) আবেদন জানাবেন কিভাবে
চাকরিপ্রার্থীরা মনে রাখুন, এই বিভিন্ন পদের জন্য আবেদন করা যাবে অনলাইন মারফত। সেক্ষেত্রে প্রার্থীদের আবেদন করার জন্য প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে আর সেখানে গিয়ে রেজিস্ট্রেশনের কাজ সম্পন্ন করতে হবে। ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে গেলে চাকরির আবেদন পত্রটি নির্ভুলভাবে পূরণ করে নিন। আর এরপর যে ডকুমেন্টসগুলি চাওয়া হয়েছে সেগুলি যথাযথভাবে স্ক্যান করে আপলোড করুন। আর নথি আপলোড হয়ে গেলে চাকরির অ্যাপ্লিকেশন সাবমিট করলেই আপনার আবেদন জমা হয়ে যাবে।
৬) আবেদনের সময়সীমা
চাকরিপ্রার্থীরা মনে রাখবেন, নভেম্বর মাসের মধ্যে আপনি আবেদন জমা করতে পারবেন। আবেদন জমা করা যাবে চলতি মাসের ৩০ তারিখ অর্থাৎ ৩০/১১/২০২৪ এর মধ্যে।
বাংলায় মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ শুরু। বাড়ির কাছে চাকরি!
৫) নিয়োগ প্রক্রিয়া
এখন চাকরিপ্রার্থীদের মনে নিশ্চয়ই প্রশ্ন আসবে এই চাকরির জন্য কিভাবে নিয়োগ প্রক্রিয়া চলবে সেক্ষেত্রে চাকরি প্রার্থীরা জেনে নিন, এই চাকরির জন্য প্রার্থী বাছাই করা হবে CBT ও DVর মাধ্যমে। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।